বুথ: ডাচ্ বাংলা ব্যাংক
অবস্থান: আজিমপুর এতিমখানার মেইন গেটের হাতের বাম পাশে অবস্থিত।
বুথটিতে টাকা জমা দেয়া এবং একাউন্ট খোলার ব্যবস্থা নেই। একানে ২ টি মেশিন আছে। ৫০০ ও ১০০০ টাকার নোট তোলা যায়। সব সময় খোলা থাকে। সর্বোচ্চ ২০,০০০ (বিশ হাজার) টাকা করে দিনে তিনবার টাকা তোলা যায়। মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, কমার্সিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক, সাউথট্রাষ্ট ব্যাংক, সিটি ব্যাংক, ফাষ্ট সিকিউরিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক এবং শাহাজালাল ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করা যায়।
বুথ: উত্তরা ব্যাংক
ঠিকানা: এতিমখানা মার্কেট হোল্ডিং নং ৪৮ (নিচতলা)
অবস্থান: আজিমপুর এতিমখানা যেতে নিউমার্কেট যেতে ২০ গজ সামনে উত্তরা ব্যাংকের নিচে এটিএম বুথটি অবস্থিত।
বুথটিতে টাকা জমা দেয়া এবং একাউন্ট খোলার ব্যবস্থা নেই। এখানে ১ টি মেশিন আছে। ১০০ ও ৫০০ টাকার নোট তোলা যায়। সব সময় খোলা থাকে। সর্বোচ্চ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে দিনে পাঁচবার টাকা তোলা যায়। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিঃ, সোনালী ব্যাংক, এনসিসি ব্যাংক লিঃ এবং যমুনা ব্যাংক লিঃ এর এটিএম কার্ড ব্যবহার করা যায় এখানে।
বুথ: ডাচ্ বাংলা ব্যাংক
ঠিকানা: ইডেন কলেজ বিল্ডিং, নিচতলা।
অবস্থান: ইডেন কলেজের ১ নম্বর গেট থেকে নিউমার্কেট যাওয়ার পথে ২০ থেকে ২৫ গজ সামনে হাতের ডান পাশে অবস্থিত।
বুথটিতে টাকা জমা দেয়া এবং একাউন্ট খোলার ব্যবস্থা নেই। এখানে ২ টি মেশিন আছে। ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট তোলা যায়। সব সময় খোলা থাকে। সর্বোচ্চ ২০,০০০ (বিশ হাজার) টাকা করে দিনে তিনবার টাকা তোলা যায়। মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, কমার্সিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিসি ব্যাংক, সাউথট্রাষ্ট ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক, শাহাজালাল ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা যায়।