বিদেশি সাহায্যে ১৯৬০ সালে যাত্রা শুরু করে আইসিডিআরবি। এখানে বিনামূল্যে কলেরা ও ডায়রিয়া রোগের চিকিৎসা এবং গবেষণা করা হয়। রোগী দেখার জন্য সর্বমোট ৮৮ জন চিকিৎসক এখানে কর্মরত রয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি রোগের সঠিক ডায়গনোসিস করার জন্য নিজস্ব ডায়াগনষ্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক রয়েছে। আইসিডিআরবি তে কোন প্রকার বহি:বিভাগ সেবা ও অপারেশনের ব্যবস্থা নেই। এখানে কেবিন নেই। সিট/বিছানা সংখ্যা নির্দিষ্ট নয়। রোগীর সংখ্যার উপর সিট/বিছানার সংখ্যা নির্ভর করে।
ঠিকানা ও যোগাযোগ
আইসিডিডিআরবি
মহাখালী, ঢাকা-১২১২।
ফোন: +৮৮-০২-৯৮২৭০০১-১০
ফ্যাক্স: +৮৮-০২-৯৮২৭০৭৫, ৯৮২৭০৭৭
জরুরী বিভাগের নম্বর: +৮৮-০২- ৯৮৯৯০৬৭।
ওয়েব সাইট: www.icddrb.org
মহাখালি কাঁচা বাজার থেকে মহাখালি আন্ত:জেলা বাস টার্মিনালের দিকে ২০০ গজ সামনে হাতের বাম দিকে আইসিডিডিআরবি অবস্থিত।
অনুসন্ধান ডেস্ক ও রোগীর ভর্তির নানা দিক
আইসিডিআরবি তে জরুরী বিভাগ ও অনুসন্ধান ডেস্ক পাশাপাশি অবস্থিত। প্রধান গেট থেকে এর দূরত্ব ৮০ গজ। রোগী ভর্তির জন্য প্রথমেই জরুরী বিভাগে যেতে হবে। জরুরী বিভাগের ডাক্তার রোগীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকে, যদি দেখেন শুধু ঔষুধ দিলেই চলবে তবে সেই রোগীকে আর ভর্তি করা হয় না। রোগীর অবস্থা বেশী খারাপ হলে তাকে সরাসরি ভর্তি করা হয়। তবে এর জন্য কোন টাকা পয়সা প্রদান করতে হয় না। এছাড়া চিকিৎসা চলাকালীন ভর্তিকৃত রোগীর থাকা,খাওয়া,ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
বিশেষত্ব
বিদেশী সহায়তায় পরিচালিত ICDDRB তে ১ জন:১ জন এটেনডেন্ট থাকে। এই প্রতিষ্ঠান থেকে মাসিক ভিত্তিতে “স্বাস্থ্য বার্তা” নামে একটি পত্রিকা বের হয়। ICDDRB-র চাকুরীজীবিদের ১ থেকে ৫ বছরের শিশুদের লালন পালনের জন্য ডে-কেয়ার সেন্টার রয়েছে।
ব্লাড ব্যাংক
কলেরা ও ডায়রিয়াতে রক্তশূন্যতা দেখা দেয়। প্রতিষ্ঠার শুরু থেকে ICDDRB তে রয়েছে স্বয়ংসম্পূর্ণ নিজস্ব ব্লাড ব্যাংক। প্রধান দরজা দিয়ে প্রবেশ করে ২০ গজ সামনে হাতের বাম পাশের ভবনের ২য় তলায় ব্লাড ব্যাংক অবস্থিত। নিজেদের রোগীদের জন্যই শুধু এখান থেকে রক্ত সরবরাহ করা হয়।
এ্যাম্বুলেন্স সার্ভিসের ভিন্নতা
কলেরা ও ডায়রিয়ায় আক্রান্ত ভর্তিকৃত রোগীদের কিডনী, হৃৎপিন্ড, ডায়াবেটিস বা যে কোন চিকিৎসার প্রয়োজনে অন্য হাসপাতালে আনা নেওয়ার জন্যই নিজস্ব এ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। বাহির থেকে কোন রোগী আনতে এসব এ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় না। ICDDRB-র নিজস্ব ৮টি এ্যাম্বুলেন্স রয়েছে।
হাসপাতালে ডায়াগনোসিস এর ব্যবস্থা
আইসিডিআরবি-র নিজস্ব ডায়াগোনসিসের ব্যবস্থা রয়েছে। এখানে অতি অল্প খরচে টেষ্টের পরীক্ষা করা হয়। পরীক্ষার নাম ও ফি নিম্নরূপঃ-
Sl
|
Particulars
|
Cost (BDT)
|
01.
|
StoolCS For Sal, Shig and Vibrio SPP
|
600.00
|
02.
|
Ear Swab (L) For CS
|
500.00
|
03.
|
TC, DC, HB, Hetand ESR
|
200.00
|
04.
|
Widal
|
260.00
|
05.
|
HDV
|
700.00
|
06.
|
HSVI (lg6)
|
650.00
|
07.
|
Sugar F
|
60.00
|
08.
|
Stool RME
|
700.00
|
09.
|
Cytology
|
180.00
|
বিবিধ
-
কলেরা ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী সাধারণত এখন মারা যায় না। তারপরও মারা গেলে সর্বোচ্চ ৬টি লাশ রাখার ব্যবস্থা রয়েছে এখানে। তবে তা অল্প সময়ের জন্য।
-
হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে নিজস্ব ঔষধের দোকান রয়েছে। এটি ২৪ ঘন্টা খোলা থাকে।
-
হাসপাতালটি আন্তর্জাতিক মানের হওয়াতে এখানকার অগ্নি নির্বাপক ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট মজবুত। বছরে একবার অগ্নি নির্বাপনের মহড়া হয়ে থাকে।
-
প্রতিষ্ঠানের সেবা বা অন্য কোন কারণে অভিযোগ থাকলে তাও নির্ভয়ে জানানোর ব্যবস্থা রয়েছে। প্রধান দরজার পাশেই অভিযোগ কেন্দ্র রয়েছে।
-
এছাড়া প্রতিষ্ঠানের ওয়েব সাইট www.icddrb.org ঠিকানাতেও অভিযোগ করা যায়।
-
অল্প সময়ের জন্য ৩০-৩৫টি গাড়ি পার্কিং করা যায়।
আপডেটের তারিখ: ০৬/০৬/২০১৩ ইং।