ঢাকা প্রোটিন হাউজ ছাত্রাবাসটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত। এখানে শুধু ছাত্রদের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে ব্যবসায়ী বা চাকুরীজীবি রাখা হয় না।
অবস্থান
পূর্ব রাজা বাজার গ্রীনরোডে গ্রীন সুপার মার্কেটের পেছনে ঢাকা প্রোটিন হাউজ ছাত্রাবাসটি অবস্থিত।
ঠিকানা
৫১, পূর্ব রাজা বাজার, গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা- ১২১৫
মোবাইল- ০১৯২৩-৪২৩২৭৯, ০১৭১৭-৫২৪৭২৮
ভবন
-
মেসটি ৩ তলা বিশিষ্ট ।
-
২য় ও ৩য় তলায় বোর্ডার রাখা হয়।
-
প্রতি ফ্লোরে ৪ টি করে টয়লেট আছে। দুই ফ্লোর মোট ৮ টি টয়লেট রয়েছে।
-
প্রত্যেক ফ্লোরে ২ টি করে বারান্দা আছে।
-
এখানে পানি মূলত সব সময়ই পাওয়া যায়। তবে যদি কোন সময় বিদ্যুৎ সরবরাহে বিলম্ব হয় তাহলে পানি সরবরাহ করতেও কর্তৃপক্ষের সমস্যার মধ্যে পড়তে হয়।
-
এখানে প্রত্যেক রুমের আয়তন ২০০০ বর্গমিটার।
-
প্রতি রুমে ২ জন করে বোর্ডার থাকার ব্যবস্থা রয়েছে। এখানে সিঙ্গেল ও ডাবল বেড আছে।
-
এখানে খাওয়া দাওয়ার ডাইনিং রুম আছে।
-
ফ্লোরগুলো সাধারণ এবং দেয়াল হোয়াইট ওয়াশ করা
বুকিং, ভাড়া ও অন্যান্য খরচ
-
হোষ্টেলে সিট পাওয়ার জন্য ছাত্রাবাসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হয়। ম্যানেজারের মোবাইল নম্বর- ০১৯২৩-৪২৩২৭৯
-
সিট পাওয়ার জন্য কমপক্ষে ১৫ দিন পূর্বে যোগাযোগ ও বুকিং দিতে হয়।
-
বুকিং এর সময় এক মাসের ভাড়ার ৫০% টাকা অগ্রীম হিসেবে প্রদান করতে হয়। আলাদা রেজিঃ ফি বা ভর্তি ফি নেই।
-
সিট পাওয়ার জন্য বয়স ১৮ বছর হতে হবে এবং সাথে জাতীয় পরিচয়পত্র বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রের ১ কপি ফটোকপি জমা দিতে হয়।
-
এখানে থাকা-খাওয়ার জন্য প্রতি মাসে ১ জনকে ৬,০০০ টাকা দিতে হয়।
-
প্রতি মাসের ৫ তারিখের মধ্যে চলতি মাসের ভাড়ার টাকা নগদে পরিশোধ করতে হয়।
-
এখানে পত্রিকা, বুয়া এবং সিকিউরিটি বাবদ আলাদা কোন চার্জ নেই।
খাবার মেনু
-
সকাল বেলা ভাত, ভর্তা, ভাজি এবং ডাল।
-
দুপুর বেলা ভাত, সবজি, ডিম / মাছ এবং ডাল।
-
রাত্রের বেলা ভাত, সবজি, ডিম / মাছ এবং ডাল।
-
সপ্তাহের শুক্রবার ও শনিবার দুপুর ও রাতে গরুর / মুরগীর মাংস খাওয়ানো হয়।
সুবিধা
-
বোর্ডারের সাথে কোন মেহমান দেখা করতে আসলে সর্বোচ্চ ৭ দিন থাকতে পারে।
-
কোন বোর্ডার অসুস্থ হলে নিজ দায়িত্বে চিকিৎসা নিতে হয়।
-
হোষ্টেলটির প্রধান দরজা সকাল ৬.০০ থেকে রাত ১২.০০ টা পর্যন্ত খোলা থাকে।
-
রাত সাড়ে ১১ টার পর থেকে সারারাত টেবিল ল্যাম্প ব্যবহার করার অনুমতি আছে।
-
নিরাপত্তার জন্য বিল্ডিং এর নীচে সর্বদা দারোয়ান থাকে।
-
রুমের খাট, টেবিল, চেয়ার, ফ্যান মেস কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
-
কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যক্তিগত টিভি এবং কম্পিউটার ব্যবহার করা যায়। এজন্য আলাদা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়।
বিবিধ
-
সিট বাতিলের জন্য কমপক্ষে ১ মাস পূর্বে কর্তৃপক্ষকে জানাতে হয়।
-
টিভি ব্যবহার নিষিদ্ধ। অন্যের সমস্যা হবে এমনভাবে সাউন্ড করা বা বাজানো যাবে না।
-
নামাজের জন্য আলাদা ঘর নেই।
-
টাকা, গহনা, মোবাইল বোর্ডারের নিজ দায়িত্বে রাখতে হয়।