বাংলাদেশে যে’কজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তন্মধ্যে ডা: এম. আর. খান এর নাম না বললেই নয়। তার অর্জিত ডিগ্রীসমূহ হলো – এমবিবিএস, এফসিপিএস, এমডি (শিশু)। বর্তমানে তিনি সেন্ট্রাল হাসপাতালে কর্মরত রয়েছেন।
যোগাযোগের ঠিকানা ও অবস্থান
অবস্থান:
|
ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালের পাশ দিয়ে গ্রীন রোডের দিকে যে সড়কটি রয়েছে সেই সড়ক ধরে যাওয়ার পথে ল্যাব এইডের ৪টি ভবন পরেই সেন্ট্রাল হাসপাতাল অবস্থিত।
|
ঠিকানা:
|
সেন্ট্রাল হাসপাতাল, গ্রীন রোড, ঢাকা।
|
ফোন:
|
৮৬১৩৩৪৪
|
এছাড়া তিনি তার বাসায় রোগী দেখেন। ঠিকানা: রোড # ৩, হাউজ # ২৭, ধানমন্ডি, ঢাকা।
রোগী দেখার সময়সূচী
শুক্রবার ও মঙ্গলবার ব্যতীত সপ্তাহের ৫ দিন বিকাল ৫:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত রোগী দেখে থাকেন। রমজান মাসে দুপুর ২:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত রোগী দেখেন।
সিরিয়াল গ্রহণ
ডাক্তার সাহেব সিরিয়ালের ভিত্তিতে পর্যায়ক্রমে রোগী দেখে থাকেন। এই সিরিয়াল সরাসরি হাসপাতালে এসে বা ফোনের মাধ্যমে দেয়া যায়। চেম্বারে অবস্থানরত সহকারীর কাছ থেকে এই সিরিয়াল নাম্বার সংগ্রহ করতে হয়। সিরিয়াল গ্রহণের জন্য ফোন নাম্বার: ৮৬১৩৩৪৪। প্রতিদিনের সিরিয়াল ঐদিন দুপুর ১২:০০ টার পর থেকে সংগ্রহ করা যায়।
ডাক্তারের ফি
নতুন রোগী
|
১,০০০/-
|
পুরাতন রোগী (একই রোগের জন্য ২য় বার)
|
৫০০/-
|
নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে রিপোর্ট দেখার জন্য কোন ফি নেওয়া হয় না।
|
চেম্বারে প্রবেশের ক্ষেত্রে বাধ্যবাধকতা
-
চেম্বারে প্রবেশের পূর্ব অবশ্যই মোবাইল ফোনের সুইচ অফ করতে হবে।
-
রোগীর সাথে ১ জন থেকে সর্বোচ্চ ২ জন স্বজন চেম্বারে প্রবেশ করতে পারবেন।
চেম্বারের অবস্থান
ডা: এম. আর. খানের চেম্বারটি সেন্ট্রাল হাসপাতালের ২য় তলায় অবস্থিত। ২য় তলার প্রবেশ মুখের সাথেই হাতের বাম পাশের রুমটিই ডা: এম. আর. খানের চেম্বার।
ওয়েটিং রুম ও নামাজের ব্যবস্থা
চেম্বারে আগত রোগী ও রোগীর স্বজনদের অপেক্ষা করার জন্য চেম্বারের সম্মুখে বসার ব্যবস্থা রয়েছে। অবসর সময়কে আনন্দদায়ক করার জন্য ওয়েটিং স্থলে রঙিন ক্যাবল টেলিভিশনের ব্যবস্থা রয়েছে। এছাড়া নিচতলায় একসাথে ২৫ জন লোকের নামাজ পড়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
টেস্ট ও অপারেশন ব্যবস্থা
ডাক্তার সাহেবের চেম্বারে কোন প্রকার টেস্টের ব্যবস্থা নেই। প্রেসক্রিপশন অনুযায়ী যদি কোন প্রকার টেস্ট করার প্রয়োজন হয় তাহলে হাসপাতালের ডায়াগনষ্টিক সেন্টার থেকে টেস্ট করানো যায়। তবে কোথা থেকে টেস্ট করাতে হবে সে ব্যাপারে ডাক্তারের বিশেষ কোন নির্দেশনা নেই। এছাড়া ডাক্তারের চেম্বারে কোন প্রকার অপারেশন করার ব্যবস্থা নেই। অপারেশন করার প্রয়োজন হলে হাসপাতালের অপারেশন থিয়েটারে অপারেশন করা হয়।
ফার্মেসী
ডাক্তার সাহেবের নিজস্ব কোন ফার্মেসী নেই। তবে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব একটি ফার্মেসী রয়েছে। এটি হাসপাতালের নিচতলায় অবস্থিত। এখানে দেশী – বিদেশী সকল প্রকার ঔষধ পাওয়া যায়।
মানবিক দিক
গরীব ও অসহায় রোগীদের জন্য ডাক্তার সাহেব মানবিক দিকটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। যেমন এসকল রোগীদের ক্ষেত্রে প্রেসক্রিপশন ফি আংশিক বা সম্পূর্ণ ছাড় দেয়া হয়। তবে এসবক্ষেত্রে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সুপারিশের প্রয়োজন হয়।
বিবিধ
-
ডাক্তার সাহেব প্রতিদিন গড়ে ৪০ জন করে রোগী দেখেন।
-
তিনি এক-একজন রোগী ১০-১৫ মিনিট সময় নিয়ে দেখেন।
-
চেম্বারে নেবুলাইজার গ্যাস দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।
-
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য হাসপাতালের নিজস্ব জেনারেটর রয়েছে।
-
হাসপাতাল ও চেম্বার উভয়ই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
-
হাসপাতালের প্রবেশ মুখের উভয় পাশে ২টি করে লিফট রয়েছে।