বিশ্বমানের ইমারত নির্মাণের অঙ্গীকার নিয়ে নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘সেঞ্চুরী রিয়্যালটি লিমিটেড’ (সিআরএল) এর যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানটির এ্যাপার্টমেন্ট ও ল্যান্ড উভয় ধরনের প্রজেক্ট রয়েছে।
কর্পোরেট অফিসের অবস্থান
গুলশান ১ নম্বর গোলচত্ত্বর থেকে গুলশান লিংক রোড হয়ে মেরুল বাড্ডা প্রাইম ব্যাংক ও এশিয়া ব্যাংক থেকে ২০ গজ সামনে এই প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিস অবস্থিত।
ঠিকানা
কর্পোরেট অফিস
স্যুট # ০২, বাড়ী # ০৬, সড়ক # ১২৮, গুলশান # ১, ঢাকা – ১২১২।
ফোন: ৯৮৯৩০২৯, ৯৮৬২১৫৮, ৮৮৫০৫৫৪, ৮৮৩৩৮৯৪, ৮৮১৩৭৪৬, ৮৮৩৫০৬৪
মোবাইল: ০১১৯৮-০১৮৩১৬, ০১১৯৮-০১৮৩১৭, ০১১৯৮-০১৮৩১৮, ০১১৯৮-০১৮৩১৯
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.centurygroup.info
কুয়াকাটা অফিস
সেঞ্চুরী সেন্টার ইন, জিরো পয়েন্ট কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী।
প্রকল্পগুলো
-
এ্যাপার্টমেন্ট
-
দোকান
-
কমার্শিয়াল স্পেস
-
হাউজিং প্লট
প্রকল্পগুলোর অবস্থান
প্রকল্প
|
সাইজ
|
লোকেশন
|
সেঞ্চুরী ডেল
|
১০০০ বর্গফুট (ফ্ল্যাট)
|
৩ ইন্দিরা রোড, ফার্মগেট
|
সেঞ্চুরী এলিগেন্স
|
১০৪০-২০৪০ বর্গফুট (ফ্ল্যাট)
|
প্লট # ২৮, রোড # ১৬, সেক্টর১২, উত্তরা
|
সেঞ্চুরী টিউলিপ
|
৭৬৭-১৫৩৪ বর্গফুট (ফ্ল্যাট)
|
প্লট # ৪৫, রোড # ৩এফ, সেক্টর # ৯, উত্তরা
|
সেঞ্চুরী ম্যাপললিফ
|
১০৪০-২০৮০ বর্গফুট (ফ্ল্যাট)
|
প্লট # ৯১, রোড # ১৬, সেক্টর # ১১, উত্তরা
|
সেঞ্চুরী সানফ্লাওয়ার
|
৭৫০-১১৬০ বর্গফুট (ফ্ল্যাট)
|
৩৮৩-৩৮৪, ব্লক # সি, খিলগাঁও সি পাড়া
|
সেঞ্চুরী মায়িশা
|
১৭০০ বর্গফুট (ফ্ল্যাট)
|
প্লট # ১২৩, ব্লক # এফ, বসুন্ধরা আ/এ
|
সেঞ্চুরী রজনীগন্ধ্যা
|
৮২৮-৯৭৬ বর্গফুট (ফ্ল্যাট)
|
৩৯/১৮, ইস্ট হাজীপাড়া, রামপুরা
|
সেঞ্চুরী কুয়াকাটা মডেল টাউন
|
৫, ৭, ১০, ২০ কাঠা (ল্যান্ড)
|
কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী
|
বুকিং মানি
-
ফ্ল্যাট/বাণিজ্যিক স্পেস/দোকান – এর মোট মূল্যের ৩০%।
-
প্লটের ক্ষেত্রে প্লটের মোট মূল্যের ২০%।
বরাদ্দ
-
কোম্পানীর নির্ধারিত ফরমে ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ এবং ফ্ল্যাট খালি থাকা সাপেক্ষে বুকিং মানি বাবদ ৫০,০০০ টাকা সহ আবেদন করতে হয়।
-
আবেদনপত্র প্রাপ্তির পর কোম্পানী আবেদনকারীর নিকট বাকী টাকা পরিশোধের জন্য পেমেন্ট সিডিউল সহ একটি সাময়িক বরাদ্দপত্র ইস্যু করে থাকে।
-
কোম্পানী ফ্ল্যাট বরাদ্দের যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার সংরক্ষণ করে থাকেন।
মূল্য পরিশোধ
-
বুকিং মানি প্রদানের পরবর্তী ৩০ দিনের মধ্যে মোট মূল্যের ২০% টাকা পরিশোধ করতে হয়।
-
পরবর্তী ১৫ দিনের মধ্যে বাকী ১০% টাকা পরিশোধ করে চুক্তিনামা সম্পাদন করতে হয়।
-
অন্যথায় বুকিং মানি বাজেয়াপ্ত করা হয়।
-
বাকী ৭০% টাকা সর্বোচ্চ ৩৬ টি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা রয়েছে।
পেমেন্ট
-
সকল পেমেন্ট ‘সিআরএল’ এর বরাবর ডিমান্ড/পে-অর্ডার/চেক এর মাধ্যমে জমা দিতে হয়।
-
বিদেশে অবস্থানরত গ্রাহকগণ বৈদেশিক মুদ্রায় টিটি অথবা ডিডি এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার বিনিময় হারে পরিশোধ করা যায়।
হস্তান্তর
-
কোম্পানীর নির্ধারিত সময়েই ফ্ল্যাট হস্তান্তর করা হবে।
-
কিস্তির সকল টাকা সম্পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত কোনভাবেই হস্তান্তর করা হয় না।
কিস্তি পরিশোধ
-
কিস্তির টাকা যথাসময়ে পরিশোধে ব্যর্থ হলে বর্ধিত কিস্তির টাকার উপর প্রতি মাসে ২.৫% হারে জরিমানা প্রদান করতে হয়।
-
কিস্তির টাকা পরিশোধে ৬০ দিন বিলম্ব হলে কোম্পানী বরাদ্দপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করে থাকে।
-
বুকিং পরবর্তী কোন গ্রাহক যদি কিস্তির টাকা প্রদানে অসমর্থ হয় কিংবা বুকিং বাতিল করতে চায় তবে মোট জমাকৃত টাকার ১০% কেটে রেখে বাকী টাকা ফেরত প্রদানের ব্যবস্থা রয়েছে।
-
সকল ক্ষেত্রেই নতুন গ্রহীতার নিকট বিক্রির পর টাকা ফেরত দেওয়া হয়।

অন্যান্য খরচ
-
এ্যাপার্টমেন্ট/দোকান/বাণিজ্যিক স্পেস বরাদ্দ সংক্রান্ত চুক্তিপত্র সম্পাদনের জন্য রেজিষ্ট্রেশন ফি ও অন্যান্য খরচ ক্রেতাকে বহন করতে হয়।
-
পানি, বিদ্যুৎ, গ্যাস, পয়:নিষ্কাশনের সংযোগ ফি ও অন্যান্য খরচ ক্রেতাকে বহন করতে হয়।
-
উল্লেখিত কাজগুলো সম্পাদনের জন্য প্লটের মালিককে ‘সিআরএল’ এর নিকট দায়িত্ব অর্পণ করতে হয় এবং নির্ধারিত মূল্য পরিশোধ করতে হয়।
ফ্ল্যাটের সুবিধাসমূহ
-
গাড়ি পার্কিং ব্যবস্থা।
-
চলাচলের জন্য সিড়ির পাশাপাশি লিফট, এস্কেলেটর সুবিধা।
-
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য স্ট্যান্ড বাই জেনারেটর।
-
অগ্নি নির্বাপনের আধুনিক ব্যবস্থা।
-
সুদমুক্ত সহজ কিস্তি।
-
সঠিক সময়ে হস্তান্তরের নিশ্চয়তা।