শিশুদের যেকোন অসুখে যতটা কাহিল শিশু হয় তার চেয়ে চিন্তায় পরে বাবা মা। শিশুর স্বাভাবিকের চেয়ে ঘন ঘন পাতলা পায়খানা হলে বুঝতে হবে ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া হলে শরীর থেকে পানি ও লবণ জাতীয় পদার্থ বের হয়ে শরীরে পানি স্বল্পতার সৃষ্টি হয়। সময়মত ব্যবস্থা না নিলে পানি স্বল্পতার কারণে শিশুর মৃত্যুও হতে পারে।
লক্ষণ
-
শিশুর মধ্যে খুব অস্থির ভাব থাকবে
-
শিশু বেশি পিপাসা বোধ করবে এবং আগ্রহ ভরে পানি পান করবে
-
শিশুর চোখ বসে যাওয়া এবং পেটের চামড়া ঢিলা হয়ে যায়
-
শিশুর নেতিয়ে পড়ে এবং ক্ষেত্র বিশেষে অজ্ঞান হয়ে পড়ে
করণীয়
-
শিশুর ডায়রিয়া হলে বেশি করে খাবার স্যালাইন, ভাতের মাড়, চিড়ার পানি, ডাবের পানি, ডালের পানি ও নিরাপদ পানি খাওয়াতে হবে।
-
শিশুকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে।
-
স্যালাইনের পাশাপাশি শিশুকে জিঙ্ক খাওয়াতে হবে।
-
আর্সেনিকমুক্ত টিউবওয়েলের পানি বা অন্যভাবে আহরিত পানি ২০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে শিশুকে পান করাতে হবে।
-
সাবান দিয়ে হাত ধোয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা এবং খাবার ঢেকে রাখাতে হবে।
-
শিশুকে কোন অবস্থাতেই পচা-বাসি খাবার খাওয়ানো যাবে না।
-
মারাত্মক পানি স্বল্পতা দেখা দিলে বা পায়খানার সাথে রক্ত গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।