নিরাপত্তাকর্মী নিয়োগ না করে আউটসোর্সিং এর প্রবণতা বাড়ার সাথে ঢাকায় সিকিউরিটি গার্ড এজেন্সীর সংখ্যাও বাড়ছে। ISSL এরকম একটি সংস্থা। গুলশানের অফিস ছাড়া এদের আর কোথাও কোন শাখা নেই। এটি একটি নিবন্ধিত কোম্পানী।
অবস্থান ও ঠিকানা
গুলশান-১ এ অবস্থিত সাউথ ইষ্ট ব্যাংক থেকে ৫০০ গজ পূর্বে ও গুলশান আজাদ মসজিদ থেকে ১০০০ গজ পূর্ব পাশে এটি অবস্থিত।
ঠিকানা-বাড়ি# ৩৪, রোড# ১১৭, গুলশান- ১, ঢাকা।
ফোন- ০২-৮৮৩২৪৪১
ই-মেইল- [email protected]
নিরাপত্তা সদস্য সরবরাহের পদ্ধতি
নিরাপত্তাকর্মী নেবার জন্য সরাসরি অফিসে এসে লিখিত চুক্তি করতে হয়। এসময় প্রহরীর মাসিক বেতনের ২৫% অগ্রীম দিতে হয়। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী গার্ড সরবরাহ করা হয়।
অফিসে এসে কর্তৃপক্ষের সাথে চুক্তিপত্র সম্পন্ন করতে হয় এবং গ্রাহক প্রতিষ্ঠানকে নিরাপত্তা প্রহরীর মাসিক বেতনের ২৫% অগ্রীম প্রদান করতে হয়। এসময় অন্তত এক সপ্তাহের জন্য চুক্তি করতে হয় এবং তিন দিনের মধ্যে প্রহরী সরবরাহ করা হয়। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী প্রহরী দেয়া হয়। কোন মহিলা প্রহরী নিয়োগ দেয়া হয় না। গার্ডদের খাওয়ার দায়িত্ব নিজেদেরই নিতে হয়। তবে যে প্রতিষ্ঠানে তাদের কাজ দেয়া হয়, সাধারণত সে প্রতিষ্ঠানেই থাকার ব্যবস্থা করা হয়, সেটা সম্ভব না হলে বাসা ভাড়ার অর্ধেক নিরাপত্তা কোম্পানীটি দিয়ে থাকে।
প্রহরীদের বেতন ও পোশাক
প্রহরীদের মাসিক বেতন সাত হাজার টাকা। যা নিরাপত্তা কোম্পানী দিয়ে থাকে। এছাড়া বছরে দু’বার ২ হাজার টাকা করে বোনাস দেয়া হয়। প্রহরীদের পোশাক কোম্পানীর পক্ষ থেকে দেয়া হয়ে থাকে।
প্রহরীদের প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা ও বয়স
প্রহরীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম ৮ম শ্রেণী। প্রহরী নিয়োগের সময় কিছু নির্দেশনা ছাড়া অন্য কোন প্রশিক্ষণ দেয়া হয় না। তবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অভিজ্ঞ কর্মী আছেন এমন স্থান নতুন নিয়োগপ্রাপ্তদের রাখা হয়।
বর্তমান গ্রাহক
বর্তমানে এই প্রতিষ্ঠানের কর্পোরেট গ্রাহকের মধ্যে আছে, বসুন্ধরা গ্রুপ, আমিন মোহাম্মদ রিয়েল এষ্টেট, বসুধা হাউজিং প্রকল্প, মেঘনা গ্রুপ এবং নাভানা গ্রুপ। এছাড়া যেকোন অনুষ্ঠান, কনষ্ট্রাকশন প্রজেক্ট ও গৃহনিরাপত্তার জন্যও নিরাপত্তাকর্মী দেয়া হয়।
অন্যান্য তথ্য
নিয়োগপ্রাপ্ত কোন প্রহরী কোন অন্যায় কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়লে প্রমাণ সাপেক্ষে তাকে এজেন্সী থেকে বহিষ্কার করা হয়। আবার কোন সদস্যকে রিপ্লেস করতে চাইলে এজেন্সীকে লিখিতভাবে কারণ দর্শানো সাপেক্ষে অবগত করতে হয়। পরে এজেন্সী ১ সপ্তাহের মধ্যে তাকে রিপ্লেস করে থাকে।