বাংলা চলচ্চিত্রের উজ্জল তারকার নাম ইমন। চলচ্চিত্রের এই খরা মৌসুমে ইমনের আগমন বাংলা চলচ্চিত্রে বৃষ্টি যেন। সাকিব এর পরবর্তী জনপ্রিয় তারকা ধরা হয় ইমনকে। দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি দর্শকের মন জয় করেছেন। পুরো নাম মামনুন হাসান ইমন।
জন্ম
২৮ মে ১৯৮৩ সালে এই জনপ্রিয় চলচ্চিত্র তারকা জন্মগ্রহন করেন।
বিয়ে ও পরিবার:
২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন ইমন। প্রেমের সম্পর্কেই বিয়েটা হয়েছে। তবে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। তার পরিবারে আছে দুই ছেলে সামিন ও শায়ান।

কর্মজীবন
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিয়মিত মডেলিং করেন। সময় সুযোগে ছোট পর্দায় এখনো অভিনয় করেন ইমন। এর মাঝে উপস্থাপনায়ও পা রাখা হয়েছে। ভালোবাসা দিবসে ‘পাঁচফোড়ন’ নামের অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইমন। তিনি বর্তমানে 'মেনজ বাংলাদেশ' প্রিমিয়াম সেলুনের ব্যান্ড এম্বাসেডর।

তার অভিনীত চলচ্চিত্র
১.এক বুক ভালোবাসা
২. লাল টিপ
৩.পায়রা
৪.পদ্ম পাতার জল
৫.পুত্র এখন পয়সাওয়ালা
৬.জোনাকির আলো
৭.এমনইতো প্রেম হয়
৮.এই তো ভালোবাসা
৯.পরবাসিনী
১০.দারুচিনি দ্বীপ
১১.অবুঝ ভালোবাসা
১২.হৃদয়ে একাত্তর
টেলিফিল্ম
১. ভ্যালেন্টাইন
আপডেটের তারিখঃ ৩১ আগস্ট, ২০১৩ ইং