২০১২ সালের ১১ এপ্রিল ঢাকার ৪৪তম থানা হিসেবে ভাটারা থানার কার্যক্রম শুরু হয়। বাড্ডা থানাকে ভাগ করে ভাটারা থানা সৃষ্টি করা হয়েছে। থানাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি গুলশান জোন এবং এসি গুলশান জোন।
থানার অবস্থান: ভাটারা থানা বারিধারার জে ব্লকের (মাদানী এভিনিউ) ২ নম্বর বাড়িতে অবস্থিত।
থানার সীমানা: ভাটারা থানার আয়তন প্রায় ২৩ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় আড়াই লাখ। এ থানার আওতায় পড়েছে ভাটারা ইউনিয়নের পুরো এলাকা, বারিধারা জে ব্লক, ছোলমাইদ, নয়ানগর, নুরের চালা, খিলবাড়ীর টেক, ১৭ নম্বর ওয়ার্ডের প্রগতি সরণির বিশ্বরোড, কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা আবাসিক এলাকা, জোয়ারসাহারা বাজার, লিচুবাগান, যমুনা ফিউচার পাক, নর্দ্দা বাসস্ট্যান্ড, জগন্নাথপুর, কাঁঠালিয়া ও আমদিয়ারটেক এলাকা।
থানার সাধারণ কার্যক্রম:
যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র্যাংকের কর্মকর্তা। থানায় একই র্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারেরই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।
গুলশান বিভাগ
প্রতিটি বিভাগের সার্বিক দায়িত্বে থাকেন একজন ডিসি আর তাঁকে সাহায্য করেন চারজন এসি। আবার এসিকে সাহায্য করার জন্য একজন করে এডিসি থাকেন। এসি অফিসে এসির কক্ষের পাশেই এডিসির কক্ষ থাকে। গুলশান বিভাগের জোন দু’টি একটি গুলশান অন্যটি ক্যান্টনমেন্ট। গুলশান ও ক্যান্টনমেন্ট এসি ছাড়াও পেট্রোল ও প্রশাসনের জন্য একজন করে এসি আছেন।
যোগাযোগের ফোন নম্বর
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
ডিসি
|
০১৭১৩৩৭৩১৬৬
|
এডিসি
|
০১৭১৩৩৭৩১৬৭
|
এসি (গুলশান জোন-বনানী থানা এই জোনের অন্তর্ভুক্ত)
|
০১৭১৩৩৭৩১৬৯
|
এসি (ক্যান্টনমেন্ট জোন)
|
০১৭১৩৩৯৮৩৪২
|
ডিসি ও এসি অফিসের ঠিকানা এবং লোকেশন
-
ডিসি অফিস: বাড়ী নং-৫৯/ই, রোড নং-১৭, বনানী, ঢাকা।
-
এসি গুলশান জোনের অফিস বাড্ডা থানার ২য় তলায়।
-
এসি পেট্রোল এবং এসি প্রশাসন এর অফিসগুলো গুলশান ডিসি অফিসেই।