ধর্ম মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বংশপরম্পরায় ধর্ম পালন করে। মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও আমাদের দেশে উল্লেখযোগ্য চার ধর্মের মানুষ রয়েছে। ধর্মগুলো হলো- ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, খ্রিষ্টান ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এসব ধর্মের মানুষেরা সৃষ্টি কর্তার উপাসনার জন্য মসজিদ, মন্দির, গির্জা ও উপাসনালয়ে গিয়ে থাকে। ঢাকায় ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের জন্য অসংখ্য মসজিদ থাকলেও এর মধ্যে উল্লেখযোগ্য হল বায়তুল মোকাররম মসজিদ, তারা মসজিদ, বনানী আজাদ মসজিদ, মহাখালী গাউসুল আজম মসজিদ ও কাকরাইল মসজিদ। সনাতন ধর্মের অনুসারীদের জন্য ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশন। খ্রিষ্টান ধর্মের অনুসারীদের জন্য রয়েছে তেজগাঁও এর চার্চ অব বাংলাদেশ এবং আরমানিটোলায় আর্মেনিয়ান চার্চ। বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য রয়েছে বাসাবো বৌদ্ধ মন্দির। মুসলমানদের শেষকৃত্যের জন্য উল্লেখযোগ্য স্থানগুলো হলো- আজিমপুর কবরস্থান, বনানী কবরস্থান, উত্তরা কবরস্থান, সায়েদাবাদ কবরস্থান ও মিরপুর বুদ্ধিজীবি কবরস্থান। সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে পোস্তগোলা শ্মশান ও লালবাগের পোস্তা শ্মশানঘাট।