ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মূল ব্যারাক হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন। ১৯৭১ সালে বাঁশের বেড়ায় তৈরি এই পুলিশ ব্যারাকের পুলিশ সদস্যগণই প্রথম সশস্ত্র প্রতিরোধ তৈরি করেন। বর্তমানে রাজারবাগ পুলিশ লাইনের চিত্র অনেক পাল্টেছে। এখানে স্বল্প সংখ্যক অফিসারের জন্য কোয়ার্টার থাকলেও মূলত কনস্টেবল পর্যায়ের পুলিশ সদস্যদের ব্যারাক এখানে। এখান থেকেই ফোর্স পাঠানো হয় সারা ঢাকা শহরে। এছাড়া পুলিশের যানবাহন, অস্ত্রশস্ত্রসহ অন্যান্য সাজ সরঞ্জাম এই পুলিশ লাইনেই রাখা হয়। প্রয়োজনে এখান থেকেই গাড়ি ও অস্ত্রশস্ত্র সরবরাহ করা হয়। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যানবাহনসহ বিভিন্ন সাজসরঞ্জাম এখান থেকে পাঠানো হয়।
ডিএমপির প্যারেড গ্রাউন্ডটিও এই রাজারবাগ পুলিশ লাইনে। প্রতি বছর পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ দেখতে প্রধানমন্ত্রী হাজির হন এখানে।
এই পুলিশ লাইন সংলগ্ন মালিবাগ মোড় প্রান্তে রয়েছে সিআইডি এবং এসবির অফিস। আবার রাজারবাগ পুলিশ লাইনেই পুলিশ লাইন স্কুলের অবস্থান।