বৃটিশ শাসনামলে রেলওয়ে প্রতিষ্ঠার পর ধীরে ধীর এর বিস্তৃতি ঘটানো হয়। বিস্তৃতির সাথে সাথে চুরি-ডাকাতি সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। এজন্য প্রথমে আধাসামরিক বাহিনী গঠন করা হয় এবং পরে রেল পুলিশ প্রতিষ্ঠা করা হয়।
পাকিস্তান সৃষ্টির পর পুরো রেলওয়ে পুলিশকে একটি রেঞ্জের আওতাভুক্ত করা হয়। বাংলাদেশ সৃষ্টির পর রেল পুলিশে মৌলিক কোন পরিবর্তন আনা হয়নি। তবে রেল সদর দপ্তর চট্টগ্রামে সরিয়ে নেয়া নয়।
বর্তমানে রেল পুলিশের দুটি জোন রয়েছে, চট্টগ্রাম এবং সৈয়দপুর জোন। এ দুটি জোনে দু’জন পুলিশ সুপার পুলিশ প্রশাসকের দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম জোনে আটটি রেলওয়ে থানা, সতেরটি ফাঁড়ি ও চারটি সার্কেল রয়েছে। আর সৈয়দপুর জোনে আটটি থানা, সতেরটি ফাঁড়ি এবং চারটি সার্কেল রয়েছে। একজন ডিআইজির নেতৃত্বে রেল পুলিশ পরিচালিত হচ্ছে।
চট্টগ্রাম জোন
থানার নাম
|
ফাঁড়ির নাম
|
চট্টগ্রাম রেলওয়ে
|
ষোল শহর রেল ফাঁড়ি।
ফৌজদার হাট রেল ফাঁড়ি।
সীতাকুন্ড ফাঁড়ি।
|
লাকসাম
|
চৌমুহনী রেল ফাঁড়ি।
ফেনী রেল ফাঁড়ি।
কুমিল্লা রেল ফাঁড়ি।
চাঁদপুর রেল ফাঁড়ি
|
আখাউড়া
|
বি-বাড়ীয়া রেল ফাঁড়ি
|
শ্রীমঙ্গল
|
সায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ি
|
ভৈরব
|
নরসিংদী রেল ফাঁড়ি
|
ময়মনসিংহ
|
গফরগাঁও রেল ফাঁড়ি
গৌরিপুর রেল ফাঁড়ি
মোহনগঞ্জ রেল ফাঁড়ি
|
জামালপুর
|
দেওয়ানগঞ্জ রেল ফাঁড়ি
শরিষাবাড়ী রেল ফাঁড়ি
|
ঢাকা
|
টংগী রেল ফাঁড়ি
নারায়ণগঞ্জ রেল ফাঁড়ি
|
সৈয়দপুর জোন
থানার নাম
|
ফাঁড়ির নাম
|
পার্বতীপুর
|
পার্বতীপুর রেলওয়ে ফাঁড়ি
হিলি রেল ফাঁড়ি
সৈয়দপুর রেল ফাঁড়ি
|
লালমনির হাট
|
রংপুর রেল ফাঁড়ি
কাউনিয়া রেল ফাঁড়ি
|
বোনারপাড়া
|
তিস্তামুখ ঘাট রেল ফাঁড়ি
বগুড়া রেল ফাঁড়ি
|
সিরাজগঞ্জ
|
সিরাজগঞ্জ ঘাট ফাঁড়ি
|
রাজবাড়ী
|
গোয়ালন্দ রেল ফাঁড়ি
|
পোড়াদহ
|
কুষ্টিয়া রেল ফাঁড়ি
চুয়াডাঙ্গা রেল ফাঁড়ি
দর্শনা রেল ফাঁড়ি
|
খুলনা থানা
|
খুলনা রেল ফাঁড়ি
দৌলতপুর রেল ফাঁড়ি
যশোর রেল ফাঁড়ি
|
রাজশাহী
|
আমনুড়া রেল ফাঁড়ি
চাপাইনবাবগঞ্জ রেল ফাঁড়ি
|