স্বাধীনতার পর ঢাকার জনসংখ্যা বৃদ্ধির ফলে আইন শৃংঙ্খলা রক্ষাসহ বিভিন্ন প্রয়োজনে ১৯৭৬ সালের ১লা ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশ প্রতিষ্ঠা করা হয়। শুরুতে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ঢাকা মহানরগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেও এখন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছেন। রমনার ২৭, পার্ক এভিনিউ-এ এর সদর দফতর অবস্থিত। ২০১০ সালের ৬ই জুন এর নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়।
যোগাযোগ-
ফোন: ৮৬১৪৩০০, ৯৬৬৫৪০৭
ফ্যাক্স: ৮৬১৬৫৫২
ই-মেইল: [email protected]
জনবল
শুরুতে
পুলিশ কমিশনারকে প্রশাসনিক কাজে সাহায্য করার জন্য ৩ জন এডিশনাল কমিশনার, ৫ জন, জয়েন্ট কমিশনার, ২৫ জন ডেপুটি কমিশনার/এসপি, ৩৮ জন এডিশনাল ডেপুটি কমিশনার/ এডিশনাল ডেপুটি কমিশনার/ এডিশনাল এসপি, ১৮৬ জন এসিস্ট্যান্ট কমিশনার/ সহকারী পুলিশ সুপার, ৩৪৩ জন ইন্সপেক্টর, ১৫৬৯ জন এসআই, ৬৫৩ জন সার্জেন্ট, ৪০ জন টিএসআই, ১৩৫০ জন এএআই, ১২১৮ জন হাবিলদার, ১৪৪৮ জন নায়েক এবং ১৬৭২০ জন কনস্টেবল আছেন। সর্বমোট ২৩,৫৯৯ জন পুলিশ সদস্য ডিএমপিতে কর্মরত আছেন। এছাড়াও তাদেরকে সাহায্যকারী হিসেবে রয়েছে ৮০৯ জন সিভিল কর্মচারী।
বিভাগগুলো
শুরুতে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাজের সুবিধার জন্য একে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে অপরাধ বিভাগ- ৮টি, ট্রাফিক বিভাগ ৪টি এবং জোন ৯ টি। ঢাকায় থানার সংখ্যা ৪১ টি এব ফাঁড়ির সংখ্যা ৫২ টি, কন্ট্রোল রুম ১ টি, পুলিশ বক্স ৬৯ টি।
লালবাগ বিভাগ সমূহ থানা ও ফাঁড়ি সংক্রান্ত তথ্য সমূহ উল্লেখ করা হল-
লালবাগ বিভাগ
শুরুতে
থানার নাম
|
ফাঁড়ি/ বক্সের নাম
|
ক) কোতয়ালী
|
১। বাবুবাজার ফাঁড়ি
২। নয়া সড়ক ফাঁড়ি
৩। নবাবপুর ফাঁড়ি
৪। কায়েতটুলী ফাঁড়ি
৫। সদরঘাট রিভার ফাঁড়ি
৬। কেন্দ্রী বাস টার্মিনাল ফাঁড়ি
৭। সদরঘাট পুলিশ বক্স
৮। তাঁতিবাজার পুলিশ বক্স
৯। ফুলবাড়িয়া পুলিশ বক্স।
১০। বাবুবাজার ব্রিজ পুলিশ বক্স।
১১। বেগম বাজার পুলিশ বক্স।
|
২। লালাবাগ
|
১। লালবাগ ফাঁড়ি
২। আজিমপুর ফাঁড়ি
৩। আজিমপুর পুলিশ বক্স
|
৩। কামরাঙ্গীরচর
|
১। কামরাঙ্গীরচর ফাঁড়ি
২। লোহার ব্রিজ পুলিশ বক্স
|
৪। চকবাজার
|
চকবাজার ফাঁড়ি
|
৫। বংশাল
|
বংশাল ফাঁড়ি
|
রমনা বিভাগ
শুরুতে
থানার নাম
|
ফাঁড়ি/ বক্সের নাম
|
১। রমনা মডেল
|
১। কাকরাইল ফাঁড়ি
২। সিদ্ধেশরী ফাঁড়ি
৩। নয়াটোলা ফাঁড়ি
৪। ইউবিএল পুলিশ বক্স
৫। মৌচাক পুলিশ বক্স
৬। বাংলামোটর পুলিশ বক্স
৭। কাকরাইল পুলিশ বক্স
|
২। শাহবাগ
|
১। বাবুপুরা ফাঁড়ি
২। শিশু পার্ক পুলিশ বক্স
|
৩। ধানমন্ডি
|
১। আদর্শ ফাঁড়ি
২। রাসেল স্কয়ার পুলিশ বক্স
৩। বৌবাজার পুলিশ বক্স
৪। ৮ নং ব্রীজ পুলিশ বক্স
৫। নিউ মার্কেট উত্তর গেট পুলিশ বক্স
৬। জিগাতলা মোড় পুলিশ বক্স
৭। ধানমন্ডি ২৭ রোডের পুলিশ বক্স
|
৪। নিউ মার্কেট
|
১। পূর্ব ধানমন্ডি ফাঁড়ি
২। সাইন্সল্যাবরেটরী পুলিশ বক্স
৩। নীলক্ষেত ফাঁড়ি
|
হাজারীবাগ
|
১। হাজারীবাগ ফাঁড়ি
২। নবাবগঞ্জ ফাঁড়ি
|
পূর্ব ধানমন্ডি (কলাবাগান)
|
১। কলাবাগান ফাঁড়ি
|
ওয়ারী বিভাগ
শুরুতে
থানার নাম
|
ফাঁড়ি/ বক্সের নাম
|
১। শ্যামপুর
|
১। পোস্তগোলা ফাঁড়ি
২। আইজি গেইট পুলিশ বক্স
৩। শ্যামপুর কদমতলী পুলিশ বক্স
|
২। যাত্রাবাড়ী
|
১। যাত্রাবাড়ী ফাঁড়ি
২। সায়দাবাদ বাস টার্মিনাল ফাঁড়ি
৩। শনির আখড়া পুলিশ বক্স
৪। সায়েদাবাদ পুলিশ বক্স
৫। যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্স
|
৩। ডেমরা
|
১। কোনাপাড়া ফাঁড়ি
২। ডেমরা ফাঁড়ি
৩। ডেমরাঘাট পুলিশ বক্স
|
৪। সূত্রাপুর
|
১। নারিন্দা ফাঁড়ি
২। ইটাখোলা পুলিশ বক্স
৩। স্বামীবাগ ট্রাক ষ্ট্যান্ড পুলিশ বক্স
৪। বাহাদুরশাহ পার্ক পুলিশ বক্স
৫। কাপ্তান বাজার পুলিশ বক্স
৬। ওয়ারী ফাঁড়ি
|
৫। গেন্ডারিয়া
|
১। গেন্ডারিয়া ফাঁড়ি
|
৬। কদমতলী
|
১। কদমতলী ফাঁড়ি
|
৭। ওয়ারী
|
----
|
মতিঝিল বিভাগ
শুরুতে
থানার নাম
|
ফাঁড়ি/ বক্সের নাম
|
১। মতিঝিল
|
১। বাসাবো ফাঁড়ি
২। আল হেলাল পুলিশ বক্স
৩। রামকৃঞ্চ পুলিশ বক্স
৪। শাপলা চত্ত্বর পুলিশ বক্স
৫। দৈনিক বাংলা পুলিশ বক্স
৬। মালিবাগ মোড় পুলিশ বক্স
৭। কমলাপুর রেল স্টেশন পুলিশ বক্স
৮। চানমারিবাট পুলিশ বক্স
|
২। পল্টন মডেল
|
১। মতিঝিল ফাঁড়ি
২। সার্জেন্ট আহাদ পুলিশ বক্স
৩। নাইটিংগেল পুলিশ বক্স
|
৩। সবুজবাগ
|
১। মুগদাপাড়া ফাঁড়ি
২। কমলাপুর আইসিডি পুলিশ বক্স
৩। বাসাবো মাঠ পুলিশ বক্স
৪। মালিবাগ বাটা পুলিশ বক্স
|
৪। খিলগাঁও
|
১। খিলগাঁও ফাঁড়ি
২। খিলগাঁও রেলগেইট পুলিশ বক্স
৩। খিলগাঁও সি-ব্লক পুলিশ বক্স
|
৫। রামপুরা
|
১। রামপুরা ফাঁড়ি
২। রামপুরা ওয়াপদা পুলিশ বক্স
|
৬। শাহজাহানপুর
|
----
|
৭। দক্ষিণগাঁও
|
----
|
৮। মুগদা
|
----
|
তেজগাঁও বিভাগ
শুরুতে
থানার নাম
|
ফাঁড়ি/ বক্সের নাম
|
১। তেজগাঁও
|
১। পুরাতন এয়ারপোর্ট ফাঁড়ি
২। আগারগাঁও ফাঁড়ি
৩। সোনারগাঁও হোটেল পুলিশ বক্স
৪। ফার্মগেইট পুলিশ বক্স
|
২। তেজগাঁও শিল্পাঞ্চল
|
১। তেজগাঁও ফাঁড়ি
২। সাতরাস্তা মোড় পুলিশ বক্স
|
৩। মোহাম্মদপুর
|
১। মোহাম্মদপুর ফাঁড়ি
২। রায়েরবাজার ফাঁড়ি
৩। রোকেয়া সরণী আগারগাঁও পুলিশ বক্স
৪। মোহাম্মদপুর আসাদ গেইট পুলিশ ফাঁড়ি
৫। মোহাম্মদপুর তাজমহল রোড পুলিশ বক্স
৬। পশ্চিম আগারগাঁওস্থ পুলিশ বক্স
|
৪। আদাবর
|
১। শ্যামলী ফাঁড়ি
২। শ্যামলী রিং মোড় পুলিশ বক্স
|
৫। শেরেবাংলানগর
|
১। শেরেবাংলানগর ফাঁড়ি
|
৬। রায়েরবাজার
|
----
|
মিরপুর বিভাগ
শুরুতে
থানার নাম
|
ফাঁড়ি/ বক্সের নাম
|
১। মিরপুর মডেল
|
১। গাবতলী ফাঁড়ি
২। গাবতলী বাস টার্মিনাল ফাঁড়ি
৩। দারুসসালাম পুলিশ বক্স
৪। মিরপুর ১০ গোল চত্বর পুলিশ বক্স
৫। মিরপুর ১ গোল চত্বর পুলিশ বক্স
|
২। শাহআলী
|
শাহআলী ফাঁড়ি
|
৩। পল্লবী
|
১। পল্লবী ফাঁড়ি
|
৪। কাফরুল
|
১। মিরপুর ১৪ নং ফাঁড়ি
২। ক্যান্টনমেন্ট ফাঁড়ি
৩। তামান্না কমপ্লেক্স পুলিশ বক্স
|
৫। দারুস সালাম
|
দারুস সালাম ফাঁড়ি
|
৬। ভাসানটেক
|
----
|
৭। রুপনগর
|
----
|
গুলশান বিভাগ
শুরুতে
থানার নাম
|
ফাঁড়ি/ বক্সের নাম
|
১। গুলশান
|
১। গুলশান ফাঁড়ি
২। বনানী ফাঁড়ি
৩। মহাখালী ফাঁড়ি
৪। মহাখালী পুলিশ বক্স
৫। কাকালী পুলিশ বক্স
৬। গুলশান ১ গোল চত্বর পুলিশ বক্স
৭। গুলশান স্যুটিং রেঞ্জ পুলিশ বক্স
৮। নতুন বাজার পুলিশ বক্স
|
২। বাড্ডা
|
১। বাড্ডা ফাঁড়ি
|
৩। খিলক্ষেত
|
১। খিলক্ষেত ফাঁড়ি
২। জোয়ার সাহারা পুলিশ বক্স
|
৪। ক্যান্টনমেন্ট
|
১। প্রগতি সরণী পুলিশ বক্স
২। নিকুঞ্জ আ/এ পুলিশ বক্স
৩। রাওয়া ক্লাব পুলিশ বক্স
|
৫। বনানী
|
----
|
৬। ভাটেরা
|
----
|
উত্তরা বিভাগ
শুরুতে
থানার নাম
|
ফাঁড়ি/ বক্সের নাম
|
১। উত্তরা মডেল
|
১। আজমপুর ফাঁড়ি
২। উত্তরা ৫নং সেক্টর পুলিশ বক্স
৩। আব্দুলাহপুর পুলিশ বক্স
৪। জসিমউদ্দিন রোড পুলিশ বক্স
|
২। তুরাগ
|
১। দিয়াবাড়ী পুলিশ বক্স
|
৩। শাহজালাল (রঃ) বিমান বন্দর
|
১। শাহজালাল (রাঃ) বিমানবন্দর পুলিশ বক্স
|
৪। দক্ষিণখান
|
১। তালতলা ফাঁড়ি
|
৫। উত্তরখান
|
১। উত্তরখান ফাঁড়ি
|
৬। বালুরঘাট
|
----
|
এছাড়া প্রতিটি বিভাগের জন্য একজন সহকারী পুলিশ কমিশনার এবং প্রতি জোনে একজন ইন্সপেক্টর প্রতি জোনে টহল করার দায়িত্বপালন করেন।