ঢাকার নটরডেম কলেজে পড়াশোনা করা সনাতন ধর্মের অনুসারী ছাত্রদের থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে শ্রী বিবেকান্দ বিদ্যার্থী ভবনে। শ্রী বিবেকান্দ বিদ্যার্থী ভবন হিন্দু মেধাবী ছাত্রদের আবাসন সমস্যা সমাধানে বেসরকারী উদ্যোগে ১৯৫৮ সালে যাত্রা শুরু করে।
অবস্থান
দৈনিক ইত্তেফাক মোড় থেকে ২০ গজ পূর্বে রাস্তার দক্ষিণ পাশে এর অবস্থান।
ঠিকানা
২৭, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা- ১২০৩।
ফোন- ০২-৯৫৫৩৭০৩, ৯৫৬৪০৫৫
ওয়েব- www.rkmdhaka.org
বিদ্যার্থী ভবন
-
এই আশ্রমটির দুইতলা ভবনে মোট ২২টি রুম রয়েছে।
-
আশ্রমের ভবনে প্রশস্ত বারান্দা রয়েছে।
-
প্রত্যেকটি রুম ১৮০ বর্গফুট।
সিট বুকিং
-
সিট পাওয়ার জন্য নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র হতে হয়। বয়স ১৬ থেকে ১৯ বছর হতে হয়। তবে এখানে নটরডেম কলেজের বাইরের কোন ছাত্রকে রাখা হয় না।
-
নটরডেম কলেজে ভর্তি হওয়ার পর নটরডেম কলেজের মাধ্যমে যোগাযোগ করতে হয়। এছাড়া আশ্রমে সিট পাওয়ার জন্য আশ্রম অফিসে যোগাযোগ করতে হয়। অফিসের টেলিফোনে যোগেযোগ করলেও হয়।
-
প্রতি বছর কলেজের ভর্তি সময়ের পরে আশ্রমের সিট বুকিংয়ের জন্য সার্কুলার দেওয়া হয়।
সিট বাতিল
-
সিট বাতিলের জন্য ১ মাস আগে কর্তৃপক্ষকে জানাতে হয়। তবে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে সিট ছেড়ে দিতে হয়।
রুম ও সিট ভাড়া
-
মেস কর্তৃপক্ষ খাট, তোষক, চেয়ার, টেবিলসহ সব ধরনের আসবাবপত্র সরবরাহ করে থাকে। এর জন্য কোন চার্জ দিতে হয় না।
-
টাকা, গহনা ও মোবাইল রাখার জন্য আলাদা কোন লকার নেই।
-
প্রতিরুমে ৪ জন করে থাকে। এখানে ২ ধরনের বেড রয়েছে। কোন বেডে ২ জন আবার কোন বেডে ১ জন করে থাকতে পারে।
-
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আছে।
-
সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন থাকে।
-
মন্দিরে গিয়ে অথবা নিজ রুমে বসে ছাত্ররা প্রার্থনা করতে পারে।
বিল পরিশোধ
-
প্রতি মাসের ৫ তারিখের মধ্যে আশ্রমের টাকা পরিশোধ করতে হয়। এখানে কোন আলাদা রেজিঃ ফি দিতে হয় না।
-
প্রতি মাসের ভাড়া অফিসে নগদ পরিশোধ করতে হয়।
-
প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে বিল পরিশোধ করতে হয়।
-
এই প্রতিষ্ঠান থেকে ২০০ গজ দক্ষিণে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথ রয়েছে।
খাওয়া-দাওয়া
-
ডাইনিং রুম রয়ছে। এখানে সকল ছাত্ররা বসে খাওয়া-দাওয়া করতে পারে।
-
এই আশ্রমের সকাল ৭ টা, দুপুর ১২টা ও রাত ৮ টায় খাবার পরিবেশন করা হয়।
-
থাকা-খাওয়ার জন্য মাসে ২,৫০০ টাকা দিতে হয়।
মেহমান
-
এই আশ্রমে মেহমান থাকার কোন ব্যবস্থা নেই।
-
তবে অভিভাবকগণ এসে সন্তানদের দেখে যেতে পারেন।
অন্যান্য
-
এখানে কোন টিভি নেই। ছাত্ররা কম্পিউটার ব্যবহার করতে পারে। তবে উচ্চস্বরে মিউজিক শোনা যায় না।
-
ফ্রিজ/ ঠান্ডা পানির ব্যবস্থা নেই।
-
কোন ছাত্র অসুস্থ হলে আশ্রমের যে সকল ডাক্তার আছেন তারা পরামর্শ দিয়ে থাকেন।
-
রাতে ১২ টার পর কেউ পড়তে চাইলে তাকে নিজস্ব টেবিল ল্যাম্প জ্বালিয়ে নিতে হয়।
-
পানি, গ্যাস সব সময় পাওয়া যায়।
-
রাত ৮ টার মধ্যে আশ্রমে ফিরতে হয়।