১৮৬০ সালে কিশোরগঞ্জ মহকুমার জন্ম হয়। বর্তমান কিশোরগঞ্জ তৎকালীন পরগনার অন্তর্গত ছিল। বিজ্ঞজনদের ধারনা ও জনশ্রুতি থেকে অনুমান করা হয় যে এ জেলার জমিদার ব্রজকিশোর মতান্তরে নন্দকিশোর প্রামানিকের ‘কিশোর’ এবং তার প্রতিষ্ঠিত হাট বা গঞ্জের ‘গঞ্জ’ যোগ করে কিশোরগঞ্জে’র নামকরণ করা হয়েছে। হাওর-বাওর ও সমতলভূমির বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির একটি বিস্তীর্ন জনপদ হলো কিশোরগঞ্জ জেলা। ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে ২/৩ ঘন্টা লাগে।
অবস্থান
কিশোরগঞ্জ জেলা ২৪০০২/ থেকে ২৪০৩৮/ উত্তর অক্ষাংশ এবং ৯০০০২/ থেকে ৯১০১৩/ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। নরসুন্দা নদী বিধৌত এ জেলার উত্তরে ময়মনসিংহ,নেত্রকোনা ও সুনামগঞ্জ,দক্ষিণে নরসিংদী,পূর্বে হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়ীয়া এবং পশ্চিমে গাজীপুর ও ময়মনসিংহ জেলা অবস্থিত।
যাতায়াত পদ্ধতি
ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলায় সাধারণত সড়ক পথেই যাতায়াত করা হয়ে থাকে। ঢাকা থেকে কিশোরগঞ্জ, ভৈরব রুটে যে কয়েকটি পরিবহন চলাচল করে তার মধ্যে তিশা পরিবহন, এনা পরিবহন, কিশোরগঞ্জ এক্সপ্রেস অন্যতম।
ঢাকা থেকে কিশোরগঞ্জের ভাড়া
তিশা পরিবহন
কমলাপুর বাস কাউন্টার
মোবাইল:+৮৮- ০১৯২৪৫৫৮৬৬৪, +৮৮-০১৯১৩৪০৯২ ,+৮৮-০১৬৭৫৩১৫৮৫৬,
ফোন: +৮৮-৯৩৫৯৩৫৭
-
আরামবাগ: +৮৮-০২-৭১৯৫৬৫০
-
সায়েদাবাদ: +৮৮-০১৯১৩০২৬৯১৩
গন্তব্য ও ভাড়া
গন্তব্য
|
ভাড়া
|
কিশোরগঞ্জ
|
১৮০/-
|
ভৈরব
|
১৬০/-
|
আশুগঞ্জ
|
১৫০/-
|
সময়সূচী
ভোর ৬.০০ টা থেকে রাত ৯.৩০ টা পর্যন্ত ১ ঘন্টা পরপর বাসগুলো ঢাকা থেকে ছেড়ে যায়।
ছাড়ার সময়
সকাল ৭.৩০ টা থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পরপর তিশা সার্ভিসের গাড়িগুলো কমলাপুর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়।
এছাড়া যাত্রাবাড়ী থেকে লোকাল বাসে করে কিশোরগঞ্জ ভ্রমণ করা যায়। এক্ষেত্রে ভাড়া একটু কম লাগলেও সময় বেশি লাগবে।
আবসিক হোটেল
আবাসিক হোটেলের নাম
|
ঠিকানা
|
হোটেল গাংচিল
|
ষ্টেশন রোড,কিশোরগঞ্জ
|
হোটেল ক্যাসেল সালাম
|
বড় বাজার,কিশোরগঞ্জ
|
হোটেল আল মোবারক
|
গৌরাঙ্গ বাজার,কিশোরগঞ্জ
|
আল মুসলিম রেস্টুরেন্ট
|
পুরাণথানা,কিশোরগঞ্জ
|
দর্শণীয় স্থান
-
ঐতিহাসিক জঙ্গলবাড়ী: ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী
-
ঐতিহাসিক এগারসিন্ধুর দূর্গ: ঈশা খাঁর দূর্গ।
-
কবি চন্দ্রাবতীর শিবমন্দির: বঙ্গের আদি মহিলা কবি।
-
মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে প্রতিষ্ঠিত দিলর আখড়া।
-
শোলাকিয়া ঈদগাহ: এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ।
-
কবি সুকুমার রায়ের বাড়ী।
আপ-লোডের তারিখ: ২০/০৪/২০১৩ ইং।