এদেশে কার্ডিওলজি (হৃদরোগ) বিশেষজ্ঞ যে কয়জন ডাক্তার রয়েছেন তাদের মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম একজন। তার অর্জিত ডিগ্রিসমূহ হলো – এম.বি.বি.এস, এফ.সি.পি.এস, এফ.আর.সি.পি (এডিন), এফ.এ.সি.সি, এফ.ই.এস.সি। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি (হৃদরোগ) বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। এছাড়া পপুলার ডায়াগনষ্টিক সেন্টার, ধানমন্ডি শাখায় তার একটি চেম্বার রয়েছে।
চেম্বারের ঠিকানা, যোগাযোগ ও অবস্থান
ঠিকানা:
|
পপুলার ডায়াগনষ্টিক সেন্টার।
হাউজ # ১৬, রোড # ২, ধানমন্ডি, ঢাকা।
|
ফোন:
|
৯৬৬৯৪৮০
|
মোবাইল:
|
০১৭২৭-৪৯৭৩১৯
|
ই-মেইল:
|
[email protected]
|
ডায়াগনষ্টিক সেন্টারের অবস্থান:
|
সাইন্স ল্যাবরেটরী বাসস্ট্যান্ড থেকে ঢাকা সিটি কলেজ হয়ে পশ্চিম দিকে ঝিগাতলাগামী সড়ক দিয়ে ৫০ গজ এগুলেই সড়কের দক্ষিণ পাশে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের দেখা মিলবে।
|
চেম্বারের অবস্থান:
|
এটি পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের মূল ভবনের ২য় তলায় ২০৩ নম্বর কক্ষে অবস্থিত।
|
রোগী দেখার সময়সূচী ও ফি
বৃহস্পিতবার ও শুক্রবার ব্যতীত সপ্তাহের পাঁচ দিন সন্ধ্যা ৭:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত রোগী দেখে থাকেন। নামাজের সময় বিরতি। ডাক্তার সাহেবের রোগী দেখার ফি নীচে দেয়া হল –
নতুন ও পুরাতন সকল রোগী ক্ষেত্রে
|
৮০০ টাকা
|
পরবর্তীতে রিপোর্ট দেখার জন্য কোন ফি নেওয়া হয় না।
|
সিরিয়াল গ্রহণ
এখানে রোগী দেখানোর জন্য শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৫:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত সরাসরি বা ফোনের মাধ্যমে সিরিয়াল নম্বর গ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট দিনের একদিন আগে সিরিয়াল গ্রহণ করার পাশাপাশি যেদিনের সিরিয়াল নেওয়া হয়েছে সেইদিন সকাল ৮:০০ টা থেকে দুপুর ১২:০০ টার মধ্যে পুনরায় সিরিয়াল নিশ্চিত করতে হবে। নতুবা রোগী দেখানো সম্ভব হবে না।
অপারেশন ও জরুরী চিকিৎসা
ডাক্তার চেম্বারে কোন প্রকার অপারেশন ও জরুরী চিকিৎসা প্রদানের ব্যবস্থা নেই। এক্ষেত্রে নিজস্ব তত্ত্বাবধানে পার্শ্ববর্তী পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
খোলা-বন্ধের সময়সূচী
এই চেম্বারটি বৃহস্পতি ও শুক্রবার বাদে অন্যান্য দিন সকাল ৮:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত খোলা থাকে।
চেম্বারে প্রবেশের ক্ষেত্রে বাধ্যবাধকতা
-
চেম্বারে প্রবেশের পূর্ব অবশ্যই মোবাইল ফোনের সুইচ অফ করতে হবে।
-
রোগীর সাথে একজন মাত্র ব্যক্তি চেম্বারে প্রবেশ করতে পারবেন।
ওয়েটিং রুম ও নামাজের ব্যবস্থা
চেম্বারে আগত রোগী ও অন্যান্য লোকজনের অপেক্ষা করার জন্য ১৫০ আসন বিশিষ্ট একটি ওয়েটিং রুম রয়েছে। অবসর সময়কে আনন্দদায়ক করার জন্য সেখানে রঙিন ক্যাবল টেলিভিশনের ব্যবস্থা রয়েছে। এছাড়া ডায়াগনষ্টিক সেন্টারের তৃতীয় তলায় একসাথে ১০০ জন লোকের নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে।
ফার্মেসী
এই চেম্বারের বাইরে পশ্চিম দিকে ‘পপুলার মেডিসিন কর্ণার’ নামে একটি ফার্মেসী রয়েছে। যেখানে হৃদরোগ বিষয়ক ঔষধ ছাড়াও সকল প্রকার দেশী-বিদেশী ঔষধ পাওয়া যায়।
বিবিধ
-
ডাক্তার চেম্বারে কোন প্রকার টেষ্ট করার ব্যবস্থা নেই। এক্ষেত্রে হৃদরোগ বিষয়ক কিছু টেষ্ট তিনি পপুলার ডায়াগনষ্টিক সেন্টার থেকে করিয়ে থাকেন।
-
প্রতিদিন গড়ে ২০ জন রোগী দেখে থাকেন।
-
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ডায়াগনষ্টিক সেন্টারের নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর রয়েছে।
-
চেম্বারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রীত।
-
চেম্বারে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক টয়লেট রয়েছে।
-
বিশুদ্ধ পানির সুব্যবস্থা আছে।
-
চেম্বারে ডাক্তার ও রোগীকে সহায়তা করার জন্য একজন সহযোগী রয়েছেন।
-
আগত রোগীদের যাতায়াতের জন্য চেম্বারের উত্তর দিকে ২টি লিফট রয়েছে।