লোকেশন ● খিলক্ষেত থানার ফাঁড়িগুলো ● থানার সাধারণ কার্যক্রম
থানার সীমানা ● গুলশান বিভাগ ● ডিসি ও এসি অফিস
খিলক্ষেত থানায় যোগাযোগ ● বিট অনুসারে থানার এলাকা
গুগল ম্যাপ
খিলক্ষেত থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি এবং এসি গুলশান জোন।
ঠিকানা
খিলক্ষেত, জোয়ারসাহারা, ঢাকা।
খিলক্ষেত থানার লোকেশন
শুরুতে
কুড়িল বিশ্বরোড হতে এয়ারপোর্ট যেতে খিলক্ষেত ফুট ওভার ব্রীজের ১০০ গজ পূর্বে হাতের বামে অবস্থিত।
খিলক্ষেত থানার ফাঁড়িগুলো
শুরুতে
খিলক্ষেত থানায় মোট ১ টি পুলিশ ফাঁড়ি আছে।
ফাঁড়ির নাম
|
ঠিকানা
|
খিলক্ষেত পুলিশ ফাঁড়ি
|
খিলক্ষেত জোয়ার সাহারা, ঢাকা
|
থানার সাধারণ কার্যক্রম
শুরুতে
যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র্যাংকের কর্মকর্তা। থানায় একই র্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।
থানার সীমানা
শুরুতে
খিলক্ষেত থানার উত্তরে দক্ষিণখান থানা, পশ্চিমে এয়ারপোর্ট এবং ক্যান্টনমেন্ট থানা, দক্ষিণে বাড্ডা থানা, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন রাজউকের রাস্তাটি খিলক্ষেত থানার দক্ষিণ সীমানা। খিলক্ষেত থানার পূর্ব সীমানা হচ্ছে ঢাকা মহানগরীর শেষ সীমানা।
গুলশান বিভাগ
শুরুতে
প্রতিটি বিভাগের সার্বিক দায়িত্বে থাকেন একজন ডিসি আর তাঁকে সাহায্য করেন চারজন এসি। আবার এসিকে সাহায্য করার জন্য একজন করে এডিসি থাকেন। এসি অফিসে এসির কক্ষের পাশেই এডিসির কক্ষ থাকে। গুলশান বিভাগের জোন দু’টি একটি গুলশান অন্যটি ক্যান্টনমেন্ট। গুলশান ও ক্যান্টনমেন্ট এসি ছাড়াও পেট্রোল ও প্রশাসনের জন্য একজন করে এসি আছেন।
যোগাযোগের ফোন নম্বর
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
ডিসি
|
০১৭১৩৩৭৩১৬৬
|
এডিসি
|
০১৭১৩৩৭৩১৬৭
|
এসি (গুলশান জোন)
|
০১৭১৩৩৭৩১৬৯
|
এসি (ক্যান্টনমেন্ট জোন)
|
০১৭১৩৩৯৮৩৪২
|
ডিসি ও এসি অফিসের ঠিকানা এবং লোকেশন
শুরুতে
-
ডিসি অফিস: বাড়ী নং-৫৯/ই, রোড নং-১৭, বনানী, ঢাকা।
-
এসি গুলশান জোনের অফিস বাড্ডা থানার ২য় তলায়।
-
এসি পেট্রোল এবং এসি প্রশাসন এর অফিসগুলো গুলশান ডিসি অফিসেই।
খিলক্ষেত থানায় যোগাযোগের ফোন নম্বর:
শুরুতে
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
অফিসার ইনচার্জ
|
০১৭১৩৩৭৩১৭৪
|
অপারেশনস অফিসার
|
০১১৯১০০৫৫৪৪
|
ডিউটি অফিসার
|
০১১৯৯৮৮৩৬১১
|
ল্যান্ড ফোন
|
৮৯১৯৩৬৪
|
বিট অনুসারে থানার এলাকা
শুরুতে
খিলক্ষেত থানা এলাকায় মোট ১১ টি বিট রয়েছে। বিট এলাকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বর:
বিট নং
|
আওতাভুক্ত এলাকা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোন নম্বর
|
১
|
ডুমনি ১,২,৩ নং ওয়ার্ড
|
এসআই- ০১৭১৮০০৩২৪১
অফিসের স্থান- মস্তুল বাজার (সম্ভাব্য)
|
২
|
ডুমনি ৪,৫,৬ নং ওয়ার্ড
|
এসআই- ০১৭১১১০৮৬৫৬
অফিসের স্থান- পাতিরা বাজার (সম্ভাব্য)
|
৩
|
ডুমনি ৭,৮,৯ নং ওয়ার্ড
|
এসআই- ০১৯১৮১৩১৪১৫
অফিসের স্থান- ডুমনি বাজার (সম্ভাব্য)
|
৪
|
আমতলা বোর্ড ঘাট, মধ্যপাড়া, বেপারীপাড়া, তালের টেক
|
এসআই- ০১৭১১০৬৬৬২৬
অফিসের স্থান- লেকসিটি কনকর্ড (সম্ভাব্য)
|
৫
|
খিলক্ষেত বাজার, মধ্যপাড়া, বেপারীপাড়া, তালের টেক
|
এসআই- ০১৭১৮৪৩৪৭৬৯
অফিসের স্থান- খিলক্ষেত বাজার (সম্ভাব্য)
|
৬
|
নিকুঞ্জ ১, জোয়ার সাহারা, কুড়াতলী
|
এসআই- ০১৭১৮২৬৮৬৪০
অফিসের স্থান- বিশ্বরোড মোড়
|
৭
|
নিকুঞ্জ ২, আবাসিক এলাকা।
|
এসআই- ০১৭১৬৯৫৬২০০
অফিসের স্থান- লোটাস কামাল টাওয়ারের বিপরীত পাশে।
|
৮
|
বরুয়া ৮,৯,১০ নং (দক্ষিণ খান ইউপি)
|
এসআই- ০১৭১১৭১১৪৪৮
অফিসের স্থান- বরুয়া বাজার
|
৯
|
খিলক্ষেত খাঁ পাড়া, বনরূপা আবাসিক এলাকা।
|
এসআই- ০১৭১১১১২৬০৩
অফিসের স্থান- খাঁ পাড়া মোড় (সম্ভাব্য)
|
১০
|
যমুনা, পিংক সিটি, স্বদেশ, মোহাম্মদীয়া হাউজিং।
|
এসআই- ০১৭১৮০৬৮৯৫৯
অফিসের স্থান- স্বদেশ ক্যাম্প
|
১১
|
টানপাড়া, জামতলা, বেড়ীবাঁধ।
|
এসআই- ০১৭১১৩০৫৩৫৯
অফিসের স্থান- জানে আলাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন টানপাড়া (সম্ভাব্য)
|
গুগল ম্যাপ
শুরুতে