বর্তমান প্রজন্মের হার্টথ্রুব তাহসান। অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তরুন প্রজন্মের কাছে। তিনি একাধারে গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক এবং শিক্ষক। তিনি নিজে যেমন গান করেন ঠিক তেমনি অন্যের গানে সুরও করে থাকেন।
জন্ম
১৮ অক্টোবর ১৯৭৯ সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তাহসান। তাঁর পুরো নাম তাহসান রহমান খান।
পারিবারিক জীবন
-
৩ অগাস্ট ২০০৬ সালে তাহসান বিয়ে করেন মডেল, অভিনেত্রী মিথিলাকে।
পড়াশুনা
-
নটরডেম কলেজ থেকে এইচএসসি
-
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন
-
ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করেন।
সঙ্গীত জীবন 
-
তাহসান ছায়ানট থেকে রবন্দ্রী সঙ্গীতে হাতে খড়ি নেন।
-
তাহসান তাঁর কয়েকজন পরিচিত যুবক মিলে ১৯৯৮ গড়ে তোলেন ব্ল্যাক নামক ব্যান্ডদল।
-
বর্তমানে অবশ্য ব্যান্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গান গেয়ে থাকেন তাহসান
-
বিয়ের পর তাহসান স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব এ্যালবাম।
একক অ্যালবাম
-
কথোপকথন
-
কৃতদাসের নির্বাণ
-
ইচ্ছে
-
নেই
-
প্রত্যাবর্তন
-
প্রত্যাবর্তন-২
ব্ল্যাক ব্যান্ড
মিশ্র এ্যালবাম
-
প্রতিজ্ঞা বোকা মানুষটা
-
রোদেলা দুপুর
-
ফিরে এসো
-
অনন্তকালের পথযাত্রী
-
দখিনের জানালা বন্ধুতা
নাটকে অভিনয়
-
কাছের মানুষ
-
অফবিট
-
মধুরেণ সমাপয়েত
-
অন্তর্গতা
-
হিট উইকেট
অনুষ্ঠান উপস্থাপনা
-
লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৫
-
ইউ গট দ্য লুক
-
ভালোবাসার গল্প
-
ঈদ আনন্দে সুরের ছন্দে
বিজ্ঞাপনচিত্র
-
পন্ডস (২ পর্ব)
-
বাংলালিংক আমার টিউন
-
জুঁই নারিকেল তেল
-
আফতাব গুড়া মসলা
-
ক্লোজ আপ টুথপেস্ট
বিশেষ কর্মকান্ড
-
তাহসান বর্তমানে গানের পাশাপাশি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এ শিক্ষকতা করছেন।।