লোকেশন ● তেজগাঁও থানার ফাড়িগুলো ● থানার সাধারণ কার্যক্রম
থানার সীমানা ● তেজগাঁও বিভাগ ● ডিসি ও এসি অফিস
তেজগাঁও থানায় যোগাযোগ ● বিট অনুসারে থানার এলাকা
গুগল ম্যাপ
তেজগাঁও থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি ও এসি তেজগাঁও জোন।
ঠিকানা
৫৬, তেজকুনী পাড়া, ঢাকা।
তেজগাঁও থানার লোকেশন
শুরুতে
ফার্মগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়র দিকে ১০০ গজ এগিয়ে হাতের ডানে।
তেজগাঁও থানার ফাঁড়িগুলো
শুরুতে
তেজগাঁও মোট ১ টি পুলিশ ফাঁড়ি আছে।
ফাঁড়ির নাম
|
ঠিকানা
|
পুরাতন এয়ারপোর্ট পুলিশ ফাঁড়ি
|
তেজগাঁও থানা ভবন
|
থানার সাধারণ কার্যক্রম
শুরুতে
যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র্যাংকের কর্মকর্তা। থানায় একই র্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।
থানার সীমানা
শুরুতে
তেজগাঁও থানার উত্তরে কাফরুল থানা, পশ্চিমে শেরে বাংলা নগর থানা, দক্ষিণে কলাবাগান থানা ও রমনা থানা আর পূর্বে তেজগাঁও শিল্পাঞ্চল থানা। রেললাইনটি হচ্ছে তেজগাঁও থানা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার মধ্যবর্তী সীমানা।
তেজগাঁও বিভাগ
শুরুতে
প্রতিটি বিভাগের সার্বিক দায়িত্বে থাকেন একজন ডিসি আর তাঁকে সাহায্য করেন চারজন এসি। আবার এসিকে সাহায্য করার জন্য একজন করে এডিসি থাকেন। এসি অফিসে এসির কক্ষের পাশেই এডিসির কক্ষ থাকে। তেজগাঁও বিভাগের জোন দু’টি একটি তেজগাঁও অন্যটি মোহাম্মদপুর। তেজগাঁও ও মোহাম্মদপুরের এসি ছাড়াও পেট্রোল ও প্রশাসনের জন্য একজন করে এসি আছেন।
যোগাযোগের ফোন নম্বর
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
ডিসি
|
০১৭১৩৩৩৭১৭৫
|
এডিসি
|
০১৭১৩৩৭৩১৭৬
|
এসি (তেজগাঁও জোন)
|
০১৭১৩৩৭৩১৭৮
|
এসি (মোহাম্মদপুর জোন)
|
০১৭১৩৩৯৮৩৪১
|
ডিসি অফিসের লোকেশন
শুরুতে
-
ডিসি অফিস: ২২/৫, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা, (মিরপুর রোডে অবস্থিত শিশু মেলার বিপরীতে দক্ষিণ পশ্চিম কোণে তেজগাঁও ডিসি অফিসটি অবস্থিত)।
-
এসি তেজগাঁও জোনের অফিস তেজগাঁও থানায় অবস্থিত।
-
এসি পেট্রোল এর অফিস তেজগাঁও থানায় এবং এসি প্রশাসনের অফিস ডিসি অফিসে অবস্থিত।
তেজঁগাও থানায় যোগাযোগের ফোন নম্বর
শুরুতে
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
অফিসার ইনচার্জ
|
০১৭১৩৩৭৩১৮০
|
অপারেশনস অফিসার
|
০১১৯১০০৪৪১১
|
ডিউটি অফিসার
|
০১১৯৯৮৮৩৭৪১
|
ল্যান্ড ফোন
|
৯১১৯৪৬৭
|
বিট অনুসারে তেজগাঁও থানা এলাকা
শুরুতে
তেজগাঁও এলাকায় মোট ১০ টি বিট রয়েছে। বিট এলাকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বর
বিট নং
|
আওতাভুক্ত এলাকা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোন নম্বর
|
১
|
বিজয় স্মরণী হইতে উড়োজাহাজ ক্রসিং রাস্তার দক্ষিণের সড়ক, উড়োজাহাজ ক্রসিং হইতে খেজুর বাজার ক্রসিং পূর্ব পার্শ্বের সড়ক, খেজুর বাগান হইতে ফার্মগেট পুলিশ বক্স সড়ক, ফার্মগেট পুলিশ বক্স হইতে বিজয় স্মরণী সড়ক।
|
এসআই- ০১৭১২৮১৩১০৯
এএসআই-০১৭১৪৬০৭১২৩
এএসআই-০১৭১২৫৭১১৩৭
|
২
|
বিজ্ঞান কলেজ রোডসহ দক্ষিণের এলাকা হোটেল লাভেন্সির সীমানা পর্যন্ত। বিজ্ঞান কলেজের দক্ষিণ পাশের সড়ক, তেজগাঁও মহিলা কলেজের গলি, মরন চাঁদের গলির রাস্তা সমূহ।
|
এসআই- ০১৮১৬৭৫৭৯৭৬
এএসআই-০১৭১৫৪৫২১২৬
এএসআই-০১৯১২৫৬৭০২২
|
৩
|
মহাখালী ফ্লাইওভার হইতে জাহাঙ্গীর গেট পর্যন্ত দক্ষিণ পার্শ্বের সড়ক সহ আরজতপাড়ার গলির রাস্তা সমূহ রেল লাইন সংলগ্ন গলির রাস্তা, নাখালপাড়া রেল ক্রসিং পর্যন্ত।
|
এসআই- ০১৭১৭৬৫৯৪৮০
এএসআই-০১৭১৬৬২০৭০৭
এএসআই-০১৭১১৯৪৮৫৬৮
|
৪
|
নিউ এয়ারপোর্ট রোড জাহাঙ্গীর গেট হইতে সওজ অফিস পর্যন্ত সড়কের পূর্ব পাশ, শাহীনবাগ সিভিল এভিয়েশন রাস্তা।
|
এসআই- ০১৯১১১৯৪০৭৭
এএসআই-০১৫৫৬৫২৫১৮৫
এএসআই-০১৭১২৯৬৯২০৪
|
৫
|
পশ্চিম নাখালপাড়াস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় হইতে লুকাস মোড় হইতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দক্ষিণ পার্শ্বে এলেনবাড়ী সড়কসহ নাখালপাড়া রেল ক্রসিং এর উত্তর অংশের এলাকা এবং সকল গলির রাস্তা সমূহ।
|
এসআই- ০১৭১৬২১৩৫৪৯
এএসআই- ০১৭১৬৮৬০৭৮৩
এএসআই-০১৭১২৫৪৪৮৩৭
এএসআই- ০১৭২১৩০১১৮৮
|
৬
|
পশ্চিম নাখালপাড়াস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় হইতে পশ্চিম নাখালপাড়া রেলক্রসিং হইয়া ফ্লাইওভার পর্যন্ত রাস্তা দক্ষিণ অংশের এলাকা।
|
এসআই- ০১৭১৮৮২৮৪২৮
এএসআই-০১৭১৬৯৫৩৪৮১
এএসআই-০১৭১৬৯৮১০০৯
|
৭
|
কারওয়ান বাজার মাছ বাজার, ১নং ডিআইটি মার্কেট, কাঠপট্টি, কিচেন মার্কেট, কাব্যকস মার্কেট, ২নং ডিআইটি ও আম্বরশাহ মসজিদের দক্ষিণের অংশ এবং এর সীমানার মধ্যে থাকা অলিগলি সহ সকল ধরনের প্রতিষ্ঠান সমূহ। ওয়াসা গলি হয়ে ২ নং ডিআইটি ও কামার পট্টি সহ রেল লাইন পর্যন্তএর দক্ষিণ পার্শ্বের রাস্তা সমূহ, কাজী নজরুল ইসলাম এভিনিউ রোডের পূর্ব পার্শ্ব।
|
এসআই- ০১৭১১২৬৮৪৪৬
এএসআই-০১৭২০৪৮৭৫৯৫
এএসআই-০১১৯১৪৭৮১৯৬
এএসআই- ০১৯১৪৩৮৫৫১৬
|
৮
|
কাজী নজরুল ইসলাম এভিনিউ, সোনারগাঁও ক্রসিং হইতে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত পশ্চিম পার্শ্ব সড়ক, গার্ডেন রোড, কাজীপাড়া রোড, বসুন্ধরার সামনের পান্থপথ সড়ক, আহসান উল্লাহ ইউনিভার্সিটি গলি, হালিম কমিউনিটি সেন্টার গলি ও মোঘল সুইটস গলি, গ্রীন রোডের পূর্ব পার্শ্ব।
|
এসআই- ০১৭১৬২০০৩৮৮
এএসআই-০১৭১৮১৫৮১৭৫
এএসআই-০১৭১৪৮৯২৬১৭
|
৯
|
তেজকুনিপাড়া, হোন্ডাগলি হইতে খেলাঘর মাঠ বরাবর রেল লাইন পর্যন্ত এর উত্তর এলাকা, ফকিরনী বাজার, হোন্ডা গলি রাস্তা,উত্তরা ব্যাংক গলি, কমিশনারের গলি রাস্তা, খেলাঘর মাঠ রাস্তা, পুরাতন এয়ারপোর্ট রোডের পূর্ব পার্শ্ব।
|
এসআই- ০১৭১২১৮১৭৫০
এএসআই-০১৭১৯১৭১১৬৩
এএসআই-০১৯৩৭৫৫১৪৪৯
|
১০
|
তেজকুনীপাড়া হোন্ডাগলি হয়ে খেলাঘর মাঠ বরাবর রেল লাইন পর্যন্ত এর দক্ষিণ এলাকা, হলিক্রস, বিজ্ঞান কলেজের রাস্তা হয়ে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত। ষ্টেশন রোড, পোষ্ট অফিস গলি রাস্তা, তেজগাঁও রেলওয়ে বস্তিসহ গলি রাস্তা সহ।
|
এসআই- ০১৭১২৮০৪১৪০
এএসআই-০১৭১৫৩৪০৭৮৫
এএসআই-০১৭৩১৪২৫৫৩০
এএসআই-০১৫৫২৬৩৬১৮৯
|
শুরুতে