লোকেশন ● থানার সাধারণ কার্যক্রম
থানার সীমানা ● রমনা বিভাগ ● ডিসি ও এসি অফিস
কলাবাগান থানায় যোগাযোগের ফোন নম্বর ● বিট অনুসারে থানার এলাকা
কলাবাগান থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি ও এসি রমনা জোন।
ঠিকানা
১০০নং নর্থ ভূতের গলি কমিউনিটি সেন্টার, ধানমন্ডি, ঢাকা।
অবস্থান
শুরুতে
ধানমন্ডি (ভূতের গলি কমিউনিটি সেন্টার), ঢাকা।
থানার সাধারণ কার্যক্রম
শুরুতে
যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র্যাংকের কর্মকর্তা। থানায় একই র্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।
থানার সীমানা
শুরুতে
কলাবাগান থানার উত্তরে শেরেবাংলা নগর এবং তেজগাঁও থানা। মিরপুর রোড থেকে শুরু হয়ে সার্ক ফোয়ারা পর্যন্ত পান্থপথ হচ্ছে কলাবাগান থানার উত্তর সীমানা। কলাবাগান থানার সার্ক ফোয়ারা থেকে দক্ষিণে চলে যাওয়া সোনারগাঁও রোড থানাটির পূর্ব সীমানা। দক্ষিণে নিউ মার্কেট থানা। পশ্চিমে ধানমন্ডি থানা। মিরপুর রোডটি এ থানার পশ্চিম সীমানা।
রমনা বিভাগ
শুরুতে
যোগাযোগের ফোন নম্বর
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
ডিসি
|
০১৭১৩-৩৭৩১২০
|
এডিসি
|
০১৭১৩-৩৭৩১২২
|
এসি (রমনা জোন)
|
০১৭১৩-৩৭৩১২৩
|
এসি (ধানমন্ডি জোন)
|
০১৭১৩-৩৭৩১২৪
|
ডিসি ও এসি অফিসের ঠিকানা এবং লোকেশন
শুরুতে
-
ডিসি অফিস: ২/১, আউটার সার্কুলার রোড, ঢাকা। মৌচাক থেকে মগবাজারের দিকে যেতে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের বিপরীতে অবস্থিত।
-
এসি অফিস: রমনা থানা, ৪৫০/এ, বড় মগবাজার (পার্ক) ঢাকা।
-
এসি পেট্রোল এর অফিসটি রমনা থানায় এবং এসি প্রশাসন এর অফিসটি ডিসি অফিসে অবস্থিত।
কলাবাগান থানায় যোগাযোগের ফোন নম্বর
শুরুতে
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
অফিসার ইনচার্জ
|
০১৭১৩-৩৯৮৩৩৯
|
অপারেশনস অফিসার
|
০১১৯১-০০২২৪৪
|
ডিউটি অফিসার
|
০১১৯৯-৮৮৩৬২৮
|
ল্যান্ড ফোন
|
৯৬৬৫২৫৪
|
বিট অনুসারে থানা এলাকা
শুরুতে
কলাবাগান থানা এলাকায় মোট ৮ টি বিট রয়েছে। বিট এলাকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বর:
বিট নং
|
আওতাভুক্ত এলাকা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোন নম্বর
|
১
|
কাঁঠাল বাগান বাজার গলি দক্ষিণ পার্শ্ব হইতে ক্রিসেন্ট রোডের উত্তর পাশ পর্যন্ত, কাঁঠাল বাগান ঢাল
|
এসআই- ০১৭১২২৭৯৭৯৪
এএসআই- ০১৭১৮৮৫২৮৮১
|
২
|
কাঁঠাল বাগান বাজার গলির উত্তর পাশ, গ্যাস্টেলিবার গলি, মসজিদ গলি, বক্স কালভার্ট গলি
|
এসআই- ০১৭৩০-১৯৭১৩৮
এএসআই- ০১৭১৬৯৬৯৪৭৭
|
৩
|
লেক সার্কাস কলাবাগান, বশির উদ্দিন রোডের উত্তর পার্শ্ব, লাল ফকিরের মাজার।
|
এসআই- ০১৭১২২৪৪৭৭২
এএসআই- ০১৭২৬১৯৬৩৩
|
৪
|
শ্যালো ক্রসিং হইতে পান্থপথ ফার্নিচার মার্কেট এবং হোটেল সুন্দরবন।
|
এসআই- ০১৭১৭২৭৬৯৯৮
এএসআই- ০১৮১৩০৩৬৪৩৯
|
৫
|
গ্রীন রোড, আলামিন রোড, ক্রিসেন্ট রোড, ভুলের গলি, নর্থ রোড, সার্কুলার রোড, পুকুর পাড়।
|
টিএসআই- ০১৮২০২০৮০০২
এএসআই- ০১৭১৭৬৩৯৮৪৬
|
৬
|
সেন্ট্রাল রোড, ইষ্ট এন্ড ওয়েষ্টরোডম হাতির পুল হইতে সুন্দর বন হোটেল, আইডিয়াল কলেজ, ল্যাব এইডের পূর্ব দিকের রাস্তা, গ্রীনরোড।
|
এসআই- ০১৭১৮০৯২৬৩৬
এএসআই- ০১৯১৩৪৮৫৯৯০
|
৭
|
সোনারগাঁও রোড, লাকী হোটেলের গলি এর আশপাশ।
|
এসআই-
এএসআই-
|
৮
|
মাজার ডলফিন গলি, পশ্চিম পান্থপথ, বশির উদ্দিন রোডের দক্ষিণপাশ, কলাবাগান প্রথম লেন ও দ্বিতীয় লেন, স্টাফ কোয়ার্টারস্, ৮ নং রোডের উত্তর পার্শ্ব।
|
এসআই- ০১৭২৭২১৫৬৬৩
এএসআই- ০১৭২১৫৯৫০৯৯
|