ডা: শীবা খান একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি এ্যাপোলো হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং সমন্বয়কারী। শুক্রবার ছাড়া প্রতিদিন এ্যাপোলো হাসপাতালের চক্ষু বিভাগে রোগী দেখেন তিনি।
তাঁর অর্জিত ডিগ্রী ও প্রশিক্ষণ:
এমবিবিএস, এমএস অফথালমোলজি
ডা: শীবা খান ভারতের ভূপাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী নেন এবং একই প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ঢাকার এ্যাপোলো হাসপাতালে যোগ দেবার আগে তিনি ভারতের হিমালয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
চেম্বারের ঠিকানা:
এ্যাপলো হাসপাতাল ঢাকা
প্লট: ৮১, ব্লক: ই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯।
হটলাইন: ১০৬৭৮
ফোন: ৮৮৪৫২৪২১
ই-মেইল: [email protected] , ওয়েবসাইট: www.apollodhaka.com
লোকেশন: ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এবং নর্দ্দা উম্মাতুল মুমেনীন জামে মসজিদের ১০০০ গজ পূর্ব দিকে এ্যাপোলো হাসপাতালটির অবস্থান।
চেম্বার: দ্বিতীয় তলা, চক্ষু বিভাগ।
রোগী দেখার সময়সূচী:
শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগী দেখেন তিনি। আর রমজান মাসে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগী দেখেন।
বুকিং দেয়া
হাসপাতালটির প্রতিটি বিভাগের জন্য আলাদা বুকিং ডেস্ক আছে। এখানে সরাসরি এসে কিংবা ফোনে বুকিং দেয়া যায়। বুকিং দেয়ার সময় রোগীর নাম ও ঠিকানা লিখে রাখা হয়। বুকিং দেয়ার ফোন নম্বর: ৮৪০১৬৬১-২, ০১৯১১৫৫৫৫৫৫, ০১৭১২১৯২৯৯৮। সকাল আটটা থেকে রাত নয়টার মধ্যে যোগাযোগ করতে হয়। আগে ‘আসলে আগে পাবেন’ ভিত্তিতে সিরিয়াল দিয়ে সিরিয়াল অনুযায়ী রোগী দেখা হয়। চিকিৎসকের সহকারী সিরিয়াল অনুযায়ী রোগী দেখানোর ব্যবস্থা করেন। এছাড়া হাসপাতালটির ওয়েব সাইটের মাধ্যমেও সিরিয়াল দেয়া যায়। সিরিয়াল দেবার সময় নাম, বয়স, রোগের বিবরণ ইত্যাদি তথ্য দিতে হয়। বুকিং দেবার সময় রোগী কোন দিনে চিকিৎসককে দেখাতে চাচ্ছেন সেটা জানাতে হয়, এরপর খালি থাকা সাপেক্ষে বরাদ্দ দেয়া হয়।
বসার ব্যবস্থা:
এখানে প্রতি তলাতেই রোগী এবং রোগীর আত্নীয়-স্বজনদের বসার ব্যবস্থা আছে। বিভাগ অনুযায়ী ডাক্তারের চেম্বারগুলো বিন্যস্ত এবং প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে কফি খাওয়ার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আছে। প্রতি কাপের মূল্য ২০ টাকা।
ডাক্তারের ফি
প্রথমবার রোগী দেখানোর সময় ১,০০০ টাকা ফি দিতে হয়, এবং এরপর থেকে ৫০০ টাকা করে ফি দিতে হয়। আর রিপোর্ট দেখানোর সময় ৫০০ টাকা দিতে হয়। চেম্বারের বাইরে চিকিৎসকের সহকারীর কাছে ফি দিতে হয়। পূর্বে কোন চিকিৎসককে দেখানো হয়ে থাকলে তাঁর প্রেসক্রিপশন, আগে করানো বিভিন্ন টেষ্টের রিপোর্ট ইত্যাদি আনতে হয়।
বিভিন্ন পরীক্ষার খরচ:
টেস্টের নাম
|
খরচ
|
সিটি স্ক্যান
|
৩,৫০০ টাকা
|
D X-Ray
|
২,১০০ টাকা
|
কালার ডপলার স্টাডি
|
৩,১০০ টাকা
|
এন্ডোসকপি
|
২,৫৫০ টাকা
|
ইসিজি
|
১,০৫০ টাকা
|
আলট্রা সনোগ্রাম
|
২,২৫০ টাকা
|
হেপাটাইটিস বি
|
৮০০ টাকা
|
হোল বডি চেকআপ
|
৮,৫০০ টাকা
|
ওষুধের দোকান:
হাসপাতালটির এক তলায় প্রবেশপথের পশ্চিম পাশে একটি ওষুধের দোকান আছে যেটি ২৪ ঘন্টা খোলা থাকে।
অন্যান্য তথ্য:
-
হাসপাতালটিতে একতলা থেকে অন্য তলায় যাওয়ার জন্য সিঁড়ি থাকলেও বন্ধ রাখা হয়। কেবল লিফট ব্যবহার করেই এক তলা থেকে অন্য তলায় যাওয়া যায়। মোট ছয়টি লিফট আছে এখানে।
-
হাসপাতালটির লেভেল ৬-এ ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ আছে।