দূরত্বের প্রয়োজনে হোক, অর্থনৈতিক প্রয়োজনেই হোক আর রাজধানী ঢাকার টানেই হোক, ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে অনেক ছাত্র ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। কলেজ, বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং মেডিকেল কলেজের ছাত্রদের জন্য এমনই একটি ছাত্রাবাস গড়ে উঠেছে ঢাকার পূর্ব রাজাবাজারে। ছাত্রাবাস ভবনটি ৫ তলা বিশিষ্ট। ভবনটির মালিক নিজ দায়িত্বে এই ছাত্রাবাসটি পরিচালনা করে থাকেন। ২০০৮ সালে এই ছাত্রাবাসটি প্রতিষ্ঠা লাভ করে।
ঠিকানা এবং অবস্থান
ইউবিএমসি ছাত্রাবাস (বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল কলেজ ছাত্রাবাস)
৮৩/১, পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা ১২১৫।
মোবাইল: ০১৭১১-৭২০১৫১, ০১৯৭১-৭২০৯৫১।
গ্রীণরোড থেকে ১০০ গজ পশ্চিম দিকে পূর্ব রাজাবাজার মসজিদের দক্ষিণ পাশে ছাত্রাবাসটি অবস্থিত।
ভবনটি বিবরণ
-
ছাত্রাবাস ভবনটি ৫ তলা বিশিষ্ট।
-
প্রথম এবং দ্বিতীয় তলায় বোর্ডারগনের জন্য প্রয়োজনীয় সংখ্যক রুম রয়েছে।
-
তৃতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ছাত্রাবাস।
-
ছাত্রাবাসে মোট রুম সংখ্য ৩২টি।
সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধা সহ)
-
খালি থাকার ভিত্তিতে সিট ভাড়া দেওয়া হয়। একেকটি রুমে ২ জন থেকে ৪ জন ছাত্র / চাকুরীজিবী থাকতে পারে।
-
সিট ভাড়া প্রতি মাসে ৪৫০০ টাকা থেকে ৫৫০০ টাকা।
-
সিট ভাড়া নিতে হলে একজন ছাত্র বা চাকুরীজিবীকে ছাত্রাবাসের পরিচালককে একমাত্র গার্ডিয়ান হিসেবে মেনে নিতে হয়। অত:পর সিট খালি থাকা সাপেক্ষে চলতি মাসের সিট ভাড়া ৪৫০০ টাকা অগ্রীম প্রদান করতে হয়।
-
সিট ছাড়তে হলে কমপক্ষে ১ মাস পূর্বে হোষ্টেল পরিচালককে জানাতে হয়।
সার্বিক নিরাপত্তা
হোষ্টেল সুপার হোষ্টেলে অবস্থানরত ছাত্র বা চাকুরীজিবীদের আভ্যন্তরীন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। হোষ্টেল সংক্রান্ত বা আভ্যন্তরীন যে কোন বিষয়ে, যে কোন অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়। তবে হোষ্টেলের অবস্থানরত ছাত্র বা চাকুরীজিবীদের হোষ্টেল কর্তৃপক্ষ বাহিরের নিরাপত্তা নিশ্চিত করেন না।
সময়
হোষ্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে বাইরে অযথা আড্ডা বা সময় কাটানো, বেশী রাত করা ইত্যাদি করা যাবে না। প্রত্যেক ছাত্র বা বোর্ডারকে রাত ৯.০০-১১.০০ টার মধ্যে সবাইকে হোষ্টেলে ফিরতে হবে। বেশী দেরী হলে পূর্বে হোষ্টেল কর্তৃপক্ষকে জানিয়ে রাখতে হবে বা মোবাইল ফোনে জ্ঞাত করাতে হয়
হোষ্টেল কর্তৃপক্ষ কর্তৃক সচেতন অভিভাবকের দায়ত্ব পালন
-
হোষ্টেল কর্তৃপক্ষ হোষ্টেলে অবস্থানরত ছাত্র / চাকুরীজিবীদের সচেতন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
আত্মীয় / দেশের বাড়ী
-
দেশের বাড়ী বা কোন আত্মীয় এর বাসায় কয়েক দিনের জন্য বেড়াতে যাওয়ার প্রয়োজনে হোষ্টেল কর্তৃপক্ষকে অবশ্যই জানাতে হবে। সংশ্লিষ্ট বিষয় তখন নির্দিষ্ট করা হয়।
-
বোর্ডার বা ছাত্রের কোন নিকট আত্মীয় বা দেশের লোক বেরাতে আসলে হোষ্টেল ২/১ দিন থাকতে পারে। এজন্য কোন বেশী চার্জ পরিশোধ করতে হয়না
প্রয়োজনীয় তথ্য
-
এখানে টাকা-পয়সা, গয়না রাখার কোন ব্যবস্থা নেই। বা অসাবধানতা বশত: মূল্যবান জিনিষ হারিয়ে গেলে হোষ্টেল কর্তৃপক্ষকে দায়ী থাকবে না।
-
হলরুমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে।
-
হোষ্টেলের কম্পিউটার সুবিধা নেই। তবে হোষ্টেল কর্তৃপক্ষকে জানানো সাপেক্ষে ছাত্র / চাকুরীজিবীদের প্রয়োজনে কম্পিউটার কম্পিউটার ব্যবহার করতে পারে।
০৬ মে, ২০১২