হৃদয় খানের ‘আড়ালে’ গানে মডেল হয়েছিলেন সুজানা। সেই থেকে সুজানার প্রেমে পড়ে গেলেন তিনি। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে দ্বন্দ্বও তৈরি হয় হৃদয়ের। এক সময় পরিবার ছেড়ে অন্যত্র থাকা শুরু করেন। তবে বয়সে বড় সুজানা কিছুতেই হৃদয়কে ভালবাসার মানুষ হিসেবে মানতে রাজি ছিলেন না। বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন সম্পর্কটা। গত বছরের মাঝামাঝি আরও একবার প্রেমের প্রস্তাব সুজানাকে করেন হৃদয়। এবার প্রস্তাব মেনে নিলেন সুজানা। ব্যাস, বিয়ের কাজটাও সেরে ফেললেন তারা। র্যাম্প মডেল সুজানা বয়সে হৃদয়ের চেয়ে প্রায় ৭ বছরের বড়। হৃদয় সদ্য টিনএজ পার করেছেন। সুজানার অবশ্য আগে একবার বিয়ে হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী সামির নামের এক যুবককে ২০০৬ সালে বিয়ে করেন সুজানা। তবে তাদের সংসার একবছরও টেকেনি।
সুজানা পূর্ববর্তী হৃদয় খানের প্রেম-ভালোবাসা
বয়স এখনো ২৪ না পেরোলেও এরইমধ্যে সুজানাকে নিয়ে ৩টি বিয়ে করেছেন হৃদয় খান। জনশ্রুতি আছে, তার প্রথম বউয়ের কোনো খোঁজ নেই। বছর খানেক আগে হঠাৎ করেই প্যাড বাদক মানিকের শালীকে হৃদয় বিয়ে করে পালিয়ে যান। এতে মহাসমস্যায় পড়েন তার বাবা জিঙ্গেল সম্রাটখ্যাত সঙ্গীত পরিচালক রিপন খান। প্রেম মানে না কোনো নিয়ম-বাধা। বাবা রিপন খান কোনোমতে হৃদয়ের দ্বিতীয় বিয়েটাকেও নাকি ধামাচাপা দিয়েছিলেন। সে যাই হোক, এরপর হৃদয় আরো বেপরোয়া হয়ে উঠেন। বাবার কমান্ড অমান্য করে হৃদয় নিজের মতো জীবনযাপন করতে থাকেন। এতে বাবা রিপন খানের স্বপ্নটা ভেঙে খানখান হয়ে যায়। অথচ কথা ছিল, ফেরদৌস ওয়াহিদ-হাবিব ওয়াহিদের মতো রিপন খান-হৃদয় খানও সঙ্গীতাঙ্গন দাপিয়ে বেড়াবেন। কিন্তু ছেলের প্রেম রোগের জন্য বাবার স্বপ্ন আর পূরণ হয়নি। তাই বাবাও এখন ছেলে হৃদয় খানের খোঁজ খবর রাখছেন না।