ঢাকা ব্যাংক ১৯৯৫ সালে যাত্রা শুরু করে।
ঠিকানা
আদমজী কোর্ট (১ম তলা), ১১৫-১২০, মতিঝিল বা/এ, ঢাকা- ১০০০
ফোন- ০২- ৭১৭১৩৭৮, ৭১৭১৮১২, ৭১২২৫৪৯
ই-মেইল- [email protected]
ওয়েব- www.dhakabankltd.com
শাখা
ঢাকা ব্যাংকের মোট ৫৭ টি শাখা রয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ২৪ টি শাখা।
একাউন্ট খুলতে
-
একাউন্ট খোলার জন্য ব্যাংকের জিপি ডেস্কে যেতে হয়।
-
আবেদনকারীর ও নমিনীর দু’কপি করে পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়।
-
পরিচয় দানকারী আবেদনকারীর নিজেরই ব্যবস্থা করতে হয়।
-
নতুন একাউন্ট খোলার সময় ন্যূনতম ১,৫০০ টাকা জমা দিতে হয়।
-
৭ কর্মদিবসের মধ্যে গ্রাহককে এটিএম কার্ড প্রদানের ব্যবস্থা রয়েছে।
-
২৫ পাতা থেকে ১০০ পাতার চেক বই প্রদান করা হয়। প্রতি পাতার জন্য ৪ টাকা করে একাউন্ট থেকে কেটে রাখা হয়।
-
সাধারণত ২০ কার্যদিবসের মধ্যে চেক বই প্রদান করা হয়।
-
এই একাউন্টের জন্য প্রতি বছর ৫০০ টাকা সার্ভিস চার্জ কেটে রাখা হয়।
স্বপ্নযাত্রার বিবরণ
ক)
-
বিদেশগামী শিক্ষার্থীর প্রয়োজনীয় সকল ব্যাংকিং সেবার ওয়ান স্ট সল্যুশন
-
দ্রুততম সময়ে সেবা প্রদান
-
আর্থিক সাশ্রয়ে সর্বোচ্চ সেবা প্রদান
খ) যে সব সেবা পাওয়া যায়
-
স্টুডেন্ট ফাইল খুলতে অন দ্য স্পট এসেসমেন্ট
-
স্টুডেন্ট ফাইল প্রসেসিং/ খোলা
-
স্টুডেন্ট ফাইলের বিপরীতে বৈদেশিক মুদ্রা ইস্যু
-
এফডিআর-এর বিপরীতে স্টাডি লোন
গ) শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড
ডিবিএল স্বপ্নযাত্রা স্টুডেন্ট সার্ভিস বাংলাদেশে বিদেশগামী ছাত্র-ছাত্রীদের জন্য ইন্টারন্যাশনাল ভিসা কার্ড এর ব্যবস্থা রয়েছে। এই কার্ডের সুবিধাগুলো নিম্নরূপ-
-
নিরাপদ প্লাস্টিক মানির সুবিধা
-
যেকোন সময়, যেকোন জায়গায় লিভিং এক্সপেন্স এর টাকা তোলার সুবিধা।
-
বাংলাদেশ থেকে সহজে কার্ড ব্যালেন্স রিলো করার সুবিধা।
ঘ) স্টুডেন্ট ফাইল খোলার জন্য অত্যাবশ্যকীয়
-
ইউনিভার্সিটি রিফান্ড পলিসিসহ অফার লেটার
-
বৈধ পাসপোর্ট
-
প্রাতিষ্ঠানিক সকল সনদপত্রের মূল কপি
-
ঢাকা ব্যাংক পরিচালিত একটি ব্যাংক একাউন্ট
সাশ্রয়ী ও দক্ষ এই সেবা পেতে নিচের যেকোন ঠিকানায় যোগাযোগ করা যায়।
-
স্বপ্নযাত্রা স্টুডেন্ট সার্ভিস সেন্টার
গ্লোবাল ট্রেড সার্ভিসেস
সারা টাওয়ার (৭ম তলা), ১১/এ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা- ১০০০
ফোন- ০২- ৯৫৫০৯২০
বিমান ভবন (২য় তলা), ১০০ মতিঝিল বা/এ, ঢাকা- ১০০০
ফোন- ০২- ৯৫৫৪৫১৪, ৭১৬৯২৮২, ৯৫৭০০৬-১০
বাড়ি# ৫০০, রোড# ৭, ধানমন্ডি আ/এ, ঢাকা- ১০০০
ফোন- ০২- ৯১২২২৭৮, ৯১১৫৫৫১, ৯১১১০১৯, ৯১১১৩৩৭
প্লট# ৭, ব্লক# এসই (ডি), হোল্ডিং# ২৪, গুলশান এভিনিউ
গুলশান ১, ঢাকা- ১২১২
ফোন- ০২- ৮৮১৬৪৪২, ৮৮২৫১১৩
সামিট সেন্টার (২য় তলা), ১৮, কারওয়ান বাজার, ঢাকা- ১২১৫
ফোন- ০২-৯১৩৪৩২৩, ৯১১৮০০১
পার্সোনাল লোনের বিবরণ
আবেদনের যোগ্যতা
-
বয়স কমপক্ষে ২১ বছর হতে হয়।
-
পরিবারের মাসিক আয় ঢাকা ব্যাংক নির্ধারিত ন্যূনতম অংকের সমান বা উর্ধ্বে হতে হয়।
-
কোনো প্রতিষ্ঠিত কোম্পানীতে স্থায়ী পদে কমপক্ষে ১ বছর ধরে কর্মরত থাকতে হয়।
-
সেলফ্ এমপ্লয়েড হলে অবশ্যই উক্ত পেশায় কমপক্ষে তিন বছরের ধারাবাহিকতা থাকতে হয়।
-
ব্যবসায়ী হলে অবশ্যই উক্ত ব্যবসা পরিচালনায় কমপক্ষে তিন বছরের ধারাবাহিকতা থাকতে হয়।
ঋণের পরিমাণ
পার্সোনাল লোনের আওতায় সর্বোচ্চ ১০,০০,০০০ টাকা এবং সর্বনিম্ন ২৫,০০০ টাকা ঋণ পাওয়া যায়।
ঋণ পরিশোধ প্রক্রিয়া
-
সমপরিমাণ মাসিক কিস্তির (ইএমাই) মাধ্যমে ঋণ পরিশোধ করা যায়। ঋণ পরিশোধের সময়ও সুবিধা মতো (যেমন ১২, ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ মাসের কিস্তিতে) ঠিক করে নেওয়া যায়।
-
এই মাসিক কিস্তি ঢাকা ব্যাংক একাউন্ট থেকে সরাসরি নিয়ে নেয়া হয়।
-
এ জন্য ঢাকা ব্যাংকের যে কোন শাখায় একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়।
-
সময়ের আগে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে চাইলে তাও পারা যায়।
ঋণ ফি
-
ঋণের মোট পরিমাণের ২% প্রসেসিং ফি হিসাবে ঋণ গ্রহণের সময় প্রদান করতে হয়।
-
এছাড়া আবেদন করার সময় ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি + ১৫% ভ্যাট এবং জনপ্রতি ১০০ টাকা হারে সি আই বি ফি (অফেরতযোগ্য) প্রদান করতে হয়।
মাসিক কিস্তির পরিমাণ (১৯%)
-
ঋণ অনুসারে প্রতিমাসের কিস্তির পরিমাণ দেয়া হলো-
লোনের পরিমাণ
|
২৪ মাস
|
৩৬ মাস
|
৪৮ মাস
|
৬০ মাস
|
৫০,০০০
|
২,৫২১
|
-
|
-
|
-
|
১,০০,০০০
|
৫,০৪১
|
৩,৬৬৬
|
-
|
-
|
৩,০০,০০০
|
১৫,২৬৯
|
১১,১৫০
|
-
|
-
|
৫,০০,০০০
|
২৫,৪৪৮
|
১৮,৫৮২
|
১৫,২১৬
|
-
|
৭,০০,০০০
|
৩৫,৬২৮
|
২৬,০১৫
|
২১,৩০২
|
১৮,৫৪৬
|
১০,০০,০০০
|
৫০,৮৯৬
|
৩৭,১৬৪
|
৩০,৪৩১
|
২৬,৪৯৪
|
মাসিক কিস্তির পরিমাণ (২০%)
-
ঋণ অনুসারে প্রতিমাসের কিস্তির পরিমাণ দেয়া হলো-
লোনের পরিমাণ
|
২৪ মাস
|
৩৬ মাস
|
৪৮ মাস
|
৬০ মাস
|
৫০,০০০
|
২,৫৪৫
|
-
|
-
|
-
|
১,০০,০০০
|
৫,০৯০
|
৩,৭১৭
|
-
|
-
|
৩,০০,০০০
|
১৫,২৬৯
|
১১,১৫০
|
-
|
-
|
৫,০০,০০০
|
২৫,৪৪৮
|
১৮,৫৮২
|
১৫,২১৬
|
-
|
৭,০০,০০০
|
৩৫,৬২৮
|
২৬,০১৫
|
২১,৩০২
|
১৮,৫৪৬
|
১০,০০,০০০
|
৫০,৮৯৬
|
৩৭,১৬৪
|
৩০,৪৩১
|
২৬,৪৯৪
|
কার লোনের বিবরণ
আবেদনের যোগ্যতা
-
বয়স কমপক্ষে ২১ বছর হতে হয়।
-
পরিবারের মাসিক আয় ঢাকা ব্যাংক নির্ধারিত ন্যূনতম অংকের সমান বা উর্ধ্বে হতে হয়।
-
কোনো প্রতিষ্ঠিত কোম্পানিতে স্থায়ী পদে কমপক্ষে ১ বছর ধরে কর্মরত থাকতে হয়।
-
সেলফ্ এমপ্লয়েড হলে অবশ্যই উক্ত পেশায় কমপক্ষে তিন বছরের ধারাবাহিকতা থাকতে হয়।
-
ব্যবসায়ী হলে সংশ্লিষ্ট ব্যবসায় কমপক্ষে তিন বছরের ধারাবাহিকতা থাকতে হয়।
আবেদন প্রক্রিয়া
নিকটস্থ যে কোন ঢাকা ব্যাংক শাখায় অথবা ঢাকা ব্যাংকের সেলস্ টিমের সাথে যোগাযোগ করতে হয়।
ফোন- ৭১৭১৮১২, ৭১২২৫৪৯, ৭১৭১৩৭৮ নম্বরেও ফোন করা যায়।
ঋণের পরিমাণ
গাড়ীর ঋণের আওতায় আপনি গাড়ীর মূল্যের সর্বোচ্চ ৫০% (শর্ত প্রযোজ্য) পাওয়া যায়।
ঋণ পরিশোধ প্রক্রিয়া
-
সমপরিমাণ মাসিক কিস্তির (ইএমাই) মাধ্যমে ঋণ পরিশোধ করা যায়।
-
ঋণ পরিশোধের সময়ও সুবিধা মতো (যেমন ২৪, ৩৬, ৪৮, ৬০ ও ৭২ মাসের কিস্তিতে) ঠিক করে নেয়া যা।
-
তবে এই প্রোগ্রমের আওতায় রিকন্ডিশন গাড়ীর জন্য সর্বোচ্চ ৬০ মাস এবং নতুন গাড়ীর জন্য ৭২ মাস এর কিস্তি হতে পারে।
-
ঢাকা ব্যাংকের যে কোন শাখায় একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়।
-
সময়ের আগে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে চাইলে তাও পারা যায়।
ঋণ ফি
-
ঋণের মোট পরিমাণের ২% প্রসেসিং ফি হিসাবে ঋণ গ্রহণের সময় প্রদান করতে হয়।
-
এছাড়া আবেদন করার সময় ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি + ১৫% ভ্যাট ও সম্পৃক্ত সকলের সি আই বি ফি, ১০০ টাকা হারে (অফেরতযোগ্য) প্রদান করতে হয়।
মাসিক কিস্তির পরিমাণ (১৭%)
লোনের পরিমাণ
|
২৪ মাস
|
৩৬ মাস
|
৪৮ মাস
|
৬০ মাস
|
৩,০০০০০
|
১৪,৮৩৩
|
১০,৬৯৬
|
৮,৬৫৭
|
৭,৪৫৬
|
৫,০০০০০
|
২৪,৭২২
|
১৭,৮২৭
|
১৪,৪২৮
|
১২,৪২৭
|
৭,০০০০০
|
৩৪,৬১০
|
২৪,৯৫৭
|
২০,১৯৯
|
১৭,৩৯৭
|
১০,০০০০০
|
৪৯,৪৪৩
|
৩৫,৬৫৩
|
২৮,৮৫৬
|
২৪,৮৫৩
|
১২,০০০০০
|
৫৯,৩৩১
|
৪২,৭৮৪
|
৩৪,৬২৭
|
২৯,৮২৪
|
মাসিক কিস্তির পরিমাণ (১৮%)
লোনের পরিমাণ
|
২৪ মাস
|
৩৬ মাস
|
৪৮ মাস
|
৬০ মাস
|
৩,০০০০০
|
১৪,৯৮৭
|
১০,৮৪৬
|
৮,৮১৩
|
৭,৬১৯
|
৫,০০০০০
|
২৪,৯৬৩
|
১৮,৮৭৭
|
১৪,৬৮৮
|
১২,৬৯৭
|
৭,০০০০০
|
৩৪,৯৪৭
|
২৫,৩০৭
|
২০,৫৬৩
|
১৭,৭৭৬
|
১০,০০০০০
|
৪৯,৯২৫
|
৩৬,১৫৩
|
২৯,৩৭৫
|
২৫,৩৯৪
|
১২,০০০০০
|
৫৯,৯০৯
|
৪৩,৩৮৮
|
৩৫,২৫০
|
৩০,৪৭৩
|
ব্যান্ডল সেভিংস একাউন্টের সুবিধা
একাউন্ট
ফিচার
|
ঢাকা ব্যাংকের সিলভার একাউন্ট
|
ঢাকা ব্যাংক গোল্ডেন একাউন্ট
|
ঢাকা ব্যাংক প্লাটিনাম একাউন্ট
|
ন্যূনতম জমার পরিমাণ
|
৩০,০০০/-
|
৫০,০০০/-
|
১,০০,০০০/-
|
সুদ
|
৭% পি.এ (মাসিক)
|
৭.৫% পি.এ (মাসিক)
|
৮.৫% পি.এ (মাসিক)
|
ইন্টারেস্ট ক্যালকুলেশন
|
প্রতিদিনের ব্যালান্স অনুযায়ী মুনাফা হিসাব হয়। দিনের শেষের ব্যালান্স ৩০,০০০ টাকার নিচে হলে মুনাফা পাওয়া যায় না।
|
প্রতিদিনের ব্যালান্স অনুযায়ী মুনাফা হিসাব হয়। দিনের শেষের ব্যালান্স ৫০,০০০ টাকার নিচে হলে মুনাফা পাওয়া যায় না।
|
প্রতিদিনের ব্যালান্স অনুযায়ী মুনাফা হিসাব হয়। দিনের শেষের ব্যালান্স ১,০০,০০০ টাকার নিচে হলে মুনাফা পাওয়া যায় না।
|
সর্বোচ্চ মাসিক উত্তোলন
|
৪ বার*
|
৮ বার*
|
১২ বার*
|
এটিএম কার্ড
|
ফ্রি
|
ফ্রি
|
ফ্রি
|
চেক বই
|
প্রতি বছর ৫০ পাতার এক চেক বই ফ্রি
|
প্রতি বছর ১০০ পাতার দুই চেক বই ফ্রি
|
প্রতি বছর ১৫০ পাতার তিন চেক বই ফ্রি
|
ক্রেডিট কার্ড
|
ফ্রি, সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত
|
ফ্রি, সর্বোচ্চ ৯০,০০০ টাকা পর্যন্ত
|
ফ্রি, সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত
|
এস এম এস ও ইন্টারনেট ব্যাংকিং
|
ফ্রি
|
ফ্রি
|
ফ্রি
|
আবেদনের যোগ্যতা
|
বেতনভুক্ত ব্যক্তিবর্গ, পেশাজীবি
|
বেতনভুক্ত ব্যক্তিবর্গ, পেশাজীবি এবং উদ্যোক্তা
|
বেতনভুক্ত ব্যক্তিবর্গ, পেশাজীবি এবং উদ্যোক্তা
|
প্রয়োজনীয় কাগজপত্র
|
-
জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট
-
স্যালারী সার্টিফিকেট
-
গত ছয় মাসের ব্যাংক এস্টেটমেন্ট
-
টিন সার্টিফিকেট
-
সর্বনিম্ন আয় ৩০,০০০ টাকা
-
পোস্ট ফ্যাক্টো সি আই বি
|
-
জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট
-
স্যালারী সার্টিফিকেট
-
গত ছয় মাসের ব্যাংক এস্টেটমেন্ট
-
টিন সার্টিফিকেট
-
সর্বনিম্ন আয় ৭৫,০০০ টাকা
-
পোস্ট ফ্যাক্টো সি আই বি
|
-
জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট
-
স্যালারী সার্টিফিকেট
-
গত ছয় মাসের ব্যাংক এস্টেটমেন্ট
-
টিন সার্টিফিকেট
-
সর্বনিম্ন আয় ৩০,০০০ টাকা
-
পোস্ট ফ্যাক্টো সি আই বি
|
বার্ষিক ফি
|
২,৫০০/-
|
৩,৫০০/-
|
৫,০০০/-
|
ট্যাক্স, এক্সাইজ ডিউটি এবং ভ্যাট
|
এন বি আর নিয়মানুযায়ী
|
এন বি আর নিয়মানুযায়ী
|
এন বি আর নিয়মানুযায়ী
|
খুচরা ঋণের উপর সুদের হার
|
প্রস্তাবিত হারের চেয়ে ০.৫ শতাংশ কম
|
প্রস্তাবিত হারের চেয়ে ০.৫ শতাংশ কম
|
প্রস্তাবিত হারের চেয়ে ০.৫ শতাংশ কম
|
* শর্ত প্রযোজ্য
হোম লোনের বিবরণ
আবেদনের যোগ্যতা
-
হোম লোনের প্রধান লক্ষ্য ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকগণ।
-
এছাড়াও অন্যান্য অঞ্চলের শাখাসমূহের উপযুক্ত সুপারিশের ভিত্তিতে নিম্নোক্ত শ্রেণীভূক্ত গ্রাহকগণের ক্ষেত্রে হোম লোনের আবেদন বিবেচনা করা হয়।
-
প্রতিষ্ঠানের বেতনভূক্ত কর্মচারী যারা কমপক্ষে ৩ বৎসর চলমানভাবে প্রতিষ্ঠানের সাথে যুক্ত।
-
স্বাধীন পেশাজীবীগণ যারা তাদের স্ব-স্ব পেশায় কমপক্ষে ৫ বৎসর নিয়োজিত আছে। (যেমন- ডাক্তার, ডেন্টিস্ট, প্রকৌশলী, চাটার্ড, একাউন্ট্যান্ট, স্থপতি যারা তাদের পেশাজীবী সংগঠনের সদস্য)।
-
ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সিলেটে কমপক্ষে ৫ বৎসরের চলমান ব্যবসায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ীগণ।
প্রজেক্ট ডিটেইলস
পার্টিকুলার্স
|
প্যারামিটার
|
সর্বোচ্চ ঋণের পরিমাণ
|
সম্পত্তি মুল্যের ৫০ শতাংশ, ১ কোটি টাকা পর্যন্ত।
|
লোন টেনার
|
সর্বনিম্ন : ৫ বছর
সর্বোচ্চ : ১৫ বছর
|
সুদের হার
|
সাধারণ ও ব্যবসায়ীদের জন্য
|
যেকোন পরিমাণ ১৫%
|
প্রফেশনাল এন্ড স্যালারীড*
|
যেকোন পরিমাণ ১৪%
|
প্রসেসিং ফি
|
সাধারণ ও ব্যবসায়ীদের জন্য : ২%
প্রফেশনাল এন্ড স্যালারীড : ২%
|
বয়স
|
সর্বনিম্ন ২১ বছর
সর্বোচ্চ ৬৫ বছর (ম্যাচুরিটির সময়ে)
|
আংশিক ও প্রারম্ভিক পরিশোধ
|
৫ বছরের মধ্যে সমন্বিত অর্থে ২.৫ শতাংশ
|
ইন্সুরেন্স প্রিমিয়াম
|
ঋণ গ্রহীতা কর্তৃক ইন্সুরেন্স এর প্রিমিয়াম পরিশোধ করতে হয় এবং ইন্সুরেন্স পলিসির সকল হালনাগাদ কপি নিয়মিত ব্যাংকে জমা দিতে হয়।
|
লকার সুবিধা
ঢাকার যেসব শাখায় লকার সুবিধা রয়েছে। সেসকল শাখাগুলো হলঃ
-
গুলশান শাখা
-
বনানী শাখা
-
ধানমন্ডি শাখা
-
উত্তরা শাখা
-
বারিধারা শাখা
-
মহাখালী শাখা
-
মিরপুর শাখা
-
খিলগাঁও শাখা
লকার চার্জ
লকারের ধরণ
|
বার্ষিক চার্জ
|
ছোট
|
৩,০০০
|
মাঝারী
|
৫,০০০
|
বড়
|
৭,০০০
|
লকার সিকিউরিটি ডিপোজিট (ফেরতযোগ্য)
|
৫,০০০
|
লকারের চাবি রিপ্লেসমেন্ট কস্ট
|
৬,০০০
|
-
লকার সুবিধা পেতে হলে ঢাকা ব্যাংকে একাউন্ট খুলতে হয়।
-
লকারের মালিক তার ইচ্ছামতো ব্যক্তিবর্গের নাম তালিকায় সংযুক্ত করতে পারেন অথবা বাদ দিতে পারেন যারা লকার পরিচালনার ক্ষমতা লাভ করবেন।
-
চাবি হারিয়ে ফেললে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট থানায় জানাতে হয়।
-
লকার একক এবং যৌথ ভাবে ভাড়া নেওয়া যায়।
ক্রেডিট কার্ড
-
যারা আবেদন করতে পারেন: বেতনভূক্ত ব্যক্তিবর্গ, চাকুরীজীবি ও ব্যবসায়ীগণ।
-
মাসিক আয়: ন্যূনতম মাসিক আয় হতে হয় ২৫,০০০ টাকা।
-
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৫৫ বছর পর্যন্ত হতে হয়।
-
কার্ড লিমিট: সর্বনিম্ন ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
-
কার্ডের বার্ষিক/ নবায়ন ফিস
কার্ড টাইপ
|
বেসিক কার্ড
|
সাপ্লিমেন্টারী কার্ড
|
ক্লাসিক লোকাল
|
১,০০০ টাকা
|
৫০০ টাকা
|
গোল্ড লোকাল
|
২,০০০ টাকা
|
১,০০০ টাকা
|
ক্ল্যাসিক ডুয়াল
|
২,০০০ টাকা
|
১,০০০ টাকা
|