ফার্মগেট এলাকার মেসগুলোর মধ্যে একটি হল মিলেনিয়াম ছাত্রাবাস। এই মেসটিতে শুধুমাত্র ছাত্রদের থাকার ব্যবস্থা রয়েছে।
অবস্থান
মনিপুরী পাড়া ১ নং গেট থেকে ১০০ গজ পশ্চিম দিকে ডাচ বাংলা ব্যাংক ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এটিএম বুথের বিপরীত পাশে এই ছাত্রাবাসটি অবস্থিত।
ঠিকানা
মিলেনিয়াম ছাত্রাবাস
১২৬/২, মনিপুরীপাড়া, চতুর্থ তলা, ফার্মগেট, ঢাকা।
মোবাইল: ০১৭১৭৯৯৮৩১১
মেস ভবন
-
মেস ভবনটি ৬ তলা বিশিষ্ট
-
৪র্থ তলা থেকে ৬ষ্ঠ তলা পর্যন্ত বোর্ডার রাখা হয়
সিট বুকিং
-
মেসে সিট খালি থাকা সাপেক্ষে ১ মাস আগে সিট পাওয়ার জন্য ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করতে হয়।
-
যোগাযোগের নাম্বার: ০১৭১৭৭৫১৮১৮, ০১৭১৭৯৯৮৩১১
-
সিট বুকিং এর সময় ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হয়।
-
সিট বুকিং এর সময় চলতি মাসের ভাড়া অগ্রীম পরিশোধ করতে হয়।
রুম গুলো
-
একক রুম
-
২ সিটের রুম
-
৩ সিটের রুম
-
৪ সিটের রুম
সিট ভাড়া
-
একক রুমের মাসিক ভাড়া ৬,০০০ টাকা
-
২ সিটের রুমের মাসিক ভাড়া ৪,৭০০ টাকা
-
৩ সিটের রুমের মাসিক ভাড়া ৪,০০০ টাকা
-
৪ সিটের রুমের মাসিক ভাড়া ৩,৫০০ টাকা
খাওয়া দাওয়া
-
এই মেসটিতে খাওয়ার ব্যবস্থা রয়েছে।
-
আলাদা কোন ডাইনিং রুম নেই। রুমে খাবার সরবরাহ করা হয়।
-
বোর্ডার কর্তৃক নিজ দায়িত্বে রান্না করার কোন ব্যবস্থা নেই।
-
খাবারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না। খাবারের বিল রুম ভাড়ার সাথে সংযুক্ত।
-
প্রতি মাসে বুয়ার বিল বাবদ ২৫০ টাকা প্রদান করতে হয়।
খাবার মেনু
-
সকাল: ভাত, সবজি, ডাল
-
দুপুর: ভাত, মাছ/মাংস, ডাল
-
রাত: ভাত, মাছ/মাংস, ডাল
-
প্রতি মাসের যে কোন শুক্রবার বিরিয়ানী পরিবেশন করা হয়।
রুমের আসবাবপত্র
-
মেস কর্তৃপক্ষ রুমের খাট, চেয়ার-টেবিল সরবরাহ করে থাকে।
-
এজন্য আলাদাভাবে ২,০০০ টাকা চার্জ প্রদান করতে হয়।
-
সিট বাতিলের সময় এই টাকা ফেরত প্রদান করা হয় না।
সিট বাতিল
-
সিট বাতিলের জন্য ন্যূনতম ১ মাস আগে জানাতে হয়।
ভাড়া পরিশোধ
-
এই মেসের সকল প্রকার বিল নগদ টাকায় পরিশোধ করতে হয়।
-
প্রতি মাসের ভাড়া মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
-
বিশেষ কারণে ১০ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়।
প্রবেশ ও বাহির
-
সকাল ৬.০০ টা থেকে রাত ১২.০০ পর্যন্ত মেসের গেট খোলা থাকে।
-
রাত ১২.০০ টার মধ্যে অবশ্যই মেসে প্রবেশ করতে হয়।
-
জরুরী প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাত ১২.০০ টার পর মেসের গেট খোলা হয়।
মেহমান এলে
-
কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পুরুষ মেহমান সর্বোচ্চ ১ দিনের জন্য মেসে রাখা যায়।
-
খাওয়া দাওয়া ও অন্যান্য নিজ দায়িত্বে ব্যবস্থা করতে হয়।
টয়লেট
-
প্রতি ফ্লোরে ৪ টি করে মোট ১২ টি টয়লেট রয়েছে।
বিবিধ
-
বিদ্যুৎ থাকা সাপেক্ষে ২৪ ঘন্টাই পানি সরবরাহ করা হয়।
-
টাকা-পয়সা, মোবাইল বা মূল্যবান জিনিস নিজ দায়িত্বে রাখতে হয়। এসবের জন্য লকার ব্যবস্থা নেই।
-
টিভি, কম্পিউটার, ইন্টারনেট ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হয়। এগুলোর বিল বোর্ডারকে আলাদাভাবে পরিশোধ করতে হয়।