লোকেশন ● আদাবর থানার ফাঁড়িগুলো ● থানার সাধারণ কার্যক্রম
থানার সীমানা ● তেজগাঁও বিভাগ ● এসি ও ডিসি অফিস
আদাবর থানায় যোগাযোগ ● বিট অনুসারে থানা এলাকা
গুগল ম্যাপ
আদাবর থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি তেজগাঁও জোন।
ঠিকানা
১১০৫/এ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা।
থানার লোকেশন
শুরুতে
জাপান গার্ডেন সিটি থেকে শ্যামলী যেতে হাতের বামে পাওয়া যাবে এটি। জাপান গার্ডেন সিটি এবং শ্যামলীর মাঝামাঝিস্থানে এর অবস্থান।
আদাবর থানার ফাঁড়িগুলো
শুরুতে
আদাবর থানায় ১ টি পুলিশ ফাঁড়ি আছে।
ফাঁড়ির নাম |
ঠিকানা |
শ্যামলী পুলিশ ফাঁড়ি
|
পশ্চিম আগারগাঁও, মৌজা-কাফরুল, সিট নং-২
|
থানার সাধারণ কার্যক্রম
শুরুতে
যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র্যাংকের কর্মকর্তা। থানায় একই র্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।
থানার সীমানা
শুরুতে
আদাবর থানার পশ্চিম সীমানা হচ্ছে ঢাকা শহরের শেষ সীমানা। মোটামুটিভাবে বেড়ীবাঁধ দ্বারা পশ্চিম সীমানা নির্ধারিত। উত্তরে দারুসসালাম থানা। পূর্বে মোহাম্মদপুর থানা। দক্ষিণে মোহাম্মদিয়া হাউজিং প্রকল্প।
তেজগাঁও বিভাগ
শুরুতে
প্রতিটি বিভাগের সার্বিক দায়িত্বে থাকেন একজন ডিসি আর তাঁকে সাহায্য করেন চারজন এসি। আবার এসিকে সাহায্য করার জন্য একজন করে এডিসি থাকেন। এসি অফিসে এসির কক্ষের পাশেই এডিসির কক্ষ থাকে। তেজগাঁও বিভাগের জোন দু’টি একটি তেজগাঁও অন্যটি মোহাম্মদপুর। তেজগাঁও ও মোহাম্মদপুর এসি ছাড়াও পেট্রোল ও প্রশাসনের জন্য একজন করে এসি আছেন। এসি প্রশাসন অফিসটি ডিসি অফিসেই এবং পেট্রোল এর অফিস তেজগাঁও থানায় অবস্থিত।
এসি ও ডিসি অফিস
শুরুতে
-
মিরপুর রোডে শিশু মেলার বিপরীতে দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত।
-
তেজগাঁও এসি অফিসটি মোহাম্মদপুর থানায় অবস্থিত।
যোগাযোগের ফোন নম্বর
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
ডিসি
|
০১৭১৩৩৩৭১৭৫
|
এডিসি
|
০১৭১৩৩৭৩১৭৬
|
এসি (তেজগাঁও জোন)
|
০১৭১৩৩৭৩১৭৮
|
এসি (মোহাম্মদপুর জোন)
|
০১৭১৩৩৯৮৩৪১
|
আদাবর থানায় যোগাযোগের ফোন নম্বর
শুরুতে
কর্মকর্তা
|
ফোন নম্বর
|
অফিসার ইনচার্জ
|
০১৭১৩৩৭৩১৮৩
|
অপারেশনস অফিসার
|
০১১৯১০০৪৪৪৪
|
ডিউটি অফিসার
|
০১১৯৯৮৮৬৭৭৯৯
|
ল্যান্ড ফোন
|
৯১৩৩২৬৫
|
বিট অনুসারে থানার এলাকা
শুরুতে
আদাবর থানাকে মোট ০৫ টি বিটে ভাগ করা হয়েছে। বিট এলাকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বর:
বিট নং
|
আওতাভুক্ত এলাকা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোন নম্বর
|
১
|
শ্যামলী বাসষ্ট্যান্ড, কল্যাণপুর ব্রীজ, মোহনপুর, ঢাকা হাউজিং, মেহেদীবাগ, উত্তর আদাবর, রিং রোড এলাকা।
|
এসআই- ০১৭২০০৩৫৬৯৫৮
এএসআই- ০১৭১৯৬৫৮৫১৮
এএসআই- ০১৭১৪৭৩৭৯৯৩
এএসআই- ০১৭১৮৫২০৮১৬
এএসআই- ০১৭১৫৫১৭৬৬০৬
|
২
|
বায়তুল আমান হাউজিং, মুনসুরাবাদ এলাকা।
|
এসআই- ০১৭১৬৯৭৮৮০১
এএসআই- ০১৭১৫৫৩৫৪৩৯
এএসআই- ০১৫৫২৩০৮৯৩৬
এএসআই- ০১৭১২৭৯৯৪৮৭
|
৩
|
শেখেরটেক, পিসিকালচার হাউজিং, প্রমিনেন্ট হাউজিং, রফিক হাউজিং, নবোদয় হাউজিং, শ্যামলী হাউজিং ১ম প্রকল্প এলাকা।
|
এএসআই-০১৭১৫১৯৯৪০০
এসআই-০১৮২২৭৭৫৫৯৯
এএসআই-০১৭১২১৫০৩৯২
এসআই-০১৭১২৮৮৪৯৯৮
|
৪
|
জাপান গার্ডেন সিটি, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, জনতা হাউজিং, প্রবাল হাউজিং এলাকা।
|
এএসআই-০১৭১১০৫৫৩৭০
এএসআই-০১৮১৯৪২১৪২৬
এএসআই-০১৭১০৭৫৯০১৩
এসআই-০১৭১৮৯৭৭০১৩
|
৫
|
সুনিবিড় হাউজিং, প্রভাতী হাউজিং, শ্যামলী হাউজিং ২য় প্রকল্প, বেড়ীবাঁধ।
|
এএসআই-০১৭১৮৮৫৪৫২০
এএসআই-০১৭১৪৩২৩৭২৩
এএসআই-০১৭১১১৪৬২৮৬
|
শুরুতে