বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত রিগস ইন হোটেল ১৯৯৮ সাল থেকে যাত্রা শুরু করে। হোটেলের নিচতলায় অবস্থিত অনুসন্ধান ডেস্কে সার্বক্ষণিক দুই জন লোক দায়িত্ব পালন করে।
অবস্থান
গুলশান ১ এর পশ্চিম দিকে অবস্থিত পোস্ট অফিসের গলি দিয়ে ৫০ গজ এগিয়ে হাতের বাম পাশে রিগস ইন হোটেল অবস্থিত।
ঠিকানা
বাড়ি# ৯, রোড# ২৩/এ, গুলশান- ১, ঢাকা-১২১২।
ফোন-৮৮১৩৪৯৬, ৮৮২৭৩২২
ফ্যাক্স- +৮৮-০২-৮৮১১৮৮৫
ই-মেইল- [email protected]
ওয়েবসাইট- www.rigsinn.com
ভবন
-
হোটেলটি ৫ ফ্লোর বিশিষ্ট ভবনে অবস্থিত।
-
এখানে বোর্ডারদের থাকার জন্য ৩০ টি রুম রয়েছে।
-
শীতাতপ নিয়ন্ত্রিত রুম এবং সাথে অর্থোপেডিক বেড রয়েছে।
-
রয়েছে ২৪ ঘন্টা রুম সার্ভিস।
-
প্রত্যেক রুমে আলাদা মিনি ফ্রিজ, ওয়াল কার্পেটিং, সেফটি লকার এবং স্যাটেলাইটের সংযোগসহ এলসিডি টিভি।
-
উপরে ওঠা নামার জন্য সিঁড়ি ছাড়াও অনুসন্ধান ডেস্কের পিছনে দুটো লিফট রয়েছে।
বুকিং পদ্ধতি
-
স্ব-শরীরে এসে, ফোন ও ই-মেইলের সাহায্যে রুম বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে।
-
৩ দিন আগে বুকিং দিতে হয়।
-
ই-মেইলের মাধ্যমে করলে ফিরতে মেইলে বুকিং এর তথ্য জানিয়ে দেয়া হয়।
-
শীতকালে বেশী ভিড় হয়ে থাকে।
রুম ভাড়া
রুম ক্যাটাগরি
|
সিঙ্গেল
|
ডাবল
|
ডিলাক্স
|
ইউএস ৫৭
|
ইউএস ৬৯
|
সুপার ডিলাক্স
|
ইউএস ৬৯
|
ইউএস ৭৯
|
স্যুইট
|
ইউএস ১২০
|
রেষ্টুরেন্ট
-
হোটেলের নিচতলার পশ্চিম পাশে রেষ্টুরেন্টে অবস্থিত ।
-
এখানে ব্রেকফাষ্ট, লাঞ্চ ও ডিনারের জন্য থাই, চাইনিজ, ইউরোপিয়ান, ইংলিশ, ইন্ডিয়ান ও কমপ্লেমেটরি খাবার পাওয়া যায়।
-
খাবারের মেনু অনুযায়ী মূল্য নির্ধারিত হয়ে থাকে।
-
রুম ভাড়ার সাথে ব্রেকফাষ্ট যুক্ত থাকে।
-
রেস্টুরেন্ট সুবিধার ক্ষেত্রে নন বোডাররা বোডারদের মত একই ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে।
অন্যান্য সুবিধা
-
হোটেলের প্রথম তলায় হেলথ ক্লাব এর ব্যবস্থা রয়েছে।
-
হেলথ ক্লাবটি শুধুমাত্র বোর্ডাররা ব্যবহার করে থাকে।
-
এখানে ইনডোর ও আউটডোর গেমস এর ব্যবস্থা রয়েছে।
-
স্কোয়াশ এবং টেনিস খেলার ব্যবস্থা রয়েছে।
-
অন কল-এ ডক্টর-এর ব্যবস্থা রয়েছে।
-
ভ্রমণের ব্যবস্থা রয়েছে।
-
এখানে দুটো কনফারেন্স রুম রয়েছে। ছোট রুমের প্রতিদিনের ভাড়া ৭,৫০০ টাকা এবং বড় রুমের প্রতিদিনের ভাড়া ১১,৫০০ টাকা।
-
এখানে সভা, সেমিনার ও মেলার আয়োজন করার ব্যবস্থাও হয়ে থাকে। তবে এটার ভাড়া আলোচনা সাপেক্ষে হয়ে থাকে।
-
অতিথি এয়ারপোর্ট থেকে আনা নেওয়ার জন্য হোটেলের নিজস্ব দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত ১২ সিটের মাইক্রোবাস রয়েছে।
-
বোর্ডারের চাহিদা মতো এখান থেকে ২৪ ঘন্টার জন্য রেন্ট-এ-কার এর ব্যবস্থাও করা হয়ে থাকে। ঘন্টা প্রতি চার্জ ৫৫০ টাকা
বিবিধ
-
এখানে টাকা ও ডলারে বিল পরিশোধ করা যায়। এছাড়া মাষ্টার কার্ড, ভিসা কার্ড এবং দেশের সকল ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমেও বিল পরিশোধের ব্যবস্থা রয়েছে।
-
এখানে সুইমিং পুল, বার, ডিসকো এবং ফরেন মানি এক্সচেঞ্জের ব্যবস্থা নেই।
-
লোডশেডিং এর সময় নিজস্ব জেনারেটরের সাহায্যে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা হয়।
-
প্রত্যেক ফ্লোরের সিঁড়িতে ফায়ার এক্সিট এর ব্যবস্থা রয়েছে।
-
বিনোদনের জন্য স্যাটেলাইট সংযোগসহ এলসিডি টিভি চ্যানেল, ইন্টারনেট সার্ভিস এবং দৈনিক বাংলা ও ইংরেজী পত্রিকার ব্যবস্থা রয়েছে।