শাহআলী থানার বিটগুলো
শাহআলী থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তাদরকি কর্মকর্তা হচ্ছেন ডিসি মিরপুর জোন।
ঠিকানা:
ব্লক-বি, বাড়ি-২৯, রোড-১, সেকশন-১, মিরপুর, ঢাকা।
থানার সাধারণ কার্যক্রম
যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র্যাংকের কর্মকর্তা। থানায় একই র্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।
মিরপুর বিভাগ
যোগাযোগের ফোন নম্বর
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
ডিসি
|
০১৭১৩৩৭৩১৮৪
|
এডিসি
|
০১৭১৩৩৭৩১৮৫
|
এসি (মিরপুর জোন)
|
০১৭১৩৩৭৩১৮৭
|
এসি (পল্লবী জোন)
|
০১৭১৩৩৯৮৫৬২
|
মিরপুর ডিসি অফিসের লোকেশন
মিরপুর ডিসিসি জোনাল অফিস থেকে ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ এর মাঝের রাস্তা দিয়ে পশ্চিমে ২৫০ গজ।
শাহআলী থানায় যোগাযোগের ফোন নম্বর:
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
অফিসার ইনচার্জ
|
০১৭১৩৩৭৩১৯২
|
অপারেশনস অফিসার
|
০১১৯১০০৫৫০০
|
ডিউটি অফিসার
|
০১১৯৯৮৮৩৬২৫
|
ল্যান্ড ফোন
|
৮০৬০৫৫৫
|
বিট অনুসারে থানা এলাকা
শাহআলী এলাকায় মোট ৮ টি বিট রয়েছে। বিট এলাকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বর
বিট নং
|
আওতাভুক্ত এলাকা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোন নম্বর
|
১
|
চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কুমিরশাহ মাজার, রূপালী হাউজিং ও আশপাশ এলাকা সমূহ
|
এসআই- ০১৭১২৫১৩৭৫৯
|
২
|
রাইন খোলা, বি-ব্লক, নিউ সি ব্লক, আকবরীয়া মসজিদ ঈদগাহ মাঠ, কাজীপুরী এলাকাসহ আশপাশ এলাকা সমূহ।
|
এসআই- ০১৭১২৬৩২০০৯৮
এএসআই-০১৭১৩৭৭৮৬৭০
|
৩
|
গড়ান চটবাড়ী, প্রিয়াংকা হাউজিং, রয়েল সিটি বেরীবাঁধ বস্তি, তামান্না ও নবাবের বাগ সহ আশপাশ এলাকা সমূহ।
|
এসআই- ০১৭১৬৩৬৩০৭৩
এএসআই-০১৭১৮৭৬১৫৩৭
|
৪
|
জি ব্লক, ডি ব্লক, মুক্তবাংলা মার্কেট, মনিকানন উচ্চ বিদ্যালয়, সাভার গার্মেন্টস সহ আশপাশ এলাকা সমূহ।
|
এসআই- ০১৭১২৫৪৪৭৮৩
এএসআই-০১৭১৭৩৫৪৩০৬
|
৫
|
চিলড্রেন পার্ক, গুদারা ঘাট, এইচ ব্লক, বালুর মাঠ বস্তি শাহআলী নগর, এ ব্লক ও আশপাশ এলাকাসমূহ।
|
এসআই- ০১৭১৮৭১৭৮৯০
এএসআই-০১৭১২৫০২০৮৭
|
৬
|
শাইনপুকুর, সি ব্লক, বক্স নগর, বিসি.আই.সি কোয়াটার্স, কমার্স কলেজ, শিয়াল বাড়ী বস্তি, হাজীরোড ও আশপাশ এলাকা সমূহ।
|
এসআই- ০১৭২১২২৩৫৪৪
এএসআই-০১৭১৬৭২২৮২০
|
৭
|
এফ ব্লক, বাগদাদ মার্কেট, মিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, ই ব্লক, সিডন গার্মেন্টস ও আশপাশ এলাকা সমূহ।
|
এসআই- ০১৭১২৯৫০৯৮১
এএসআই-০১৭১৬৩৫৫০১৬
|
৮
|
উত্তর বিশিল, বালুর মাঠ, বৌ বাজার, তুরাগ সিটি, হযরত শাহ আলী (রঃ) মাজার, সারেংবাড়ী, মুক্তিযোদ্ধা মার্কেট সহ আশপাশ এলাকা সমূহ।
|
এসআই- ০১১৯১৩৮৪২৩৭৭
এএসআই-০১৭১৬৩৮০৫৯৭
|