২০১২ সালে আদনান আল রাজীবের পরিচালনায় প্রাণ চানাচুর এর বিজ্ঞাপনচিত্রে প্রথম মডেল হিসেবে কাজ করেন শবনম ফারিয়া। এরপর খুব দ্রুতই তাকে বেশকিছু জনপ্রিয় বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায়।
ফারিয়ার বিজ্ঞাপনচিত্রের মধ্যে রয়েছে প্যারাসুট নারিকেল তেল, প্রাণ জুস, রাঁধুনী গুঁড়া মসলা, লুসি অলিভ অয়েল ইত্যাদি। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় রাঁধুনী সরিষার তেল, তানভিন রাফিকের রোজ গ্ল্যাস ক্লিনার, প্রাণ ও হলিউড স্টাইল কসমেটিকসের বিজ্ঞাপন।
একটি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে চতুর্থ বর্ষের ছাত্রী শবনম ফারিয়া। পরিবারে তিন বোনের মধ্যে তার অবস্থান সবার ছোট। বাবা মীর আবদুল্লাহ পেশায় ডাক্তার ও মা নার্গিস আক্তার একজন গৃহিনী। বাবা-মা এর আদরের এই ছোট মেয়েটি কিছুদিন আগে ইমরান ফিচারিং নির্ঝর এর `আরাধনা` শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেন। সেখানেও তিনি অনেকের প্রশংসা পান।
২০১৩ সালে ভালোবাসা দিবসে শবনম ফারিয়া আদনান আল রাজীবের নির্দেশনায় এইটিনথ অলটাইম দৌড়ের ওপর নাটকে প্রথম কাজ করেন। রেদওয়ান রনির নির্দেশনায় সুবর্ণপুর কতদূর, কমল চৌধুরীর স্ক্রু ড্রাইভার, তানিম রহমান অংশুর দুই অংশে শেষ একটাই করেছেন তিনি।
বর্তমানে পড়াশোনা ও শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন মিডিয়া থেকে তিনি দূরে ছিলেন। নতুন করে তিনি আবার ফিরছেন তবে সেটা সীমিত আকারে।