ঢাকার অভিজাত বারিধারা এলাকায় বেসরকারী ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত “হোটেল এসকট”। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন আবাসিক হোটেল। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। হোটেলটি ১৩ তলা বিশিষ্ট।
অবস্থান
আমেরিকান হাইকমিশন থেকে ৫০০ গজ দক্ষিণ দিকে এগিয়ে হাতের বাম পাশে এই হোটেলটি অবস্থিত।
ঠিকানা ও যোগাযোগ
হাউজ # ১৩, রোড # ৮, ব্লক # কে, বারিধারা, ঢাকা – ১২১২।
ফোন: ৯৮৮৫৫৫৩-৪, ৯৮৮৫৫৬১
ফ্যাক্স: ০২-৯৮৯৭৩৯৭
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.ascottdhaka.com
অনুসন্ধান ডেস্ক
হোটেল আগত ও অবস্থানরত বোর্ডারদের সহযোগিতা কল্পে হোটেলের প্রবেশ দ্বারের সাথেই অনুসন্ধান ডেস্ক অবস্থিত। সেখানে সার্বক্ষণিক ৩ জন অভ্যর্থনাকারী নিয়োজিত থাকেন।
হোটেলের সুবিধাসমূহ
-
রুম ভিত্তিক রিমোট কন্ট্রোল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
-
স্যাটেলাইট সংযোগ সহ এলসিডি রঙ্গীন টেলিভিশন।
-
আই ডি ডি টেলিফোন সুবিধা।
-
ওয়াই-ফাই সুবিধা সহ ইন্টারনেট সংযোগ।
-
অডিও সিস্টেম।
-
ঠান্ডা ও গরম পানি সুবিধা।
-
ফুল বাথ টাব ও শাওয়ার।
-
২৪ ঘন্টা রুম সার্ভিস।
-
২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
-
রুম ভিত্তিক মিনি ফ্রিজ।
-
সুইমিং পুল ও জিম।
-
ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা।
রুম সমূহ ও ভাড়া
এই বিলাসবহুল হোটেলটিতে এসকট সিঙ্গেল, এসকট ডিলাক্স, এসকট প্রিমিয়াম, এসকট প্রিমিয়াম টুইন, এসকট রয়েল সুইট, এসকট এক্সিকিউটিভ টুইন ক্যাটাগরির রুমের সমন্বয়ে মোট ৮৪ টি রুম রয়েছে। রুমগুলোতে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো হলো –
রুমের ধরন
|
ভাড়া (ইউএস ডলার)
|
এসকট সিঙ্গেল
|
১১০.০০ (++)
|
ডিলাক্স
|
১২০.০০ (++)
|
প্রিমিয়াম
|
১৪৫.০০ (++)
|
প্রিমিয়াম টুইন
|
১৬৫.০০ (++)
|
রয়েল সুইট
|
২০০.০০ (++)
|
এসকট এক্সিকিউটিভ
|
৩৩০.০০ (++)
|
এক্সট্রা বেড
|
২০.০০ (++)
|
(++) সকল রুমের ভাড়ার সাথে ১০% সার্ভিস চার্জ ও ১৫% ভ্যাট প্রযোজ্য।
অনুর্ধ্ব ৮ বছরের ২ জন শিশু পিতামাতার সাথে হোটেলে অবস্থান করতে পারবেন। এর জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না। তবে তাদের সকল খাবারের জন্য আলাদা চার্জ প্রদান করতে হয়।
রুম বুকিং
এই হোটেলের রুম বুকিং ব্যবস্থা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। হোটেলের ওয়েবসাইট www.ascottdhaka.com এই ঠিকানায় ভিজিট করে রিজার্ভেশন মেনুতে ক্লিক করলেই রুম বুকিং এর জন্য ফরম পাওয়া যাবে। সেখানে রুমের ধরন, রুমের নাম্বার, কয়জন বোর্ডার অবস্থান করবেন, সাথে কোন বাচ্চা থাকবে কিনা, বিশেষ কোন চাহিদা, চেক-ইন ও চেক-আউটের সম্ভাব্য তারিখ ও ব্যক্তিগত তথ্যাবলী সংযুক্ত পূর্বক সাবমিট করে রুমি বুকিংয়ের জন্য আবেদন করতে হয়। পরবর্তীতে বোর্ডারের বিভিন্ন দিক পর্যালোচনা ও বোর্ডারদের চাহিদাকৃত সুযোগ সুবিধা প্রদানে পারঙ্গম হলে এবং রুম খালি থাকা সাপেক্ষে হোটেল কর্তৃপক্ষ ফিরতি ম্যাসেজের মাধ্যমে রুম বুকিং নিশ্চিত করে থাকে। দেশী-বিদেশী সকল বোর্ডারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। এছাড়া ফোনের মাধ্যমে রুম বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। রুম বুকিংয়ের জন্য ০১৯২৬-৬৩৩৮৫৪ এই নাম্বারে যোগাযোগ করতে হয়।
বোর্ডার আপ্যায়ন ও খাওয়া-দাওয়া
নতুন আগত বোর্ডারদের হোটেল কর্তৃক ওয়েলকাম ড্রিংকস ও কফি দ্বারা আপ্যায়ন করা হয়। এছাড়া বোর্ডারদের নিয়মিত ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের জন্য সুপরিসর, পরিপাটি রেষ্টুরেন্ট সুবিধা বিদ্যমান। রেষ্টুরেন্টটি হোটেলের ১ম তলায় অবস্থিত। হোটেলে ইন্ডিয়ান, চাইনীজ খাবারের পাশাপাশি বাংলা খাবারও পরিবেশনের ব্যবস্থা রয়েছে। রুম ভাড়ার সাথে শুধুমাত্র ব্রেকফাস্ট সংযুক্ত। অন্যান্য খাবারের বিল বোর্ডারকে আলাদা পরিশোধ করতে হয়। নন-বোর্ডাররাও রেষ্টুরেন্ট সুবিধা ভোগ করতে পারেন। তবে রাত ১০.৩০ টা পর্যন্ত। আর বোর্ডারদের জন্য রেষ্টুরেন্টটি ২৪ ঘন্টাই খোলা। বোর্ডার ও নন-বোর্ডার সকল ক্ষেত্রে খাবারের মূল্য একই। বোর্ডারগন চাইলে রুম সার্ভিস সুবিধা গ্রহণ করতে পারেন।
পরিবহন সুবিধা
বোর্ডার চাইলে এয়ারপোর্ট টু হোটেল যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা করা হয়ে থাকে। অবশ্য এর জন্য আলাদা চার্জ প্রদান করতে হয়। এছাড়া অন্য কোন প্রয়োজনে গাড়ির প্রয়োজন হলে হোটেল কর্তৃপক্ষ রেন্ট-এ কারের মাধ্যমে গাড়ির সংস্থান করে থাকে। ভাড়ার হার ঘন্টা প্রতি ৬০০ টাকা।
বিনোদন ব্যবস্থা
হোটেলে অবস্থানরত বোর্ডারদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ব্যবস্থা। সকল রুমেই রয়েছে স্যাটেলাইট সংযোগসহ রঙ্গীন টেলিভিশন, সাউন্ড সিস্টেম, ইন্টারনেট সংযোগ, দৈনিক পত্রিকা (বাংলা ও ইংরেজী) আর কেন্দ্রীয়ভাবে রয়েছে সাইবার ক্যাফে, বিনোদন রুম যার ধারণক্ষমতা ৫০ জন।
সুইমিং পুল ও হেলথ ক্লাব
এই হোটেলে বোর্ডারদের সুবিধার্থে সুদৃশ্য সুইমিং পুল ও অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত হেলথ ক্লাব রয়েছে। সুইমিং পুল ও হেলথ ক্লাব সুবিধা ভোগ করার জন্য আলাদা কোন চার্জ দিতে হয় না। এই সুবিধা শুধুমাত্র বোর্ডারদের জন্য প্রযোজ্য। নন-বোর্ডাররা এই সুবিধা ভোগ করতে পারেন না।
জেনারেটর ও লিফট
রাত-দিন ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য হোটেলের নিজস্ব জেনারেটর রয়েছে। আর হোটেলের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাতায়াতের জন্য ২টি লিফট রয়েছে। এটি হোটেলের প্রবেশ মুখের বাম পাশে অবস্থিত।
অডিটোরিয়াম
বিভিন্ন ধরনের সভা, সেমিনার ও সংবাদ সম্মেলনের জন্য একটি কনফারেন্স রুম রয়েছে।
-
২০ জন ধারণক্ষমতা সম্পন্ন।
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর ও মোটরাইজড স্কীন।
-
ডিজিটাল কনফারেন্সিং সিস্টেম।
-
৪২ ইঞ্চি প্লাজমা এলসিডি টিভি।
এছাড়া ১০০ জন লোক ধারণক্ষমতা সম্পন্ন সুন্দর সাজানো গোছানো একটি বেনকুয়েট হল রয়েছে। যেখানে বিভিন্ন ধরনের পারিবারিক, প্রাতিষ্ঠানিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে।
নাম
|
ভাড়া
|
কনফারেন্স রুম
|
১৫,০০০/-
|
বেনকুয়েট হল
|
১৮,০০০/-
|
মিটিং রুম
|
৮,০০০/-
|
সকল ক্ষেত্রে রুম ভাড়ার সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য।
বিল পরিশোধ
এই হোটেলটির যাবতীয় বিল ক্যাশ ডলার বা ডলারে মূল্যায়িত ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যায়। ভিসা, আমেরিকান এক্সপ্রেস ও মাস্টার কার্ড গ্রহণযোগ্য।
নিরাপত্তা ও অগ্নি-নির্বাপন ব্যবস্থা
বোর্ডারদের সার্বিক নিরাপত্তা বিধান নিশ্চিতকল্পে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা প্রহরী নিয়োজিত রয়েছে। আর অগ্নি-নির্বাপনের জন্য রয়েছে অগ্নি-নির্বাপক যন্ত্রপাতি ও প্রতি ফ্লোরে রয়েছে ৬ টি করে ফায়ার এক্সিট। প্রতি ফ্লোরে দুই পাশে ২টি করে এবং মাঝখানে ২টি ফায়ার এক্সিট রয়েছে।
এটিএম বুথ
হোটেলের ৪০ গজের মধ্যে ডিবিবিএল, ব্র্যাক, ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এর এটিএম বুথ রয়েছে।