সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তী সাবিনা ইয়াসমিন দেশাত্ববোধক গান গেয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। গেয়েছেন চলচ্চিত্রের গান। আপন মহিমায় দেশ এবং দেশের বাইরে তিনি প্রতিষ্ঠিত। বহির্বিশ্বে নিজের সাথে দেশের নামও উজ্জল করেছেন সাবিনা ইয়াসমিন। চার দশকেরও বেশী সময় ধরে গানের ভূবনে বিচরন করে চলেছেন সাবিনা ইয়াসমিন।
জন্ম
৪ সেপ্টেম্বর ১৯৫৩ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন।
পারিবারিক জীবন
-
তাঁর তিন বোন ফরিদা ইয়াসমিন, ফওজিয়া খান এবং নীলুফার ইয়াসমিন সঙ্গীত শিল্পী
-
তাঁরা ৫ বোন।
-
সাবিনা ইয়াসমিন ওস্তাদ পি সি গোমেজের কাছে ১৩ বছর তালিম নিয়েছেন।
-
মাত্র ৭ বছর বয়সে স্টেজ প্রোগ্রামে অংশ নেন।
-
তাঁর স্বামী পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী কবির সুমন।
সঙ্গীত জীবন
-
ছোটদের সংগঠন খেলাঘরের সদস্য হিসেবে রেডিও ও টেলিভিশনে গান গান নিয়মিত।
-
শিশু শিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিন ‘নতুন সুর’ চলচ্চিত্রে প্রথমগান করেন তিনি।
-
১৯৬৭ সালে চলচ্চিত্রে গায়িকা হিসেবে আত্ন প্রকাশ করেন সাবিনা ইয়াসমিন।
-
ছায়াছবিতে ১২ হাজারের মতো গান করছেন তিনি।
-
মরমী শিল্পী আব্দুল আলীম থেকে শুরু করে বর্তমান সময়ের উঠতি গায়কের সাথে গান গেয়ে চলেছেন সাবিনা ইয়াসমিন।
-
ভারতীয় সুরকার আর,ডি,বর্মণের সুরে গান এবং সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সাথে ডুয়েট গান গেয়েছেন। সাধারণত ফিল্মের গানেই তিনি বেশী কন্ঠ দিয়েছেন।
-
কবির সুমনের সাথে সাবিনা ইয়াসমিনের 'তেরো' নামের একটি ডুয়েট এ্যালবাম করেছেন।
-
দেশাত্ববোধক গানের পাশাপাশি সবচেয়ে বেশী গান গেয়েছেন চলচ্চিত্রে।
-
সাবিনা ইয়াসমিন গায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেতে খান আতাউর রহমানের নিকট থেকে অনেক সহযোগিতা পেয়েছেন।
উল্লেখযোগ্য গান
-
ক’টা জানালা খুলে দাও না
-
মাঝি নাও ছাড়িয়া দে
-
সুন্দর সুবর্ণ
-
এ কী সোনার আলোয়
-
প্রেম যেন এক গোধুলিবেলার
-
যদি আমাকে জানতে সাধ হয়
-
এই পৃথিবীর পরে কত ফুল ফোটে
-
জানিনা কি ভেবে কাছে নিয়েছিলে
-
মন যদি ভেঙ্গে যায় যাক
-
জানিনা কে তুমি
-
ভুলে গেছি সুর ওগো
-
অশ্রু দিয়ে লেখা এ গান
-
শুধু গান গেয়ে পরিচয়
-
এ আধার কখনো যাবেনা
-
সে যে কেন এলোনা
-
ও পাখী তোর যন্ত্রনা
-
ওরে ও দুষ্টু কোকিলা
পুরুস্কার
-
দশবার পেয়েছেন জাতীয় পুরস্কার।
-
সাবিনা ইয়াসমিন ১৯৮৪ সালে একুশে পদক অর্জন করেন
-
সাবিনা ইয়াসমিন ১৯৮৫ সালে গানের জন্য ভারতের বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সংগীতে 'ডক্টরেট' ডিগ্রি অর্জন করেন।
-
১৯৯১ সালে উত্তম কুমার পুরস্কার, ১৯৮৪ সালে এইচ এম ভি ডাবল প্লাটিনাম পুরস্কার, ১৯৭৪ ও ১৯৭৫ সালে জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার, ১৯৯২ সালে অ্যাস্ট্রোলজি পুরস্কার এবং লস অ্যাঞ্জেলেস থেকে পান বেস্ট সিঙ্গার পুরস্কার
চলচ্চিত্রে অভিনয়
-
গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘উল্কা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাবিনা ইয়াসমিন।
বিশেষ কর্মকান্ড
-
২০১০ সাল থেকে চ্যানেল আই আয়োজিত সেরা কন্ঠে বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবিনা ইয়াসমিন।