ধ্রুপদ মেস হাউজটি ২০০৩ ইং সালে প্রতিষ্ঠিত হয়। পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশের কারণে এখানে ছাত্রদেরই থাকার ব্যবস্থা বেশী করা হয়।
অবস্থান
এই মেসটি ফার্মগেটের আনন্দ / ছন্দ সিনেমার মূল গেটের রাস্তার অপর পাশের গলির প্রথমেই অবস্থিত।
ঠিকানা
১০৩/২, গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা- ১২১৫।
মোবাইল- ০১৭১৫-৯৪১৪৭৫
ভবন
-
এই ভবনটি ৪র্থ তলা বিশিষ্ট।
-
কোন বারান্দা নেই।
-
প্রতিটি রুমে ১ টি করে মোট ৭ টি টয়লেট ব্যবস্থা রয়েছে।
-
অগ্নি নির্বাপণের ব্যবস্থা রয়েছে।
-
আলাদা ডাইনিং রুম নেই।
-
গড়ে প্রতিটি রুমের দৈর্ঘ্য ৮-১০ হাত, প্রস্থ ৬-৭ হাত।
-
প্রতিরুমে ৪-৫ জন এবং প্রতিবেডে দুই জন করে থাকতে পারে।
বুকিং, ভাড়া ও অন্যান্য খরচ
-
মেসে সিট পাওয়ার জন্য মেস সুপারের সাথে যোগাযোগ করতে হয়।
-
সিট পাওয়ার জন্য মাসের ১০ তারিখের মধ্যে যোগাযোগ করতে হয়।
-
অগ্রিম হিসেবে ফেরৎযোগ্য ৩,০০০ টাকা দিতে হয়।
-
সিটি পাওয়ার জন্য বয়সের ধরাবাধা কোন নিয়ম নেই।
-
সিট বুকিং নেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র বা শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রের পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হয়।
-
থাকা-খাওয়ার জন্য প্রতিমাসে জনপ্রতি ৫,০০০ টাকা দিতে হয়।
-
পত্রিকা, বুয়া ও সিকিউরিটির জন্য আলাদা বিল দিতে হয় না।
-
ভাড়া প্রতিমাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
-
বিলম্ব হলে জরিমানা বাবদ প্রতিদিন ১০০ টাকা হারে দিতে হয়।
-
মেহমানের জন্য প্রতিমিল ৩০ টাকা হারে দিতে হয়।
খাবারের তালিকা
বার
|
সকাল
|
দুপুর
|
রাত
|
শনিবার
|
ভাত, ভর্তা, ডাল
|
ভাত, মাছ, ডাল
|
ভাত, সবজি, ডিম
|
রবিবার
|
সবজি, খিচুড়ী
|
ভাত, ডিম, ডাল
|
ভাত, মুরীগন্ঠ
|
সোমবার
|
ভাত, ভাজি, ডাল
|
ভাত, মাংস, ডাল
|
ভাত, সবজি, ডাল
|
মঙ্গলবার
|
ভাত, ভর্তা, ডাল
|
ভাত, শাক, মাছ
|
ভাত, ডিম, ডাল
|
বুধবার
|
ভাত, ভাজি, ডাল
|
ভাত, মাংস, ডাল
|
ভাত, মাংস, ডাল
|
বৃহস্পতিবার
|
ভাত, ভর্তা, ডাল
|
ভাত, শাক, মাছ
|
ভাত, ডিম, ডাল
|
শুক্রবার
|
সবজি, খিচুড়ী
|
ভাত, মাংস, ডাল
|
ভাত, ডিম, ডাল
|
সেবা (সার্ভিস)
-
টিভি দেখার জন্য আলাদা রুম রয়েছে।
-
মেসে সকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রধান দরজা খোলা থাকে।
-
অসুস্থ হলে বা অন্য কোন বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাত ১১ টার পর মেস থেকে বের হওয়া যাওয়া
-
মেসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বক্ষনিক সিকিউরিটি গার্ড রয়েছে।
-
বুয়ার মাধ্যমে রুমগুলো প্রতিদিন পরিষ্কার করা হয়।
-
মেস কর্তৃপক্ষ খাট, টেবিল, চেয়ার ও ফ্যান সরবরাহ করে।
-
সার্বক্ষনিত পানি, গ্যাস ও বিদ্যুৎ ব্যবস্থা।
-
লোডশেডিং এর সময় শুধুমাত্র মেসের নিজস্ব ইউপিএস এর মাধ্যমে শুধু লাইট জ্বালানো যায়।
-
এখানে ডিশের লাইনও রয়েছে।
-
সারারাত টেবিল ল্যাম্প জ্বালানো যায়।
-
মেসের নিজস্ব ফ্রিজ রয়েছে।
-
বিবিধ
-
টাকা, গহনা ও মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হয়।
-
নামাজের জন্য আলাদা কোন ঘর নেই।
-
নিজ রুমে বসে খাওয়া-দাওয়া করতে হয়। ব্যক্তিগতভাবে রান্না করতে চাইলে সেক্ষেত্রে নিজের থাকা-বাসন লাগবে।
-
সিট বাতিলের জন্য চলতি মাসের ৫ তারিখের পূর্বেই কর্তৃপক্ষকে জানাতে হয়। অগ্রিমের টাকা পুরোটাই ফেরত দেয়া হয়।