২০১২ সালের ১৫ এপ্রিল ঢাকার ৪৬তম থানা হিসেবে রূপনগর থানার কার্যক্রম শুরু হয়। পল্লবী থানাকে ভাগ করে রূপনগর থানা সৃষ্টি করা হয়েছে। থানাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি মিরপুর জোন এবং এসি পল্লবী জোন।
থানার অবস্থান: রূপনগর থানার বাড়ী নং-১০/এ, রোড নং- ০৪, ব্লক-ডি, সেকশন-৭, আরামবাগ, ঢাকায় অবস্থিত।
থানার সীমানা: এ থানার সীমানা হল-পূর্ব দিকে চলন্তিকা মোড় হয়ে মিল্কভিটা মোড়, উত্তর দিকে মিল্কভিটা হয়ে রেনেটা কোম্পানির পম্চিম পার্শ দিয়ে পল্লবীর ঢাল হয়ে ওয়াসার আবাসিক এলাকা আণবিক শক্তি কমিশন প্লটের উত্তরের ঝিল পর্যন্ত, ইষ্টার্ণ হাউজিং দ্বিতীয় পর্ব হয়ে আলোদীর দক্ষিণ পার্শ্ব দিয়ে মিরপুর আশুলিয়া বেড়ী বাঁধ। দক্ষিণ দিকে হাজী রোড, শিয়ালবাড়ী, বিএফআইডিসি, রাবার গোডাউন, পিডব্লিউডি স্টোর হয়ে প্রশিকা ভবন এবং পম্চিম দিকে আশুলিয়া বেড়ী বাঁধ, গড়ান চটবাড়ী হয়ে বোটানিক্যাল গার্ডেনের পূর্ব পার্শ্ব পর্যন্ত।
থানার সাধারণ কার্যক্রম:
যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র্যাংকের কর্মকর্তা। থানায় একই র্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারেরই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।
মিরপুর বিভাগ
যোগাযোগের ফোন নম্বর
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
ডিসি
|
০১৭১৩৩৭৩১৮৪
|
এডিসি
|
০১৭১৩৩৭৩১৮৫
|
এসি (মিরপুর জোন)
|
০১৭১৩৩৭৩১৮৭
|
এসি (পল্লবী জোন-রূপনগর থানা এই জোনের আওতাধীন)
|
০১৭১৩৩৯৮৫৬২
|
ডিসি ও এসি অফিসের ঠিকানা এবং লোকেশন
-
ডিসি অফিস: ২-এইচ/৪-৫, মিরপুর, ঢাকা। মিরপুর ডিসিসি জোনাল অফিস থেকে ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ এর মাঝের রাস্তা দিয়ে পশ্চিমে ২৫০ গজ।
-
এসি অফিস: পল্লবী থানাতে এসি অফিসটি অবস্থিত।
-
এসি পেট্রোল এবং এসি প্রশাসন এর অফিসগুলো মিরপুর ডিসি অফিসেই।