বিভিন্ন কারণে আমাদের হাত-পা কেটে যেতে পারে। রান্নার জন্য মাছ বা সবজি কাটছেন, হঠাৎ করে কেটে গেল হাত! তখন কি করবেন রান্না ফেলে ছুটবেন ডাক্তার বাড়ি? তারচেয়ে ঘরে রাখা টুকিটাকি জিনিসপত্র দিয়ে বন্ধ করে ফেলতে পারেন রক্তপাত। আসুন জেনে নিই এমনি কিছু উপায় যা দিয়ে রক্তপাত বন্ধ করা সম্ভব খুব সহজে।
ঘরোয়া উপায়ে খুব সহজে বন্ধ করুন রক্তপাতঃ
১। বরফঃ
সবার বাসার ফ্রিজে বরফ থাকে। আর এই বরফ রক্ত বন্ধ করার খুব ভাল একটা উপায়। কেটে যাওয়া স্থানে কয়েকটি বা একটি বরফের টুকরো চেপে ধরে রাখুন। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন রক্ত বন্ধ হয়ে গেছে।
২। হলুদ গুঁড়াঃ
রান্নাঘরে সবচেয়ে সহজলভ্য উপাদান হল হলুদ। এই হলুদ গুঁড়ো দিয়ে খুব সহজে রক্ত বন্ধ করা যায়। হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। কাটা স্থানে কিছু হলুদ গুঁড়ো লাগিয়ে নিন। দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গিয়েছে এবং ক্ষত দ্রুত সেরেও গিয়েছে।
৩। লবণ পানিঃ
লবণ পানি খুব ভাল প্রাকৃতিক প্রতিষেধক। কিছু পানি নিন আর তার মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিন। এবার কাঁটা হাতটা পানিতে ডুবিয়ে রাখুন। প্রথমে একটু জ্বালাপোড়া করবে। কিন্তু কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়ে যাবে।
৪। টি ব্যাগঃ
হঠাৎ করে হাত বা পা কেটে গেলে সেই জায়গায় ব্যবহৃত টি ব্যাগ অথবা নতুন টি ব্যাগ ঠান্ডা পানিতে ভিজিয়ে লাগিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যাবে। এবং কাঁটা জায়গায় ঠান্ডা ধরণের অনুভূতি দেবে।
৫। কফি পাউডারঃ
আপনার সকালের ঘুম ভাঙ্গে সে কফি খেয়ে সে কফির পাউডার রক্তপাত বন্ধ করতে সাহায্য করবে। যে জায়গা থেকে পড়ছে সেখানে খানিকটা কফি পাউডার ছরিয়ে দিন। দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে।