ঢাকার কর্মব্যস্ত বাবা-মায়ের সন্তান পালনে দুশ্চিন্তা লাঘবে সরকারী-বেসরকারী উদ্যোগে যে’কয়টি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে অ্যাড্রয়ট ডে কেয়ার সেন্টার অন্যতম।
অবস্থান
ধানমন্ডি ৯/এ, রোডে অবস্থিত ইবনে সিনা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর দক্ষিণ পাশে অবস্থিত।
ঠিকানা
বাড়ি# ৪৬, রোড# ৯/এ, ধানমন্ডি, ঢাকা- ১২০৯
ফোন- ০২-৮১৫৪৫৮১, ০২-৯১৪৩৯৭৪
মোবাইল- ০১৭১১-১৬৭২৪৬, ০১৭৩১-৫১৫৫১১
ই-মেইল- [email protected]
ওয়েবসাইট- www.adroitedu.com
ভর্তি প্রক্রিয়া
-
এই ডে কেয়ার সেন্টারে ২-৬ বছরের শিশুরা ভর্তি হতে পারে।
-
শিফট ২ টি। কিন্তু বর্তমানে চালু রয়েছে ১টি। শিফটের ব্যাপ্তিকাল সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
-
মাসিক চার্জ নগদে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যায়।
-
প্রথম মাসের বেতনসহ ভর্তি ফি ৩,৫০০ টাকা।
-
প্রতি মাসের বেতন ২,২৯৯ টাকা।
ডে কেয়ার সেন্টারের বর্ণনা
এই ডে কেয়ারটি ২ তলা বিশিষ্ট। এখানে ডে কেয়ারের সাথে স্কুল ও কোচিং চালু রয়েছে।
বেডরুম ১ টি, ক্লাসরুম ডে কেয়ারের জন্য ২ টি, ওয়াশরুম ২ টি, খেলার রুম ১টি, আরো ৮ টি রুম রয়েছে।
খাবার
-
প্রতিষ্ঠান থেকে কোন প্রকার খাদ্যদ্রব্য সরবরাহ করা হয় না। বাচ্চাদের বাসা থেকে যেটা দিয়ে যায় ওটা খাওয়ানো হয়।
-
বাসা থেকে পিতা-মাতা যে সকল খাবার দিয়ে যান তা যদি গরম করার প্রয়োজন হয় সেক্ষেত্রে করে দেওয়া হয়। তবে ডাক্তারের পরামর্শ মতে খাবার দেওয়ার কথা বলা হয়ে থাকে।
বাচ্চাদের সাথে সাক্ষাৎ
বাচ্চাদের সাথে অভিভাবকরা যেকোন সময় দেখা করতে পারেন। মা-বাবা ছাড়া যদি অন্য কেউ বাচ্চা নিয়ে যেতে চায় সেক্ষেত্রে বাচ্চার পিতা-মাতার সাথে যোগাযোগ করতে হয়। যদি অভিভাবক ঐ ব্যক্তির কাছে দিতে বলেন তাহলে দেয়া হয়।
বাচ্চাদের যত্ন
বাচ্চারা বেশী দুষ্টমী করলে সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের খেলনা, কম্পিউটার গেম খেলতে দেওয়া হয়। কিছু খাবার খাওয়ানোর প্রক্রিয়া অনুসরণ করা হয়। আর তাতে না হলে বাবা-মাকে খবর দেওয়া হয়।
ড্রেসকোড ও ক্লাস
-
কালো প্যান্ট, সাদা শার্ট।
-
সাধারণত ক্লাস সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে। ক্লাসের ব্যাপ্তিকাল ২ ঘন্টা। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
শিক্ষক
সেন্টারে ১০ জন শিক্ষক রয়েছেন। তবে এই প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখা রয়েছে, প্রয়োজনে সেখান থেকে শিক্ষক নিয়ে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের প্রায় সকল শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত।
পড়ানো ও শিক্ষা উপকরণ
-
এখানে শিশুদের অক্ষর জ্ঞান দেওয়া হয়। ছোট বাচ্চাদের ভর্তি সংক্রান্ত অক্ষর জ্ঞান ৩, ৪ ও ৫ বছরের বাচ্চাদের প্লে গ্রুপে ভর্তি করে দেওয়া হয়।
-
ছোট মাটির খেলনা, প্লাষ্টিক খেলনা, দোলনা, কম্পিউটার গেমস, বেলুন, ঘোড়া ও পাখিসহ বিভিন্ন পশুপাখির বিভিন্ন ধরনের খেলনা রয়েছে।
-
শিক্ষা উপরকরণ সমূহ যেমন- বই, খাতা, পেনসিল, রাবার ও যাবতীয় সবকিছু প্রদান করা হয়।
অসুস্থ হলে
কোন দূর্ঘটনা ঘটলে বা অসুস্থ হলে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর তার মা-বাবাকে খবর দেওয়া হয়।
অন্যান্য
-
ডে কেয়ারের ভেতরে কৃত্রিম আলো।
-
যদি বাচ্চার মা-বাবা বা অভিভাবকগণ টাকা দিয়ে যান সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা খাবার কিনে এনে বাচ্চাদের খাওয়ান।
-
এখানে ৫ জন পরিচর্যাকারী ও ২ জন গার্ড রয়েছেন।