
লালমনিরহাট দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী তিস্তা ও ধরলা নদী বিধৌত একটি জেলা। লালমনিরহাট জেলাটি রংপুর বিভাগে অবস্থিত। ঢাকা থেকে লালমনিরহাটের দূরত্ব ২৬৩ কি.মি.। কৃষি নির্ভর লালমনিরহাট জেলা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও শ্রমঘন শিল্প বিকাশের জন্য অপার সম্ভাবনাময় একটি জনপদ। ঢাকা থেকে ট্রেনে লালমনিরহাট যেতে সময় লাগে ১১/১২ ঘন্টা।
অবস্থান
লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা,দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার জেলা এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা। এ জেলার উত্তরে ধরলা নদী ও দক্ষিনে তিস্তা নদী প্রবাহিত।
যাতায়াত পদ্ধতি
লালমনিরহাট জেলায় সড়ক ও ট্রেন উভয় পথেই যাতায়াত করা যায়।
বাসে ভ্রমণ
ঢাকা থেকে লালমনিরহাট রুটে যে কয়েকটি বাস চলাচল করে এস আর ট্রাভেলস, বাবুল এন্টারপ্রাইজ তার মধ্যে অন্যতম।
এস আর ট্রাভেলস
গন্তব্য ও ভাড়া
গন্তব্য
|
ভাড়া
|
নন এসি
|
এসি
|
বগুড়া
|
৪০০/-
|
৫০০
|
গাইবান্ধা
|
৪৫০/-
|
৬৫০
|
রংপুর
|
৫০০/-
|
৬৫০
|
জয়পুরহাট/ হিলি
|
৪৪০/-
|
৬০০
|
বুড়িমারি
|
-
|
৭০০
|
নীলফামারী
|
৬০০/-
|
৭০০
|
লালমনিরহাট
|
৫৫০/-
|
৭৫০
|
অন্যান্য কাউন্টার ও ফোন নম্বর
অফিস
|
ফোন নম্বর
|
কল্যাণপুর
২/২, দক্ষিণ কল্যাণপুর
শাহনাজ সিএনজি ফিলিং স্টেশন (টেকনিক্যাল মোড়ের পশ্চিমে)
|
৮০১৩৭৯৩, ৮০১৯৩১২, ০১৭১১-৩৯৪৮০১
|
আব্দুল্লাহপুর বাসষ্ট্যান্ড
|
০১৭১১-৯৪৪০২৩
|
গাবতলী বাস টার্মিনাল
|
৮০১১২২৬
|
ঢাকা: ৬৪, বিজয় নগর
কাকরাইল, ঢাকা
|
ফোন: ৯৩৫২১১৮
|
মহাখালী বাস টার্মিনাল
|
ফোন: ৮৮৩৪৮৩৩, মোবাইল: ০১৫৫২-৩১৫৮৩১
|
১৬, খাজা সুপার মার্কেট
কল্যাণপুর বাসষ্ট্যান্ড
|
ফোন: ৮০৬০৮৭৬
|
পলাশবাড়ী
(পোস্ট অফিস সংলগ্ন)
বগুড়া রোড, পলাশবাড়ী
|
০১৭১০-৯০৫৫৯২
|
বগুড়া
শেরপুর বাসষ্ট্যান্ড
|
ল্যান্ডফোন: ৮৮০৫৫,মোবাইল: ০১৭১২-৫৬৮৩৫৬
|
গাইবান্ধা
গ্যানাস মার্কেট, ডি,বি রোড
|
ফোন: ৬২৪৭৭, মোবাইল: ০১৭১২-৫৭৯৫৪৫
|
বগুড়া
আন্তজেলা কোচ টার্মিনাল
ঠনঠনিয়া।
|
ফোন: ৬৭০৫৫, ০৬৪৪-৫১০০০৬৬
|
গাইবান্ধা
পৌর বাসস্ট্যান্ড
|
মোবাইল: ০১৭৩২-৬৭৮০৭১
|
বগুড়া
সাতমাথা
|
ফোন: ৬৩৬৫৫, ৬৫৩৩৩,
মোবাইল: ০১৭১১-৩৯৪৮০২
|
রংপুর
জাহাজ কো: অফিস
(রংপুর চেম্বার ভবনের নীচে)
|
ফোন: ০৬৪৪৫৩৯০০৫৮, মোবাইল: ০১১৯৩০০৯৩১০
|
সান্তাহার
রেলগেইট
|
ফোন: ৬৯৪২৩, মোবাইল: ০১৫৫৬-৩৩১০৩৩
|
রংপুর
কামারপাড়া অফিস
ঢাকা কোচ ষ্ট্যান্ড
|
ফোন: ৬৫৩১১, মোবাইল: ০১৫৫২৩১৫৩৯২
|
নওগাঁ
ঢাকা কোচ ষ্ট্যান্ড
|
ফোন: ৬২৮৩৯, মোবাইল: ০১৫৫২-৩২৩২৬৪
|
লালমনির হাট
রেলগেট
|
ফোন: ৬১৮৯১, মোবাইল: ০১৭১২-২১৮০৯৮
|
লালমনির হাট
মিশন রোড
|
মোবাইল: ০১৯১৭-১৯৯৯৯৩
|
তুষভান্ডার
বাসষ্ট্যান্ড
|
মোবাইল: ০১৭১৭-১৩৮২৩৭
|
গাজীপুর
গাজীপুর বাইপাস
(দেলোয়ার হোসেন মার্কেট
|
ফোন: ০১৫৫২-৩১৫৩১৮
|
গোবিন্দগঞ্জ
সোনানী ব্যাংক ভবন
|
মোবাইল: ০১৭১২-২৭৬০৬৩
|
বুড়িমারি
জিরো পয়েন্ট
(চেংড়াবান্ধা)
|
মোবাইল: ০১৭১২-১১৪৫৮৬, ০১৭১৬-১৯৮১১৪
|
টেলিফোনে বুকিং
-
টেলিফোনে বুকিং দেয়া যায় তবে সেক্ষেত্রে অন্তত এক ঘন্টা আগে কাউন্টারে উপস্থিত হতে হয়।
-
আর টিকেট ক্রয়ের পর যাত্রা বাতিল করতে চাইলে অন্তত ছয় ঘন্টা আগে জানাতে হয়।
-
টিকেটের টাকা ফেরত দেয়া হলেও ১০% ডকুমেন্টেশন চার্জ রাখা হয়।
-
ফোনে টিকেট বাতিল করা সম্ভব নয়। ফেরত দেয়ার জন্য টিকেট নিয়ে কাউন্টারে উপস্থিত হতে হয়।
-
ঈদের ১০ দিন আগে এবং পরে টিকেট ফেরত দেয়ার সুযোগ থাকে না।
-
যান্ত্রিক ত্রুটি, প্রাকৃতিক দূর্যোগ, ইত্যাদি অনিচ্ছাকৃত অসুবিধার কারণে যাত্রা বাতিল, বাস পরিবর্তন বা আসন পরিবর্তন করা হতে পারে।
আবদুল্লাহপুর কাউন্টারের অবস্থান
-
আবদুল্লাহপুর বোর্ড বাজার সাইনবোর্ড এলাকায় এসআর ট্রাভেলসের কাউন্টারটি অবস্থিত।
-
আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পশ্চিমপাশে সারিবদ্ধভাবে মোট ২২টি আন্তজেলা বাস কাউন্টার আছে, এখানেই এস আর ট্রাভেলস এর কাউন্টারটির অবস্থান। ফোন নম্বর : +৮৮০১৭১১৯৪৪০২৩
অন্যান্য নিয়ম
-
বাস ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হতে হয়।
-
প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ১০ কেজি ওজনের মালপত্র বহন করতে পারেন।
-
অবৈধ মালপত্র বহন করা যায় না, অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায় নেয় না।
-
গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
-
অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।
-
পথে ফেরি পারাপার করতে হলে ফেরি পারাপারের সময় যাত্রীকে গাড়ি থেকে নামতে হয়।
-
বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয় সেখানে লাগেজ রাখার পর টোকেনটি বুঝে নিতে হবে এবং হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হয়।
-
বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে ব্যর্থ হলে টিকেটের টাকা ফেরত দেয়া হয় না।
-
যাত্রাপথে কোন অভিযোগ থাকলে সেটা অফিসে জানাতে হয়।
ট্রেনে ভ্রমণ
ঢাকা –লালমনিরহাট রুটে লালমনি এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন যাত্রী পরিবহন করে থাকে।
ছাড়ার সময়
ঢাকা থেকে ছাড়ে
|
লালমনিরহাট পৌঁছে
|
বন্ধের দিন
|
২২.১০
|
০৮.২০
|
শুক্রবার
|
লালমনিরহাট থেকে ছাড়ে
|
ঢাকা পৌঁছে
|
বন্ধের দিন
|
১০.৪০
|
২১.০৫
|
শুক্রবার
|
বিরতির স্থান
-
বিমানবন্দর
-
নাটোর
-
সান্তাহার
-
বগুড়া
-
বোনারপড়া
-
গাইবান্ধা
-
কাউনিয়া
লালমনিরহাট পর্যন্ত টিকেটের মূল্য
-
বার্থ প্রথম শ্রেণী ৮৫০ টাকা (প্রতি আসন)
-
শোভন চেয়ার ২য় শ্রেণী ৩৬৫ টাকা (প্রতি আসন)
-
শোভন ২য় শ্রেণী ৩০০ টাকা (প্রতি আসন)
-
তিন থেকে বার বছরের বাচ্চাদের জন্য অপ্রাপ্ত বয়স্ক টিকিট ক্রয় করা বাধ্যতামূলক।
প্লেনে ভ্রমণ
ঢাকা থেকে সৈয়দপুর হয়ে লালমনিরহাট যাওয়া যায়। ঢাকা ও সৈয়দপুর থেকে ইউনাইটেড এয়ারওয়েজ এর দুটি ফ্লাইট প্রতি সপ্তাহে ঢাকা-সৈয়দপুর রুটে চলাচল করে।
ঠিকানা এবং অবস্থান
কর্পোরেট অফিস/উত্তরা অফিস
উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা)
১ জসীমুদ্দিন এভিনিউ, উত্তরা
ঢাকা-১২৩০, বাংলাদেশ।
ফোন: ৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২
ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯
ওয়েব: www.uabdl.com
ইমেইল: [email protected]
|
ঢাকা এয়ারপোর্ট সেলস অফিস
ডমেস্টিক উইং কুর্মিটোলা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ঢাকা-১২৩০, বাংলাদেশ।
ফোন: ৮৯৫৭৬৪০, ৮৯৬৩১৯১।
মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৬০
|
গুলশান সেলস অফিস
তাহের টাওয়ার শপিং সেন্টার
প্লট নং ১০, উত্তর গুলশান, গুলশান ২,
ঢাকা, বাংলাদেশ।
ফোন: ৮৮৫৪৭৬৯, ৮৮৫৪৬৯৭, ৮৮৬১৯৩৫
মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৫৯
|
কাওরান বাজার সেলস অফিস
দোকান নং ৩, লেভেল ২
ইউনিক ট্রেড সেন্টার (ইউটিসি)
৮ পান্থপথ, কাওরান বাজার,
ঢাকা, বাংলাদেশ।
ফোন: ৯১৩৮২৩৮, ৮১৫৮০৪৬
মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৫৮
|
পল্টন সেলস অফিস
অরিয়েন্টাল ট্রেড সেন্টার (৩য় তলা)
৬৯/১ পুরানা পল্টন লাইন
ঢাকা, বাংলাদেশ।
ফোন: ৯৩৫২৬৪৮, ৯৩৫২৬৪৭
মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৫৭
|
সময়সূচী
ঢাকা – সৈয়দপুর
ফ্লাইট নং
|
বার
|
ছাড়ার সময়
|
পৌছানোর সময়
|
4H-0548
|
বৃহস্পতি, শনিবার
|
১৩.৩০
|
১৪.২৫
|
4H-0549
|
মঙ্গলবার
|
১৩.৩০
|
১৫.০৫
|
সৈয়দপুর – ঢাকা
ফ্লাইট নং
|
বার
|
ছাড়ার সময়
|
পৌছানোর সময়
|
4H-0550
|
বৃহস্পতি, শনিবার
|
১৪.৪৫
|
১৬.২০
|
4H-0550
|
মঙ্গলবার
|
১৫.২৫
|
১৬.২০
|
ভাড়া
রুট
|
ভাড়া (আপ)
|
ভাড়া (আপ-ডাউন)
|
ঢাকা – সৈয়দপুর
|
৪,৭৫০ টাকা
|
৯,৫০০ টাকা
|
দর্শণীয় স্থান
-
তিস্তা সেচ প্রকল্প।
-
প্রাচীন লালমনিরহাট বিমান বন্দর।
-
বুড়িমাড়ি জিরো পয়েন্ট।
-
তিনবিঘা করিডর।
-
শীণ্ডূড়মটীর ডীগী
আপলোডের তারিখ: ২৬/০৪/২০১৩ ইং।