বাংলাদেশের যে’কজন বক্ষ ও এ্যাজমা বিশেষজ্ঞ রয়েছেন তাদের মধ্যে অধ্যাপক ডাঃ রাশেদুল হাসান একজন।
ডাক্তারের পরিচয়
ডাঃ রাশেদুল হাসান
এম.বি.বি.এস. (মেডিসিন), চেষ্ট, এ্যাজমা এবং মেডিসিন স্পেশালিষ্ট।
এসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অব মেডিসিন, বাংলাদেশ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)।
সহযোগী অধ্যাপক
এই ডায়াগনস্টিক সেন্টারের ৩য় তলায় তিনি বসেন।
চেম্বারের ঠিকানা
মডার্ন ডায়াগনস্টিক সেন্টার,
চেম্বারের অবস্থান
বাড়ি# ৮, রোড# ৭, নতুন/ পুরাতন ধানমন্ডি, ঢাকা- ১২০৫।
ফোন- ৮৬১৬০৭৪
লোকেশন
মিরপুর রোডের পূর্ব পাশে ক্যাপিটাল মার্কেটের দক্ষিণে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারটি ৩য় তলায় চেম্বারের অবস্থান।
বুকিং নম্বর
এই ডাক্তার সাহেবের কাছে রোগী দেখানোর জন্য ফোনে অথবা সরাসরি এসে ১৫ দিন পূর্বে বুকিং দিতে হয়।
মোবাইল- ০১৭১৪-১১০৩৬৭৯।
তিনি শুক্রবার ব্যতীত প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত রোগী দেখেন।
প্রেসক্রিপশন ফি
ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন ফি-
নতুন রোগী- ৭০০ টাকা।
পুরাতন রোগী- ৫০০ টাকা।
রিপোর্ট দেখানোর জন্য কোন চার্জ প্রদান করতে হয় না।
চেম্বারের পরিবেশ
ডাক্তার সাহেবের চেম্বারের ওয়েটিং রুমে একসাথে ৩০ থেকে ৪০ জন বসার জন্য সূদৃশ্য প্লাষ্টিকের চেয়ারের ব্যবস্থা রয়েছে। এখানে বসে টেলিভিশন দেখার ব্যবস্থাও রয়েছে। চেম্বারে শীতাতপ নিয়ন্ত্রিণ ব্যবস্থা রয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য জেনারেটরের ব্যবস্থাও বিদ্যমান। চেম্বারে নামাজ পড়ার জন্য আলাদা জায়গা রয়েছে।
অন্যান্য
-ডাক্তার সাহেবের চেম্বারে টেষ্ট ও ফার্মেসি সুবিধা না থাকলেও এই ডায়াগনস্টিক সেন্টারের টেস্ট সুবিধা ও ফার্মেসি রয়েছে।
-চেম্বারে অপারেশন না করলেও প্রয়োজনে ডাক্তার সাহেবের রেফারকৃত অন্য ডাক্তারের অধীনে অপারেশন করা হয়।
-ডাক্তার সাহেব প্রতিদিন রোগীভেদে ১০ থেকে ১৫ মিনিট নিয়ে প্রায় ২৫/৩০ জন রোগী দেখেন।
-এই ডাক্তার সাহেবের চেম্বারে গরীব রোগীদের জন্য আলাদা কোন সুযোগ নেই।
-ডাক্তার সাহেব সিরিয়াল মেইনটেইন করে রোগী দেখেন। রোগীর সাথে সর্বোচ্চ একজন স্বজন চেম্বারের ভিতরে প্রবেশ করতে পারেন।
-ডাক্তার সাহেবের চেম্বারের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সিরিয়াল মেইনটেইন ও অন্যান্য কাজের জন্য ৩ জন সহকারী রয়েছে।