নতুন ভবনে অবস্থিত এই কমিউনিটি সেন্টারটি টাইলস সজ্জিত, শীতাতপ নিয়ন্ত্রীত এবং নিজস্ব জেনারেটর সমৃদ্ধ।
ঠিকানা ও অবস্থান
-
প্লট ৩, সেক্টর ৩, সড়ক ১৫, রবীন্দ্র স্বরনি, আজমপুর, উত্তরা, ঢাকা-১২৩০।
-
উত্তরা সেক্টর ৩ এ রবীন্দ্র স্বরনির ৫০ গজ সামনে এটি অবস্থিত।
যোগাযোগ এবং বুকিং
ল্যান্ড ফোন: ৮৯১৮০৯৯
ফ্লোরসংখ্যা, ডাইনিং/হলরুম এবং আসন ব্যবস্থা
ফ্লোর এর অবস্থান
|
আসন সংখ্যা
|
প্রথম ফ্লোর
|
১২০ টি
|
দ্বিতীয় ফ্লোর
|
১২০ টি
|
-
ডাইনিং এর আসন সংখ্যা ২৪০ টি পর্যন্ত।
-
বসার হলরুমের সংখ্যা ২ টি।
-
প্রতিটি হলরুমের আসন সংখ্যা ১২০ টি।
-
হলরুমের মোট আসন সংখ্যা ২৪০ টি।
-
মহিলা এবং পুরুষদের পৃথক আসন ব্যবস্থা রয়েছে।
কমিউনিটি সেন্টারের বুকিং এবং ভাড়া
শীতকালীন
|
গ্রীস্মকালীন
|
০১.
|
অর্ধবেলা (দুপুর)
|
৪৮,০০০ টাকা।
|
০১.
|
অর্ধবেলা (দুপুর)
|
৪৮,০০০ টাকা।
|
০২.
|
অর্ধবেলা (রাত)
|
৩০,০০০ টাকা।
|
০২.
|
অর্ধবেলা (রাত)
|
৩২,০০০ টাকা।
|
-
৩০দিন পূ্র্বে বুকিং দিতে হয়। ২০% বুকিং মানি দিয়ে সেন্টারটি অগ্রিম রিজার্ভেশন নিতে হয়। অবশিষ্ট টাকা অনুষ্ঠানের দিন পরিশোধ করতে হয়।
রান্নাঘর
-
রান্নার জন্য রয়েছে ধোঁয়া ও তাপ নির্গমনের সুবিধাসহ সুপরিসর পাকা জায়গা। এখানে তিতাস কর্তৃক সরবরাহকৃত গ্যাসে রান্নার ব্যবস্থা রয়েছে।
বাবুর্চি এবং ওয়েটার
-
নিজস্ব প্রশিক্ষনপ্রাপ্ত বাবুর্চি এবং ওয়েটার রয়েছে।
-
প্রতি জনের খানা তৈরী বাবদ বাবুর্চির বিল ৩০ টাকা।
-
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সংখ্যার উপর বেয়ারা বা খানসামা নিয়োগ করতে হয়। জনপ্রতি বেয়ারা বা খানসামাকে ২৮০ টাকা হারে মজুরি পরিশোধ করতে হয়, যা কমিউনিটি সেন্টার ভাড়ার বিলের সাথে সমন্বয় করা হয়।
গেইট ও সাজ-সজ্জার ব্যবস্থা
-
গেইট ও সাজ-সজ্জার ব্যবস্থা রয়েছে। গেইট ও সাজ-সজ্জার বিল কমিউনিটি সেন্টার ভাড়া বিলের সাথে পরিশোধ করতে হয়। অতিরিক্ত সাজ-সজ্জার প্রয়োজনে গ্রাহক নিজ খরচে করে নিতে পারবেন।
বিল পরিশোধ পদ্ধতি
-
এখানে ক্যাশের মাধ্যমে বিল পরিশোধ করতে হয়। বিল পরিশোধে কোন প্রকার ক্রেডিট কার্ড গ্রহণযোগ্য নয়।
গাড়ি পার্কিং ব্যবস্থা
-
এখানে গাড়ি পার্কিংয়ের জন্য নিজস্ব পার্কিং প্লেস রয়েছে। এখানে ৫ টি গাড়ি পার্ক করা যায়। এছাড়াও সামনের রাস্তা এবং ফুটপাতে নিজ নিজ দায়িত্বে ৫ টি গাড়ি পার্ক করা যায়।
পানি সরবরাহের ব্যবস্থা
-
পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে।
-
ওয়াসা এর মাধ্যমে পানি পাওয়া যায়।
ক্যাটারিং সার্ভিস
-
কমিউনিটি সেন্টারটির নিজস্ব ক্যাটারিং সার্ভিস রয়েছে।
টয়লেট ব্যবস্থা
-
পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট সুবিধা রয়েছে। পুরুষদের জন্য রয়েছে ৩ টি টয়লেট এবং মহিলাদের জন্য রয়েছে ১ টি টয়লেট।
হাত ধোয়ার ব্যবস্থা
-
হাত ধোয়ার জন্য পর্যাপ্ত বেসিন সুবিধা রয়েছে। ৪ টি স্থানে ৫ টি বেসিন রয়েছে।