শাহবাগ থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি রমনা জোন।
অবস্থান
পুলিশ কন্ট্রোল রুম, শাহবাগ, ঢাকা।
লোকেশন
শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে ৪০ গজ দুরে হাতের বাম পাশে অবস্থিত।
থানার সাধারণ কার্যক্রম
যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র্যাংকের কর্মকর্তা। থানায় একই র্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।
রমনা বিভাগ
যোগাযোগের ফোন নম্বর
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
ডিসি
|
০১৭১৩-৩৭৩১২০
|
এডিসি
|
০১৭১৩-৩৭৩১২২
|
এসি (রমনা জোন)
|
০১৭১৩-৩৭৩১২৩
|
এসি (ধানমন্ডি জোন)
|
০১৭১৩-৩৭৩১২৪
|
ডিসি অফিসের লোকেশন
মৌচাক থেকে মগবাজারের দিকে যেতে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের বিপরীতে অবস্থিত।
শাহবাগ থানায় যোগাযোগের ফোন নম্বর:
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
অফিসার ইনচার্জ
|
০১৭১৩-৩৭৩১২৭
|
অপারেশনস অফিসার
|
০১১৯১-০০২২২২
|
ডিউটি অফিসার
|
০১১৯৯-৮৮৩৬২৬
|
ল্যান্ড ফোন
|
৯৬৭৬৬৯৯
|