ডা. আব্দুল কাদের আকন্দ একজন হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়া প্রতিদিন তাঁর ল্যাব এইড স্পেশালাইজড হাসপতালের চেম্বারে রোগী দেখেন।
অর্জিত ডিগ্রী: এমবিবিএস, এফসিপিএস, এফএসিপি, এমডি (জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট)
চেম্বারের ঠিকানা
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল
বাড়ি নম্বর: ৬, রোড নম্বর: ৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫
ফোন: ৯৬৭৬৩৫৬, ফ্যাক্স: ৮৮-০২-৮৬১৭৩৭২, ই-মেইল: [email protected],
ওয়েবসাইট: www.labaidgroup.com
হটলাইন:
এছাড়া রোগীদের যে কোন সহযোগিতার জন্য ২৪ ঘন্টা হটলাইন চালু থাকে। হটলাইন: ০১৭৩০৭০৮০২০
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের লোকেশন
পূবালী ব্যাংকের ৫৫০ গজ উত্তরে ও ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল সংলগ্ন ৫০ গজ উত্তরে অবস্থিত।
ডাক্তার চেম্বার: ২য় তলা, রুম নম্বর: ২৬৭
রোগী দেখার সময়সূচী:
বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত রোগী দেখেন তিনি। আর রমজান মাসে বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখেন।
বুকিং দেয়া
সিরিয়াল বুকিং দেয়ার জন্য একতলায় একটি আলাদা ডেস্ক আছে। এখানে সরাসরি এসে কিংবা ফোনে বুকিং দেয়া যায়। বুকিং দেয়ার সময় রোগীর নাম ও ঠিকানা লিখে রাখা হয়। বুকিং দেয়ার ফোন নম্বর: ৯৬৭৬৩৫৬, ৮৬১০৭৯৩-৮। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সিরিয়াল দিয়ে সিরিয়াল অনুযায়ী রোগী দেখা হয়। চিকিৎসকের সহকারী সিরিয়াল অনুযায়ী রোগী দেখানোর ব্যবস্থা করেন।
ডাক্তারের ফি
প্রথমবার রোগী দেখানোর সময় ৬০০ টাকা ফি দিতে হয়, দ্বিতীয়বার ৪০০ টাকা এবং এরপর থেকে ৩০০ টাকা ফি দিতে হয়। আর রিপোর্ট দেখানোর সময় ২০০ টাকা দিতে হয়। চেম্বারের বাইরে চিকিৎসকের সহকারীর কাছে ফি দিতে হয়।
বিভিন্ন পরীক্ষার খরচ:
টেস্টের নাম
|
খরচ
|
ব্লাড টেস্ট ফুল
|
১৬০০ টাকা
|
হেপাটাইটিস বি
|
৬০০ টাকা
|
সিটি স্ক্যান
|
৩,৫০০ টাকা
|
আলট্রাসনোগ্রাম
|
১,৮০০ টাকা
|
JEC
|
৮,৫০০ টাকা
|
ইসিজি
|
৪৫০ টাকা
|
ওষুধের দোকান:
হাসপাতালটির এক তলায় প্রবেশপথের উত্তর পাশে একটি ওষুধের দোকান আছে যেটি ২৪ ঘন্টা খোলা থাকে।
বসার ব্যবস্থা:
এখানে প্রতিটি চেম্বারের রোগীদের জন্য আলাদা বসার ব্যবস্থা নেই। কেবল দ্বিতীয় তলায় উত্তর ও দক্ষিণ পাশে চেম্বারগুলোর জন্য যৌথ বসার ব্যবস্থা আছে। দক্ষিণ পাশে ৬০ জন এবং উত্তর পাশে ৪৫ জন বসতে পারেন। সময় কাটানোর জন্য স্যাটেলাইট সংযোগসহ টেলিভশন আছে এখানে।
হাসপাতালে ভর্তি
প্রয়োজনবোধে এই চিকিৎসক রোগীদের হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে থাকেন। এই হাসপাতালে রাতে রোগীর সাথে একজনের বেশি স্বজন থাকতে পারেন না। আর বাইরে থেকে বিছানা, জামা-কাপড়, রোগীর জন্য খাবার, ওষুধ, ফলমূল ইত্যাদি আনা নিষেধ। হাসপাতালে ভর্তির সময় অগ্রীম দিতে হয়, এরপর প্রতি তিনদিন অন্তর অন্তর বিল পরিশোধ করতে হয়। যে কোন সময় ০১৭১৩০৯১৯৪০ নম্বরে ফোন করা যেতে পারে রোগীর অবস্থা সম্পর্কে জানার জন্য।