রোদ অনেক বেশি মাত্রায় পুড়িয়ে দেয় ত্বক। কড়া রোদ ত্বকের অতিরিক্ত পোড়া দাগের জন্য দায়ী। কিছুক্ষণ বাইরে থাকলেই ত্বকে কালচে ছোপ ছোপ দাগ পড়ে যায়। খুব বেশি দুশ্চিন্তা করবেন না। এই অতিরিক্ত রোদে পোড়া দাগের খুব সহজ ঝামেলা মুক্ত সমাধান রয়েছে। এমনকি পরবর্তীতে রোদে পোড়ার হাত থেকেও রক্ষা করবে এই সমাধানগুলো। চলুন তাহলে শিখে নেয়া যাক পদ্ধতিগুলো-
১) দইয়ের ব্যবহার
টক দইয়ে একটু গন্ধ হলেও টক দই ত্বকের জন্য অনেক ভালো একটি উপকরণ। শুধুমাত্র টকদই দিয়েই ত্বকের রোদে পোড়া সমস্যা দূর করতে পারবেন। টকদই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ত্বকে লাগান। ১৫-২০ মিনিট পর যখন শুকিয়ে উঠবে তখন আঙুলের মাথা একটু ভিজিয়ে নিয়ে আলতো ঘষে নিন পুরো ত্বক। ২ মিনিট ঘষার পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ত্বক থেকে রোদে পোড়া দাগ চলে যাবে এবং পরবর্তীতে ত্বক একটু কমই রোদে পুড়বে।
২) ভিক্স
খুব অদ্ভুত শোনালেও এই সমাধানটি অনেক কার্যকরী। সর্দিকাশি এবং ঠাণ্ডার ঔষধ ভিক্স মলম রোদে পোড়া দাগ দূর করে খুব সহজেই। খুব অল্প পরিমাণে ভিক্স নিয়ে রোদে পোড়া দাগের উপরে আলতো করে ম্যাসেজ করে নিন। যাদের ত্বক অতিরিক্ত রোদে পোড়া তারা সপ্তাহে ২ বার এভাবে লাগাবেন অন্যরা ১ বারেই ভালো ফলাফল পাবেন।
৩) বরফের ব্যবহার
বরফ রোদে পোড়া দাগ দূর করতে এবং জ্বলুনি কমাতে সহায়তা করে। খুব সহজেই বরফের ব্যবহারে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। ৩/৪ টুকরো বরফ নরম পাতলা পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে নিয়ে রোদে পোড়া দাগের উপর আলতো করে ম্যাসেজ করুন বরফ না গলা পর্যন্ত। নিয়মিত ব্যবহারে খুব দ্রুত এবং ভালো ফলাফল পাবেন।
৪) মসুর ডালের ব্যবহার
মসুর ডাল সারারাত পানিতে ভিজিয়ে রেখে বেটে নিন। খুব বেশি মিহি কড়া লাগবে না। ২ চা চামচ মসুর ডাল বাটার সাথে ২ চা চামচ টমেটো পিষে পেস্টের মতো তৈরি করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি ত্বকের উপরে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ঠাণ্ডা পানিতে ধুয়ে নিজেই দেখুন ম্যাজিক।