চলচ্চিত্রে নতুন মুখের আগমন প্রতিনিয়তই ঘটছে। অনেকেই নজরের বাইরে থাকেন। এবার নতুনদের মধ্যে নজর কেড়েছেন মারজান জেনিফা। চট্টগ্রামের র্যাম্প মডেলিং- এর মধ্য দিয়েই জেনিফা’র মিডিয়া জগতে পথচলা শুরু হয়েছিলো। উচ্চ মাধ্যমিক শেষ করেই বিনোদন, বিজ্ঞাপন ও টেলিভিশন মাধ্যমে নিজের একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন মারজান জেনিফা।
বিনোদন মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি ঢাকার শান্ত-মারিয়াম ক্রিয়েটিভ ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং বিষয়ে এ অধ্যয়ন করছেন। বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি ৬টি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকগুলো হল হিমু আক্রামের ‘মকবুল এন্টারপ্রাইজ’, সৈয়দ জামিলের ‘ভিন্নরকম চোর,
অন্যরকম নারী’ এবং ‘ভেজা ঢেউ, ভেজা হাওয়া’। রূপালী পর্দায় ‘রোমান্স’ ও ‘মুসাফির’ নামে দুটি চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন।
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সন্তান মারজান জেনিফা পরিবারের তিন ভাইবোনের মধ্যে সবার বড়। তার ছোট এক ভাই ও এক বোন রয়েছে। বাবা চট্টগ্রামের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মা গৃহীনি।
মারজান জেনিফা ঘুরে বেড়াতে পছন্দ করেন খুব। পছন্দ করেন সাজগোজ করতে। ভালোবাসেন চকলেট। প্রিয় পোশাক সেলোয়ার কামিজ। যদিও জিন্স-টিশার্ট পড়া হয় বেশি। রং পছন্দ সাদা-কালো। নবাগতা নায়িকা হিসেবে সকলের দোয়া প্রত্যাশা করেন মারজান জেনিফা।