আজিমপুর এলাকায় ছাত্রীদের থাকা-খাওয়ার জন্য যে’কয়টি হোস্টেল গড়ে উঠেছে তম্মধ্যে স্বর্গ ছাত্রী নিবাস একটি। এটি ২০১১ ইং সালের নভেম্বর মাসে আজিমপুরস্থ ‘শেফালী গার্ডেন’ ভবনের ৩য় তলায় যাত্রা শুরু করে।
অবস্থান
আজিমপুর ছাপড়া মসজিদ থেকে ১৫০ গজ পশ্চিমে শাহ দরবার মসজিদের সাথে এর অবস্থান। এজায়গাটি বটতলা নামে পরিচিত।
ঠিকানা
৩৩/৩/এ, শেফালী গার্ডেন, আজিমপুর রোড।
মোবাইল- ০১৭৬০-২০১৮৭২
হোস্টেল ভবন
-
হোস্টেল ভবনটি ৮ তলা বিশিষ্ট হলেও শুধুমাত্র ৩য় তলায় ছাত্রী হোস্টেল।
-
ছোট একটি বারান্দা রয়েছে।
কক্ষ ব্যবস্থাপনা
-
এখানে রুমগুলোর আয়তন প্রায় ১৪×১৬ ফুট।
-
প্রতিরুমে ৪-৫ জন করে বোর্ডার থাকে। বেডের ক্ষেত্রে দুটি ধরণ আছে সিঙ্গেল বেড ও ডাবল বেড। সিঙ্গেল বেডে ১ জন এবং ডাবল বেডে ২ জন করে বোর্ডার থাকে।
-
রুমের অনুসঙ্গের মধ্যে খাট, বৈদ্যুতিক পাখা ও বৈদ্যুতিক বাতি রয়েছে।
-
রুমের অনুসঙ্গের জন্য বোর্ডার কে কোন ধরনের চার্জ প্রদান করতে হয় না।
-
বোর্ডারকে টেবিল, তোষক, বালিশ, বিছানা চাদর ও মশারী নিয়ে আসতে হয়।
-
রুমে চেয়ার আনার প্রয়োজন হয় না। কারণ টেবিল খাটের সাথে রাখতে হয়। যেন খাটে বসেই পড়াশোনা করা যায়।
সিট পেতে
-
হোস্টেল কর্তৃপক্ষের সাথে ১ মাস আগে যোগাযোগ করে বুকিং দিতে হয়।
-
১ মাসের থাকা-খাওয়া খরচ অগ্রিম প্রদান করতে হয়।
-
ভর্তি ফি বাবদ ৫০০ টাকা দিতে হয়।
-
বুকিংয়ের সময় ভর্তি ফরম সংগ্রহ করে পূরণকৃত ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।
-
এখানে সিট পাওয়ার ক্ষেত্রে বয়সের কোন বাধ্যবাধকতা নেই।
-
এখানে সিট পেতে হলে স্বশরীরে এসে অথবা এই নম্বরে ০১৭৬০-২০১৮৭২ যোগাযোগ করতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
-
এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
-
ছাত্রীর আইডি কার্ডের ফটোকপি
-
ভর্তি ফরমে অভিভাবকের স্বাক্ষর
সিট বাতিল
-
সিট বাতিলের জন্য ১ মাস পূর্বে জানাতে হয়
-
সিট বাতিল করে হোস্টেল ছেড়ে দেওয়ার পূর্বে অগ্রিম থেকে কোন টাকা কেটে রাখা হয় না। অগ্রিমের সম্পূর্ণ টাকাই ফেরৎ দেওয়া হয়।
সিট ও খাবার চার্জ
-
সিঙ্গেল বেডের ক্ষেত্রে থাকা-খাওয়া জন্য মাসে ৩,৫০০ টাকা এবং ডাবল বেডের জন্য প্রতি মাসে ৩,৩০০ টাকা প্রদান করতে হয়।
-
প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে হোস্টেল সুপারের নিকট ভাড়া পরিশোধ করে রিসিট নিতে হয়।
-
এ হোস্টেলে খাওয়া-দাওয়ার জন্য আলাদা কোন কক্ষ নেই।
-
কেউ আলাদাভাবে রান্না করতে চাইলে সেক্ষেত্রে কোন অনুমতি দেওয়া হয় না।
খাবার মেনু
সময়
|
খাবার
|
সকাল
|
ভর্তা অথবা ভাজি এবং ডাল,ভাত
|
দুপুর
|
মাছ অথবা ডিম এবং ডাল, ভাত
|
রাত
|
ডিম অথবা মাছ এবং ডাল, ভাত
|
শুক্রবার
|
সকাল
|
খিচুড়ি
|
দুপুর
|
মাংস (গরু)
|
রাত
|
মাংস (মুরগি)
|
অন্যান্য চার্জ
-
হোস্টেলে বিনোদনের জন্য টেলিভিশনের ব্যবস্থা রয়েছে।
-
কোন বোর্ডার কম্পিউটার ব্যবহার করলে বাড়তি ৩০০ টাকা চার্জ প্রদান করতে হয়। অন্যের যেন অসুবিধা না হয় সেভাবে ব্যবহার করা নির্দেশ দেয়া হয়।
-
পানি ও গ্যাস সব সময়ই থাকে।
-
ইন্টারনেট, ফোন ও ডিশ নিতে চাইলে অবশ্যই আলাদাভাবে নিজের খরচে নিতে হয়।
প্রবেশ বাহির
-
সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত হোস্টেলে প্রবেশ ও বাহির হওয়া যায়।
টয়লেট
এখানে টয়লেটের সু-ব্যবস্থা রয়েছে। এ হোস্টেলে সর্বমোট ২ টি টয়লেট রয়েছে। ২ টিই টাইলসকৃত। ড্রাইং রুম এবং অপর একটি রুমের সাথে এটাচ টয়লেট রয়েছে। তবে ২ টি টয়লেটই সকল বোর্ডারদের জন্য উম্মুক্ত। টয়লেটে সব সময়ই পানি সরবরাহ থাকে।
অগ্নি নির্বাপণ ব্যবস্থা
হোস্টেল কর্তৃপক্ষের নিজস্ব কোন অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। তবে ভবনে স্বল্প পরিসরে অগ্নি নির্বাপন ব্যব্যস্থা রয়েছে। এছাড়া মাত্র ১ কি.মি. দূরেই ফায়ার সার্ভিসের পলাশী শাখা অবস্থিত।
অতিথি
-
কেউ মেহমান নিয়ে এলে নিজের বেডে রাখতে পারে এবং প্রতিদিন ১০০ হারে চার্জ প্রদান করতে হয়।
-
পুরুষ অতিথিদের হোস্টেলে দেখা করার অনুমতি নেই। তবে মহিলা অতিথি হলে রুমে দেখা করার ব্যবস্থা রয়েছে।
অসুস্থ হলে
বোর্ডার অসুস্থ হলে হোস্টেল কর্তৃপক্ষ তেমন কোন ব্যবস্থা নেয় না। তবে এটি অনেক সময়ে রুমমেটদের সাথে বোঝাপড়ার/ আন্তরিকতার উপর নির্ভর করে। তাছাড়া একান্ত অসুস্থ হলে অভিভাবকের নিকট হোস্টেল কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করে।
বিবিধ
-
নামাজের জন্য আলাদা কোন ঘর নেই।
-
আলাদা কোন লকার ব্যবস্থা নেই।
-
মূল ফটকে ছাত্রীদের নিরাপত্তার জন্য সিকিউরিটির ব্যবস্থা রয়েছে।
-
পানি ও গ্যাস সব সময়ই থাকে।