সূচনা বি.আর.এফ
ঢাকা শহরের সিটি সার্ভিস বাস কোম্পানীগুলোর মধ্যে একটি হচ্ছে সূচনা বি.আর.এফ। এই কোম্পানীর বাসগুলো ২৭/বি নম্বর রুটে আজিমপুর এতিমখানা মোড় থেকে ছেড়ে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত চলাচল করে।
যোগাযোগ ও অভিযোগ
-
আজিমপুর এতিমখানা মোড়।
-
যোগাযোগের নাম্বার: +৮৮-০১৮৩১-১১৮৮৮৪।
গাড়ির সংখ্যা ও চলাচলের সময়সূচী
-
এই কোম্পানীর সর্বমোট ৩০টি গাড়ি রয়েছে।
-
প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রতি ১০ মিনিট পর পর ছেড়ে যায়।
-
এই গাড়িতে ৫২ টি করে আসন রয়েছে।
সার্ভিসের ধরন
-
এই কোম্পানীর বাসগুলো কাউন্টার ভিত্তিতে চলাচল করে থাকে।
-
তবে অফিস টাইমে দাঁড়িয়েও যাত্রী পরিবহন করে থাকে।
কাউন্টারগুলো
এই কোম্পানীর বাসগুলো পথিমধ্যে নিম্নোক্ত স্টপেজগুলোতে যাত্রী উঠানামা করিয়ে থাকে।
-
পলাশী (এতিমখানা)
-
আজিমপুর
-
নীলক্ষেত
-
সিটি কলেজ
-
কলাবাগান
-
শুক্রাবাদ
-
আসাদগেট
-
ফার্মগেট
-
মহাখালী
-
বনানী/কাকলী
-
উত্তরা হাউজ বিল্ডিং
টিকেট প্রাপ্তিস্থান
-
কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে হয়।
-
বাসে ভাড়া প্রদানের কোন ব্যবস্থা নেই।
-
সকল স্টপেজেই কোম্পানীর কাউন্টার রয়েছে।
ভাড়ার পরিমাণ
স্টপেজের নাম
|
ভাড়া (টাকা)
|
আজিমপুর
|
১০ টাকা
|
নীলক্ষেত
|
১০ টাকা
|
সিটি কলেজ
|
১০ টাকা
|
কলাবাগান
|
১০ টাকা
|
শুক্রাবাদ
|
১০ টাকা
|
আসাদগেট
|
১০ টাকা
|
ফার্মগেট
|
১৫ টাকা
|
মহাখালী
|
২০ টাকা
|
বনানী/কাকলী
|
২২ টাকা
|
উত্তরা হাউজ বিল্ডিং
|
৩৫ টাকা
|
যাত্রার নিয়মাবলী
-
বিনা টিকেটে কোন ভাবেই ভ্রমণ করা যায় না।
-
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত পথ ভ্রমণ করলে জরিমানা প্রদান করতে হয়।
-
যাত্রাকালে যে কোন সময় টিকেট চেক করা হতে পারে তাই নির্ধারিত গন্তব্য পর্যন্ত টিকেট সংরক্ষণ করতে হয়।
-
ছাত্রদের জন্য হাফ টিকেটের ব্যবস্থা রয়েছে। এজন্য আইডি কার্ড প্রদর্শন করতে হয়।
-
১২ বছরের উর্ধ্বে সকল শিশুদের ভাড়া প্রদান করতে হয়।
-
মহিলা ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ৯টি আসনে পুরুষদের বসা নিষেধ। বসলেও মহিলা ও প্রতিবন্ধী যাত্রী বাসে উঠলে সিট ছেড়ে দিতে হয়।
ওয়েবিল সাইনের স্থান
এই কোম্পানীর প্রতিটি কাউন্টারেই ওয়েবিল সাইন হয়।
আপ-লোডের তারিখ: ০৬/৪/২০১৩ ইং।