লাক্স-চ্যানেল আই সুপারস্টার ইভেন্টের মাধ্যমে ২০০৭ সালে মিডিয়ায় অভিষেক হয়েছিল আমব্রিনের। মডেলিং, অভিনয় আর উপস্থাপনা; তিন শাখাতেই ছড়িয়েছেন প্রতিভান দীপ্তি। বাংলালিংক-এর কল ব্লক বিজ্ঞাপনটি দিয়ে প্রথম দর্শকদের নজর কাড়েন আমব্রিন। এরপরে একে একে মডেল রূপে তাকে দেখা গেছে বাংলালিংক দেশ ফাইভ, বেঙ্গল , বস ফ্রীজ'সহ অসংখ্য বিজ্ঞাপনচিত্রে। বর্তমানে আমব্রিন দেশ টিভি, আর,টিভি ও চ্যানেল নাইন-এ 'সিনেমা এক্সপ্রেস', 'ডাবর ভাটিকা এক্সট্রা অর্ডিনারি' ও মিউজিক জংশন অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে উপস্থাপনা করেছেন। এছাড়া এরই মধ্যে কাজ করেছেন নিজের প্রথম চলচ্চিত্র 'ফিল মাই লাভ' এ।
খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের পরিচালনায় খণ্ডনাটক ‘চল বিয়ে করি’ অভিনয়ে তার হাতেখড়ি হয়। একই নির্মাতার ধারাবাহিক নাটক ‘ফুল মিয়া’-এর মজার চরিত্রে অভিনয় করে পেয়ে যান পরিচিতি। হুমায়ূন আহমেদের ‘নিশিকাব্য’ ও ‘চৌধুরী খালেকুজ্জামানের মৃত্যুচিন্তা’ নাটকে অভিনয় করার পর সেই পরিচিতি আরো বেড়ে যায়। ‘চব্বিশ ঘণ্টা’ ও ‘এই শহরে’ নামের দুটি ধারাবাহিকে কাজ করার মধ্য দিয়ে আমব্রিন নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেন ।
অনুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চালনায় নিজেকে মেলে ধরেছেন আমব্রিন। তার স্বাচ্ছন্দ্য পারফর্মেন্সে আরটিভির গেম শো ‘ঠিক বলছেন তো?’, ‘বসুধা তোমার জন্য আমার এ গান’, ইটিভির ‘সিনে হিটস’, মাইটিভির রান্নার অনুষ্ঠান ‘পাকের ঘর’, এটিএনের ‘আইটি জোন’ প্রভৃতি বিভিন্ন সময় প্রচারিত হয়েছে। আমব্রিন ফ্যাশন ডিজাইনিংয়ে তার একাডেমিক ক্যারিয়ার গড়ে তুলছেন। স্বপ্ন দেখেন, মিডিয়ায় কাজ করার পাশাপাশি একদিন আন্তজার্তিকমানে ফ্যাশন ডিজাইনার হবেন।