ঢাকা থেকে সিরাজগঞ্জ এবং কড্ডার মোড়ে বাস সার্ভিস রয়েছে এই পরিবহন সংস্থাটির। মহাখালী এবং গাবতলী থেকে এদের বাস ছেড়ে যায়।
কাউন্টারের ঠিকানা ও যোগাযোগ
আবদুল্লাহপুর বোর্ড বাজার সাইনবোর্ড এলাকায় এসআই এন্টারপ্রাইজের কাউন্টারটি অবস্থিত। আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পশ্চিমপাশে সারিবদ্ধভাবে মোট ২২টি আন্ত:জেলা বাস কাউন্টার আছে, এখানেই এসআই এন্টারপ্রাইজের কাউন্টারটির অবস্থান।
ফোন নম্বর:
|
+৮৮-০১৭৪৬০৩৭০৭১, ০১৭১১৯৪৪০২৩
|
অন্যান্য কাউন্টার ও ফোন নম্বর:
সিরাজগঞ্জ কাউন্টার
|
+৮৮-০১৭১১১৫৯৪৯২, ০১৭১৮৮৮০২৯৩
|
কড্ডার মোড় কাউন্টার
|
+৮৮-০১৭১২৬৮৩৫০০
|
ঢাকা কাউন্টার
|
+৮৮-০১৭১২৬৭৮৬৪৯
|
বাসে ওঠা:
গাবতলী, আবদুল্লাহপুর, এয়ারপোর্ট এবং বোর্ড বাজার থেকে এসআই এন্টারপ্রাইজের যাত্রীরা বাসে উঠতে পারেন।
ঢাকা থেকে গাড়ী ছাড়ার সময়
সকাল: ০৭:০০ মিনিট
সকাল: ০৮:৩০ মিনিট
সকাল: ০৯:০০ মিনিট
সকাল: ১০:০০ মিনিট
সকাল: ১১:০০ মিনিট
দুপুর: ১২:০০ মিনিট
দুপুর: ০১:০০ মিনিট
দুপুর: ০২:০০ মিনিট
বিকাল: ০৩:০০ মিনিট
বিকাল: ০৪:০০ মিনিট
বিকাল: ০৫:০০ মিনিট
সন্ধ্যা: ০৬:০০ মিনিট
রাত ০৭:১৫ মিনিট
ভাড়া
গন্তব্য
|
ভাড়া
|
সিরাজগঞ্জ
|
২৫০ টাকা
|
টেলিফোনে বুকিং
টেলিফোনে বুকিং দেয়া যায় তবে সেক্ষেত্রে অন্তত এক ঘন্টা আগে কাউন্টারে উপস্থিত হতে হয়। আর টিকেট ক্রয়ের পর যাত্রা বাতিল করতে চাইলে অন্তত ছয় ঘন্টা আগে জানাতে হয়। টিকেটের টাকা ফেরত দেয়া হলেও ১০% ডকুমেন্টেশন চার্জ রাখা হয়। ফোনে টিকেট বাতিল করা সম্ভব নয়। ফেরত দেয়ার জন্য টিকেট নিয়ে কাউন্টারে উপস্থিত হতে হয়। ঈদের ১০ দিন আগে এবং পরে টিকেট ফেরত দেয়ার সুযোগ থাকে না।
শর্ত: যান্ত্রিক ত্রুটি, প্রাকৃতিক দূর্যোগ, ইত্যাদি অনিচ্ছাকৃত অসুবিধার কারণে যাত্রা বাতিল, বাস পরিবর্তন বা আসন পরিবর্তন করা হতে পারে।
অন্যান্য নিয়ম:
-
বাস ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হতে হয়।
-
প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ১০ কেজি ওজনের মালপত্র বহন করতে পারেন।
-
অবৈধ মালপত্র বহন করা যায় না, অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায় নেয় না।
-
গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
-
অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।
-
পথে ফেরি পারাপার করতে হলে ফেরি পারাপারের সময় যাত্রীকে গাড়ি থেকে নামতে হয়।
-
বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয় সেখানে লাগেজ রাখার পর টোকেনটি বুঝে নিতে হবে এবং হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হয়।
-
বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে ব্যর্থ হলে টিকেটের টাকা ফেরত দেয়া হয় না।
আপ-লোডের তারিখ: ০৭/০৪/২০১৩ ইং।