২০১২ সালের ১৩ এপ্রিল ঢাকার ৪৫তম থানা হিসেবে ভাষানটেক থানার কার্যক্রম শুরু হয়। কাফরুল থানাকে ভাগ করে ভাষানটেক থানা সৃষ্টি করা হয়েছে। থানাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি মিরপুর জোন এবং এসি পল্লবী জোন।
থানার অবস্থান: ভাষানটেক পুনর্বাসন এলাকায় নবগঠিত ভাষানটেক থানা অবস্থিত।
থানার সীমানা: ভাষানটেক থানার সীমানা হল-মিরপুর-১৪ নম্বর মোড়, ডেন্টাল কলেজ, পাওয়ার হাউজ, ডেসা অফিসের বাউন্ডারি হয়ে মিরপুর-১৪ নম্বর টিনশেড কলোনি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, ভাষানটেক পুনর্বাসন প্রকল্প, ভাষানটেক বেনারসি পল্লীর পশ্চিম সীমান্ত হয়ে দেওয়ানপাড়া মৌজা, ব্যাংক কলোনি, টোনারটেক, ভাষানটেক ১/২/৪ নম্বর বস্তি এবং ভাষানটেক পুলিশ ফাঁড়ি হয়ে ক্যান্টনমেন্ট থানা সীমান্ত, ভাষানটেক বাজার হয়ে বাগানবাড়ি জিয়া কলোনি পর্যন্ত এবং দ্বীন মোহাম্মদ কলোনি হয়ে ধামালকোট মৌজা এবং লালাসরাই নেভি কলোনি, শহীদ বদিউর রহমান রোড, শহীদ মঈনুল রোড হয়ে পুরাতন ডিওএইচএস রোড ১ থেকে ৪, সৈনিক ক্লাব হয়ে শহীদ ইউসুফ রোডের উত্তর অংশ দিয়ে কচুক্ষেত এমপি চেকপোস্ট হয়ে রজনীগন্ধা সুপার মার্কেট থেকে মিরপুর-১৪ নম্বর মোড় রাস্তার পূর্ব পার্শ্ব পর্যন্ত।
থানার সাধারণ কার্যক্রম:
যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র্যাংকের কর্মকর্তা। থানায় একই র্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারেরই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।
মিরপুর বিভাগ
যোগাযোগের ফোন নম্বর
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
ডিসি
|
০১৭১৩৩৭৩১৮৪
|
এডিসি
|
০১৭১৩৩৭৩১৮৫
|
এসি (মিরপুর জোন)
|
০১৭১৩৩৭৩১৮৭
|
এসি (পল্লবী জোন-ভাষানটেক থানা এই জোনের আওতাধীন)
|
০১৭১৩৩৯৮৫৬২
|
ডিসি ও এসি অফিসের ঠিকানা এবং লোকেশন
-
ডিসি অফিস: ২-এইচ/৪-৫, মিরপুর, ঢাকা। মিরপুর ডিসিসি জোনাল অফিস থেকে ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ এর মাঝের রাস্তা দিয়ে পশ্চিমে ২৫০ গজ।
-
এসি অফিস: পল্লবী থানাতে এসি অফিসটি অবস্থিত।
-
এসি পেট্রোল এবং এসি প্রশাসন এর অফিসগুলো মিরপুর ডিসি অফিসেই।