ঢাকার আধুনিক ডায়াগনষ্টিক সেন্টারগুলোর মধ্যে ল্যাবএইড অন্যতম। রোগীদের সেবা প্রদানে এই সেন্টার সদা প্রস্তুত। রোগীদের দুর্ভোগ লাঘবের জন্য সপ্তাহের সাতদিনই ২৪ ঘন্টা খোলা থাকে ল্যাব এইড। এছাড়া এখানে ডাক্তার দেখানোর ব্যবস্থা এবং নিচতলায় ঔষধের দোকান রয়েছে।
বিভিন্ন প্রকার টেষ্ট, ফি ও অন্যান্য
এখানে ৩২ প্রকারের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে হেমাটোলজি, পুলমোনারি ফাংশন টেষ্ট, হিস্টোপ্যাথলজি, বন ডেনসিটোমেট্রি, ইউরোফ্লোমেট্রি, মাইক্লোগ্রাফি, নিউক্লিয়ার স্ক্যান, নিউরোলজিক্যাল টেষ্ট ইত্যাদি। পরিচিত পরীক্ষা বা টেষ্টের ফি হলো
ক্রমিক নং
|
টেষ্টের নাম
|
টেষ্ট ফি
|
১.
|
রক্তের হিমোগ্লোবিন টেষ্ট
|
১৮০ টাকা
|
২.
|
আলট্রাসনোগ্রাম
|
১,২০০ – ১,৫০০ টাকা
|
৩.
|
সিটি স্ক্যান
|
৪,০০০ – ৬,০০০ টাকা
|
৪.
|
এম আর আই
|
৬,৫০০ - ১৮,০০০ টাকা
|
৫.
|
ইউরিন
|
১২০ টাকা
|
৬.
|
এক্স-রে
|
৪০০ – ২,০০০ টাকা
|
টেষ্টের নানা বিষয়
এখানে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় ফোর ডি মেশিন এবং রক্ত ও ইউরিন সহ সকল পরীক্ষা মেশিনের সাহায্যে করা হয়। টেষ্ট করানোর সময় পুরুষ ও মহিলা রোগীদের জন্য ডাক্তার একই হলেও মহিলাদের জন্য রয়েছে মহিলা ল্যাব এসিস্ট্যান্ট। এছাড়া রোগীর শরীর থেকে রক্ত সংগ্রহের পর সিরিঞ্জের সুঁই কেটে ফেলা এবং ধ্বংস করে ফেলা হয়। সেন্টারে পরীক্ষা করাতে আসা চলাচলে অক্ষম রোগীদের সুবিধার জন্য হুইল চেয়ার ও ট্রলির ব্যবস্থা রয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের খুবই যত্ন সহকারে দ্রুত টেষ্টের ব্যবস্থা করা হয়। রোগীল রক্তে সুগার পরীক্ষার পূর্বে যে গ্লুকোজ খাওয়ানো হয় তা ডায়াগনষ্টিক সেন্টার থেকেই বিনা মূল্যে সরবরাহ করা হয়। এখানে টেষ্টের জন্য সার্বক্ষণিক ডাক্তার থাকেন। তাছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়াও রোগী নিজ ইচ্ছায় যেকোন পরীক্ষা বা টেষ্ট করাতে পারে।
রোগীর অপেক্ষা ও করণীয়
প্রধান ওয়েটিং রুমে একসাথে প্রায় ৮০ জন লোক বসার ব্যবস্থা রয়েছে। এছাড়া সময় কাটানোর জন্য এলসিডি টেলিভিশনের ব্যবস্থা রয়েছে ওয়েটিং রুমে। এই সুন্দর গোছানো সেন্টারটির প্রত্যেকটি টেষ্ট রুমের সামনেও রোগীদের বসার ব্যবস্থা রয়েছে। টেষ্ট করানোর সময় ভাউচার নম্বর অনুযায়ী পর্যায়ক্রমে রোগীদের সিরিয়াল মেনে পরীক্ষা করা হয়।
টিকেট ও টেষ্টের রিপোর্ট
টেষ্টের টাকা জমাদানের কাউন্টার এবং রিপোর্ট প্রদানের কাউন্টার আলাদা। টেষ্টের ধরণ অনুসারে ২ ঘন্টা থেকে ১২ ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হয়ে থাকে। এখানে টেষ্টের ফি ক্যাশ ছাড়াও ভিসা কার্ড, মাষ্টার কার্ড এবং সকল ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে প্রদান করা যায়।
বিবিধ
হাসপাতালে আগত রোগী ও সাথের লোকদের পানি পানের জন্য ওয়ান টাইম গ্লাসের ব্যবস্থা রয়েছে। অভ্যন্তরীণ পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত। ভবনটি কেন্দ্রীয়ভাবে সেন্টারটিই শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য নিজস্ব জেনারেটর ব্যবস্থা রয়েছে এবং এই জেনারেটর দিয়ে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা হয়। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও রয়েছে।
ঠিকানা
সায়েন্স ল্যাবরেটরী থেকে উত্তর দিকে ২০০ গজ এগিয়ে গ্রীণরোডের শুরু স্থানেই ল্যবএইড অবস্থিত।
প্রতিষ্ঠানটির ঠিকানা বাড়ি # ১, সড়ক # ৪, ধানমন্ডি ৪, ধানমন্ডি, ঢাকা।
ফোন নম্বর ৮৬১০৭৩৯-৮, ৯৬৭০২১০-৩, ৮৬৩১১৭৭
মোবাইল নম্বর ০১৭১৩-০২৫৯১১, ০১৭১১-৬১৪৪২৪
ই-মেইল: [email protected]
ওয়েব সাইট www.labaidgroup.com