৩৫ নং কলেজ এরিয়া মেসটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত। এখানে ছাত্র, পুরুষ চাকুরিজীবী এবং পুরুষ ব্যবসায়ী থাকার ব্যবস্থা রয়েছে।
অবস্থান
৩৫ নং কলেজ এরিয়া মেসটি নিউমার্কেট কাঁচা বাজারের পশ্চিমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিল্পি শাহনেওয়াজ হলের পূর্ব পাশে অবস্থিত। ।
ঠিকানা
৩৫ নং কলেজ এরিয়া, নিউমার্কেট, ঢাকা- ১২০৫
মোবাইল নম্বর: ০১৭১৪-৯৮৬২৪৭
ভবন
-
মেসটি পাশাপাশি ৫ তলা এবং ২ তলা বিশিষ্ট ২ টি ভবন জুড়ে অবস্থিত।
-
৫ তলা ভবনের কোন বারান্দা নেই। তবে ২ তলা ভবনটিতে একটি ঝুলন্ত বারান্দা থাকলেও সেটি ব্যবহার করা যায় না।
-
প্রতি ফ্লোরে ২ টি করে টয়লেট আছে। দুই ভবন মিলিয়ে মোট ১৪ টি টয়লেট রয়েছে। ৫ তলা ভবনে ১০ টি এবং ২ তলা ভবনে ৪ টি করে টয়লেট আছে।
-
এখানে পানি মূলত সব সময়ই পাওয়া যায়। তবে যদি কোন সময় বিদ্যুৎ সরবরাহে বিলম্ব হয় তাহলে পানি সরবরাহ করতেও কর্তৃপক্ষের সমস্যার মধ্যে পড়তে হয়।
-
৫ তলা ভবনে মোট ৭০ টি রুমের মধ্যে ৬০ টি রুমের আয়তন (১২×১৪) বর্গফুট এবং বাকি ১০ টির আয়তন (১০×১২) বর্গফুট।
-
এছাড়া ২ তলা ভবনের ১০ টি রুমের আয়তন (১২×১০) বর্গফুট।
-
প্রতি রুমে ৫ জন করে বোর্ডার থাকার ব্যবস্থা রয়েছে। প্রতি বেডে একজন করে থাকার ব্যবস্থা রয়েছে।
-
এখানে কোন ডাইনিং রুম নেই। নিজের রুমের মধ্যেই খাওয়া-দাওয়া করতে হয়।
-
ছাত্র, চাকুরিজীবি এবং ব্যবসায়ীদের জন্য আলাদা আলাদা রুম রয়েছে।
বুকিং, ভাড়া ও অন্যান্য খরচ
-
হোষ্টেলে সিট পাওয়ার জন্য বিল্ডিং এর কেয়ারটেকারের সঙ্গে যোগাযোগ করতে হয়। কেয়ারটেকারের মোবাইল নম্বর- ০১৭১৪-৯৮৬২৪৭
-
সিট পাওয়ার জন্য কমপক্ষে ১৫ দিন পূর্বে যোগাযোগ ও বুকিং দিতে হয়।
-
বুকিং এর সময় এক মাসের সিট ভাড়া অগ্রীম হিসেবে প্রদান করতে হয়।
-
ওঠার সময় ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়।
-
সিট পাওয়ার জন্য নির্দিষ্ট কোন বয়সের শর্তাবলী নেই।
-
সিঙ্গেল বেডে থাকার জন্য ১৫০০ টাকা এবং ডাবল বেডে থাকার জন্য ১২০০ টাকা প্রদান করতে হয়।
-
খাবার খরচ বোর্ডারদের নিজেদের উপর। খাবার তদারকির জন্য প্রতি মাসে মেসে একজন করে ম্যানেজার সিলেকশন করা হয়। সেই বোর্ডারদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তিন বেলা খাবারের ব্যবস্থা করে থাকে।
-
প্রতি মাসের ৫ তারিখের মধ্যে চলতি মাসের ভাড়ার টাকা নগদে পরিশোধ করতে হয়।
-
প্রত্যেক বোর্ডারকে পত্রিকা বাবদ ২৫ টাকা, বুয়া বাবদ ২২০ টাকা এবং সিকিউরিটি বাবদ ৫৫ টাকা হারে প্রদান করতে হয়।
খাবার মেনু
-
সকাল বেলা ভাত, ভর্তা, ভাজি এবং ডাল।
-
দুপুর বেলা ভাত, সবজি, ডিম / মাছ এবং ডাল।
-
রাত্রের বেলা ভাত, সবজি, ডিম / মাছ এবং ডাল।
-
সপ্তাহের শুক্রবার ও শনিবার দুপুর ও রাতে গরুর / মুরগীর মাংস খাওয়ানো হয়।
সুবিধা
-
বোর্ডারের সাথে কোন মেহমান দেখা করতে আসলে সর্বোচ্চ ৫ দিন থাকতে পারে।
-
কোন বোর্ডার অসুস্থ হলে নিজ দায়িত্বে চিকিৎসা নিতে হয়।
-
হোষ্টেলটির প্রধান দরজা সকাল ৬.০০ থেকে রাত ১.০০ টা পর্যন্ত খোলা থাকে।
-
নিরাপত্তার জন্য বিল্ডিং এর নীচে সর্বদা দারোয়ান থাকে।
-
রুমের খাট, টেবিল, চেয়ার, ফ্যান মেস কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
-
কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যক্তিগত টিভি এবং কম্পিউটার ব্যবহার করা যায়। এজন্য আলাদা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়।
বিবিধ
-
খাওয়া দাওয়ার জন্য আলাদা ডাইনিং নেই। প্রত্যেকে ঘরে বসে খাবার গ্রহণ করতে হয়।
-
নিজে ব্যক্তিগতভাবে রান্না করলে উপকরণ সংগ্রহ করতে হয়।
-
এখানে কোন হলরুম নেই।
-
সিট বাতিলের জন্য কমপক্ষে ১ মাস পূর্বে কর্তৃপক্ষকে জানাতে হয়।
-
আলোচনা সাপেক্ষে চলে যাওয়ার সময় অগ্রীম থেকে কিছু টাকা কেটে রাখা হয়।
-
নামাজের জন্য আলাদা ঘর নেই।
-
টাকা, গহনা, মোবাইল বোর্ডারের নিজ দায়িত্বে রাখতে হয়।
এটিএম বুথ
-
এই মেস থেকে ৩০০ গজ পশ্চিমে বিডিআর ৩ নং গেটের পাশে ডাচ্ বাংলা ব্যাংক এর একটি বুথ আছে।
-
এছাড়া এই মেস থেকে ১০০ গজ পূর্বে ব্রাক ব্যাংকের একটি ও ডাচ্ বাংলা ব্যাংক এর একটি বুথ আছে।