নোবেল বাংলা মডেলিং অঙ্গনের সবচেয়ে প্রতিভাবান ও সুর্দশন এক মডেল। তার পুরো নাম আদিল হোসেন নোবেল। ক্যারিয়ারের শুরু থেকেই অধ্যবসায়, নিষ্ঠা আর আত্মবিশ্বাসের কারণে ব্যক্তিগত জীবন, চাকরি জীবন এবং তারকা জীবন সবক্ষেত্রেই পেয়েছেন ঈর্ষনীয় সাফল্য।
নোবেলের শৈশব কাটে জন্মস্থান চট্টগ্রামে। সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
পাসের পর ১৯৮৯ সালের ঢাকায় আসেন নোবেল। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে এক আত্মীয়ের পরামর্শে র্যাম্প মডেল হিসেবে অভিষেক হয় নোবেলের। এরপর এর পিছনে ফিরে তাকাতে হয় নি। বিশিষ্ট অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের মাধ্যমে মডেলিং জগতে প্রবেশ করেন নোবেল।

নোবেল ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। এছাড়াও তিনি সিঙ্গাপুর ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট এবং জেভিয়ার লেবার রিলেশনস ইন্সটিটিউট থেকে ‘কি অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট’ এর উপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

বিজ্ঞাপনচিত্রে মডেলিং এর পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেন নোবেল। নোবেল অভিনীত প্রথম নাটক ‘প্রাচীর পেরিয়ে’। ১৯৯৫ সালে প্রচারিত এই নাটকটি ছিল প্যাকেজ প্রোগ্রামের আওতায় দেশের প্রথম টিভি নাটক। তবে নাটকের চেয়ে মডেলিংটাকেই বেশি প্রাধান্য দেন নোবেল। সাধারণত বিশেষ দিবসের নাটকে নোবেলকে দেখা যায়।

মডেলিং, নাটকে অভিনয়ের পাশাপাশি অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন নোবেল। কিন্তু মডেলিংটাকেই ধ্যান-জ্ঞান হিসেবে নেয়ায় সেই সকল প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হন নোবেল।
মডেলিংয়ের পাশাপাশি নোবেল বেসরকারি টেলিকম কোম্পানি এয়ারটেলের কর্পোরেট অ্যান্ড এসএমই সেলস ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নোবেল তার কর্মজীবন শুরু করেন ১৯৯৩ সালের ডিসেম্বরে এমজিএইচ গ্রুপের শিপিং ডিভিশনে। এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি ‘কোটস বাংলাদেশ লিমিটেড’ এর জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেন।
আপডেটের তারিখঃ ২৯ আগস্ট, ২০১৩ ইং